নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
ফিন্যান্স ও ব্যাংকিং * পদার্থবিজ্ঞান
ফিন্যান্স ও ব্যাংকিং
এইচ. এম. মতিউর রহমান
প্রকাশ: ২৪ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী
অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
১। অর্থায়ন কাকে বলে?
উত্তর : অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়।
২. জনকল্যাণ কোন অর্থায়নের মূল উৎস?
উত্তর : সরকারি অর্থায়নের।
৩. ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী?
উত্তর : বিনিয়োগ সিদ্ধান্ত।
৪. সরকারি অর্থায়ন কী?
উত্তর : সরকারি অর্থায়ন বলতে সরকার কর্তৃক অর্থ সংগ্রহ, ব্যবহার, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনসহ যাবতীয় আর্থিক কার্যাবলীকে বোঝায়।
৫. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
উত্তর : অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
৬. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
উত্তর : সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ।
৭. আয় সিদ্ধান্ত কী?
উত্তর : আয় সিদ্ধান্ত বলতে তহবিল সংগ্রহের ভিন্ন ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করাকে বোঝায়।
৮. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস কী?
উত্তর : শেয়ার বিক্রয়।
৯. কোনটি দেশের বাণিজ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখে? উত্তর : রেমিটেন্স।
১০. ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই ব্যবসায় অর্থায়ন।
১১. IDB এর পূর্ণরূপ কী?
উত্তর : IDB এর পূর্ণরূপ হলো Islamic Development Bank.
১২. ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : আর্থিক প্রতিষ্ঠান।
১৩. কখন বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে? উত্তর : ১৯৯০ এর দশকে।
১৪. কীসের পর থেকেই উৎপাদন কৌশল জটিলতর হয়? উত্তর : সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর।
১৫. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৬. কোনটি ব্যবসায়ীদের পূর্বানুমানে সহায়তা করে? উত্তর : সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা।
১৭. কোনটি জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে? উত্তর : ব্যবসায়।
১৮. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : সামাজিক প্রতিষ্ঠান।
১৯. প্রতিষ্ঠানে কম্পিউটার অধ্যায় কখন শুরু হয়? উত্তর : ১৯৭০ দশকে।
২০. পারিবারিক অর্থায়ন কী?
উত্তর : পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা, সেই আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করাকে পারিবারিক অর্থায়ন বলে।
২১. কারবারি প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : তিন ভাগে।
২২. শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ অর্থায়নের লক্ষ্য হিসেবে বিবেচিত হয় কখন?
উত্তর : ১৯৬০ দশকে।
২৩. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কোনটি? উত্তর : জামানতবিহীন ব্যাংক ঋণ।
২৪. অর্থায়ন কিসের প্রবাহ নিয়ে কাজ করে?
উত্তর : নগদ প্রবাহ।
২৫. ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : ব্যাংক একটি মুনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠান।
২৬. তারল্য কী?
উত্তর : কোনো সম্পদ সহজে বিক্রি করে নগদে পরিণত করার ক্ষমতাকে তারল্য বলে।
২৭. এতিমখানা কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : অব্যবসায়ী প্রতিষ্ঠান।
২৮. অবণ্টিত মুনাফা কোন ধরনের তহবিল?
উত্তর : অভ্যন্তরীণ মুনাফাভিত্তিক তহবিল।
২৯. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী?
উত্তর : চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য যে সিদ্ধান্ত নেয়া হয় তাকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে।
৩০. সকল ধরনের প্রতিষ্ঠানেই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কী? উত্তর : বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা।
৩১. WTO এর পূর্ণরূপ কী? উত্তর : WTO এর পূর্ণরূপ হল World Trade Organization.
৩২. আয় সিদ্ধান্তের অপর নাম কী?
উত্তর : আয় সিদ্ধান্তের অপর নাম অর্থায়ন সিদ্ধান্ত।
৩৩. আত্মীয়স্বজন থেকে কখন ঋণ নেয়া হয়?
উত্তর : নিজস্ব তহবিলের ঘাটতি হলে।
৩৪. কোনটি ব্যবসায়ের অর্থের আগমন ও নির্গমন প্রবাহের সৃষ্টি করে? উত্তর : অর্থায়ন।
৩৫. প্রাথমিক ব্যয় কী? উত্তর : প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত যাবতীয় ব্যয়কে প্রাথমিক ব্যয় বলে।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
৩৭। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?
