|
ফলো করুন |
|
|---|---|
ছাতিম গাছ অ্যাপোসাইনেসি বর্গের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম এলস্টোনিয়া স্কলারিস। আর্দ্র, কর্দমাক্ত, জলসিক্ত স্থানে ছাতিম বেশি জন্মে। ছাতিম মূলাবর্তে সাতটি পাতা এক সঙ্গে থাকে বলে সংস্কৃত ভাষায় একে ‘সপ্তপর্ণ’ বা ‘সপ্তপর্ণা’ নামে ডাকা হয়। ছাতিম গাছ ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। বহু শাখাবিশিষ্ট গাছটির ছাল গন্ধহীন, অসমতল ও ধুসর। শাখার শীর্ষে সবুজ মেশানো সাদা রঙের থোকায় থোকায় ক্ষুদ্রাকৃতি ফুল ফোটে। ছাতিমের কষ অনেকে ওষুধ হিসেবে ঘা বা ক্ষতে লাগিয়ে থাকেন। ছাতিম গাছের বাকল বা ছাল শুকিয়ে নিয়ে ওষুধের কাজে ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী অতিসার এবং আমাশয়ে এটি অত্যন্ত উপকরী। জ্বর ধীরে ধীরে নামায় বলে ম্যালেরিয়াতেও উপকারী।
