প্রাথমিক শিক্ষাসমাপনীর পড়াশোনা
প্রাথমিক বিজ্ঞান
আফরোজা বেগম
প্রকাশ: ০১ জুন ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
বায়ু
[পূর্বে প্রকাশিত অংশের পর]
প্রশ্ন : কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ুদূষণ করছে?
উত্তর : বায়ু আমাদের জন্য খুব দরকারি। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
* বিভিন্ন ধরনের পদার্থ মেযন- রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে।
* প্রাকৃতিক বিভিন্ন কারণে যেমন- আগ্নেয়গিরি, ঘূর্ণিঝড় ইত্যাদি নানা কারণে বায়ু দূষিত হয়।
মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডও বায়ুকে দূষিত করে। যেমন-
* জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষিত হয়।
কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া বাতাসকে দূষিত করে।
* গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়।
* যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়।
* যেখানে-সেখানে কফ, থুথু ফেললে এবং পায়খানা-প্রস্রাব করলে রোগ-জীবাণু বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে।
* যেখানে-সেখানে আবর্জনা ও মৃত জীবজন্তু ফেললে এগুলো পচে দুর্গন্ধ ছড়ায় ও বায়ু দূষণ ঘটায়।
* চামড়ার কারখানার দূষিত বর্জ্যরে দুর্গন্ধ বায়ুদূষণ করে।
* রান্নার চুলা, মোটর গাড়ির অব্যবহৃত টায়ার পোড়ানোর ফলে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করে।
* গাছপালা, বন-বাদাড় কাটার ফলে বায়ুতে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পায় ও বায়ু দূষিত হয়।
সুতরাং, মানুষের বেশ কিছু অসচেতনতামূলক কর্মকাণ্ডই পরিবেশে বায়ু দূষণের মূল কারণ। মানুষ প্রতিনিয়ত নানাভাবে বায়ুদূষণ করেই চলেছে।
