Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

ব্যবসায় উদ্যোগ * বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

ব্যবসায় উদ্যোগ

Icon

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা

আত্মকর্মসংস্থান

১. বেকার সমস্যা বৃদ্ধি কী সৃষ্টি করে?

- অনিশ্চিত ভবিষ্যতের।

২. বাংলাদেশে আত্মকর্মসংস্থান পেশায় নিয়োজিত লোকের পরিমাণ কত?

- শতকরা ৬০ ভাগ।

৩. নতুন সম্পত্তি স্থাপন ও বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ের জন্য কীরূপ সুবিধা?

- সামাজিক।

৪. বাংলাদেশ কেমন দেশ?

- উন্নয়নশীল।

৫. কর্মসংস্থানকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?

- ৩ ভাগে।

৬. জনাব হাফিজুর রহমান কী পাস করেছেন?

- এসএসসি।

৭. বাংলাদেশে কর্মসংস্থানের প্রধান উৎস কী?

- আত্মকর্মসংস্থান।

৮. বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ শতকরা কত ভাগের কাছাকাছি?

- ২৬ লাখ।

৯. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অসীম?

- আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে।

১০. সরকারি প্রতিষ্ঠানে চাকরির সংখ্যা কেমন?

- নির্দিষ্ট।

১১. জাতীয় সমস্যার প্রধান শিকার কে?

- যুব সমাজ।

১২. বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম কোনটি?

- আত্মকর্মসংস্থান।

১৩. ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কিসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে?

- আত্মকর্মসংস্থানের।

১৪. বেকার সমস্যা বৃদ্ধির ফলে এ সমস্যা জাতীয় জীবনে কিরূপ অবস্থা ধারণ করে?

- ভয়াবহ রূপ।

১৫. আত্মকর্মসংস্থান কি?

- বেতন বা মজুরিভিত্তিক চাকরির বিকল্প ব্যবস্থা।

১৬. প্রত্যেক দেশের জাতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য কি?

- উপযুক্ত কর্মসংস্থান।

১৭. কোনটি সবার নিকট আকর্ষণীয়?

- চাকরি।

১৮. আত্মকর্মসংস্থানমূলক কাজের ধারাবাহিকতা কি রকম?

- অনিশ্চিত।

১৯. চাকরির প্রতি মানুষের আকর্ষণ এত বেশি কেন?

- নিরাপত্তা, নিয়মিত আয়প্রবাহ ও পদোন্নতি সুযোগ।

২০. যে কোনো দেশে কর্মসংস্থানের একটি প্রধান উৎস হল- ।

- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি।

২১. আত্মকর্মসংস্থানের জন্য কী প্রয়োজন?

- সংশ্লিষ্ট বিষয়ে নৈপুণ্য ও স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের মানসিকতা সৃষ্টি করা।

২২. প্রত্যেক দেশের জাতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য কি?

- দেশের কর্মক্ষম জনগণের উপযুক্ত কর্মসংস্থান করা।

২৩. ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত জন?

- ১৪ কোটি, ৯৭ লাখ, ৭২ হাজার ৩৬৪ জন।

২৪. বাংলাদেশের মোট শ্রমশক্তির কত ভাগ যুবক-যুবতী?

- এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সহিদুল ইসলাম

মাস্টার ট্রেইনার (টিসিজি) সেসিপ

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

বিশ্বসভ্যতা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১০০. সিন্ধু সভ্যতার যুগে মানুষ দেব-দেবী মনে করে পূজা করত-

i. বৃক্ষের ii. সাপের iii. পশু-পাখির

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০১. সিন্ধু সভ্যতার যুগে প্রত্যেকটি বাড়িতে ছিল-

i. স্নানাগার ii. খোলা জায়গা iii. পুকুর

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০২. সিন্ধু যুগে উল্লেখযোগ্য অলঙ্কার ছিল-

i. আংটি ii. বাজুবন্ধ iii. বালা

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৩. গ্রিক সভ্যতা গড়ে ওঠে-

i. ঈজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে

ii. ক্রিট দ্বীপ নিয়ে iii. এশিয়ার পূর্ব উপকূল নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৪. গ্রিস দেশটি পরিবেষ্টিত-

i. আড্রিয়াটিক সাগর দ্বারা ii. ভূমধ্য সাগর দ্বারা

iii. ঈজিয়ান সাগর দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৫. পেরিক্লিস্ট যেসব বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন-

i. প্রশাসন ii. আইন ও বিচার iii. শিক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৬. সোফোক্লিসের বিখ্যাত নাটক হল-

i. রাজা মিলনো ii. আন্তিগোনে iii. ইলেকট্রা

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৭. গ্রিক সভ্যতার যুগে প্রখ্যাত ভাস্ক শিল্পি ছিলেন-

i. মাইরন ii. ফিদিয়াস iii. প্রাকসিটেলেস

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৮. গ্রিসের অলিম্পিক খেলার ইভেন্ট ছিল-

i. মল্ল যুদ্ধ ii. চাকা নিক্ষেপ iii. মুষ্টি যুদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

১০৯. রোমানদের গুরুত্বপূর্ণ দেব-দেবী ছিল-

i. জুনো ii. নেপচুন iii. মঙ্গল

নিচের কোনটি সঠিক?

ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.

উত্তর: ১০০.ঘ ১০১.খ ১০২.ঘ, ১০৩.খ ১০৪.ঘ ১০৫.খ ১০৬.গ ১০৭.ঘ, ১০৮.ঘ ১০৯.খ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম