অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বিজ্ঞান
মো. আমিনুল ইসলাম
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক
মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
পরমাণুর গঠন : সৃজনশীল
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
A মৌলের পারমাণবিক সংখ্যা ৬ এবং ভর সংখ্যা ১২, B ও C মৌল দুটির পারমাণবিক সংখ্যা A মৌলের সমান। এ-মৌল দুটির নিউট্রন সংখ্যা যথাক্রমে ৭ ও ৮।
ক. সংকেত কাকে বলে? ১
খ. হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন : ব্যাখা কর। ২
গ. A মৌলটির নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে মৌল তিনটি পরস্পর আইসোটোপ -বিশ্লেষণ কর। ৪
উত্তর : ক. কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়।
উত্তর খ : একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক সেই কয়টি যদি থাকে তাহলে পরমাণুগুলো নিষ্ক্রিয় হয়। হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা ২ হওয়ায় এর ইলেকট্রন সংখ্যাও ২ এবং সর্ব বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা ২। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ ২টি ইলেকট্রন থাকতে পাবে। সেহেতু হিলিয়াম পরমাণু অন্য পরমাণুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে না তাই হিলিয়াম নিষ্ক্রিয়।
উত্তর গ : A মৌলটির পারমাণবিক সংখ্যা ৬-এর ভর সংখ্যা ১২ পারমাণবিক সংখ্যা= প্রোটোন সংখ্যা=ইলেকট্রন সংখ্যা
সুতরাং অ মৌলের ইলেকট্রন সংখ্যা=৬
আমরা জানি, ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+নিউট্রন সংখ্যা
নিউট্রন সংখ্যা=ভরসংখ্যা-প্রোটন সংখ্যা।
=১২-৬
=৬
ঘ. উ. কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। উদ্দীপকের A, B, C মৌল তিনটির পারমাণবিক সংখ্যা সমান। A মৌলের পারমাণবিক সংখ্যা ৬ এবং ভরসংখ্যা ১২। সুতরাং নিউট্রন সংখ্যা ৬। A, B, C মৌলের নিউট্রন ৬, ৭, ৮ তাই উদ্দীপকের মৌল তিনটি পরস্পর আইসোটোপ।