উত্তর : মৌলিক রাশি।
৩৮। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে? উত্তর : তিন।
৩৯। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৫০ এবং পিচ যদি মি.মি. হয় তবে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?
উত্তর : ০.০১ মি. মি.
৪০। দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত? উত্তর : ০
৪১। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে? উত্তর : যান্ত্রিক ত্রুটি।
৪২। স্থান কাকে বলে?
উত্তর : ইউক্লিডের মতে ‘আমাদের চারপাশে যা আছে সবই স্থান’। নিউটনের মতে ‘স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি’।
৪৩। কাল কাকে বলে?
উত্তর : যা নিজস্ব ধারায় প্রবাহিত হয়। কোনো বস্তু বা ঘটনার দ্বারা প্রবাহিত হয় না, যার কোনো শুরু বা শেষ নেই তাই হচ্ছে কাল বা সময়।
৪৪। ভৌত রাশি কাকে বলে?
উত্তর : এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে।
৪৫। মাত্রা কাকে বলে?
উত্তর : কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।
৪৬। একক কাকে বলে?
উত্তর : যে আদর্শ পরিমাপের সঙ্গে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে।
৪৭। যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
উত্তর : পরীক্ষার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাতে কিছু ত্রুটি থাকে। এসব ত্রুটিকে যান্ত্রিক ত্রুটি বলে।
৪৮। যান্ত্রিক ত্রুটি কত প্রকার ও কী কী?
উত্তর : যান্ত্রিক ত্রুটি তিন প্রকার। যথা- i) শূন্য ত্রুটি ii) পিছট ত্রুটি iii) লেভেল ত্রুটি বা অনুভূমিক রেখা ত্রুটি।
৪৯। কত সালে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস ফিশনযোগ্য?
উত্তর : ১৯৩৮ সালে।
৫০। ভরের একক কী? উত্তর : কেজি।
৫১। তাপমাত্রার একক কী? উত্তর : কেলভিন।
৫২। তড়িৎ প্রবাহের একক কী?
উত্তর : অ্যাম্পিয়ার।
৫৩। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর : জার্মান বিজ্ঞানী স্লেল।
৫৪। দীপন তীব্রতার একক কী?
উত্তর : ক্যান্ডেলা (cd)
৫৫। তড়িৎ শক্তি উৎপাদনে কোন শক্তি ব্যবহার করা হয়? উত্তর : নিউক্লীয় শক্তি।
৫৬। সময়ের একক কী? উত্তর : সেকেন্ড (s)
৫৭। আয়তনের একক কী? উত্তর : ঘনমিটার।
৫৮। সত্যেন্দ্রনাথ বসু পেশায় কী ছিলেন?
উত্তর : অধ্যাপক
৫৯। বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে- এ উক্তিটি কার? উত্তর : থেলিসের।
৬০। কিসের সাহায্যে চালিত যোগাযোগ ব্যবস্থা দূরকে নিকট করে দিচ্ছে? উত্তর : কৃত্রিম উপগ্রহের।
৬১। ‘সূর্যই যে সৌর জগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলোর তার চারদিকে ঘুরছে’ সর্বপ্রথম উক্তিটি করেন কে? উত্তর : অ্যারিস্টার্কাস।
৬২। বিজ্ঞানকে সাধারণত কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়? উত্তর : দুটি।
৬৩। বিজ্ঞানকে কোন দুটি ভাগে ভাগ করা হয়-
উত্তর : ক) ভৌত বিজ্ঞান খ) জীববিজ্ঞান।
৬৪। ভৌত বিজ্ঞান কাকে বলে?
উত্তর : যাদের জীবন নেই, তাদের সম্পর্কিত বিজ্ঞান হল জড় বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান।
৬৫। প্রধান কয়েকটি ভৌত বিজ্ঞানের শাখার নাম লিখ।
উত্তর : পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, আবহবিদ্যা, ভূ-বিদ্যা ইত্যাদি।
৬৬। পদার্থ অবিভাজ্য এ ধারণা কার?
উত্তর : গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস।
৬৭। Sublimation শব্দের অর্থ কী?
উত্তর : ঊর্ধ্ব পাতন।
৬৮। গোলীয় দর্পণের সাহায্য সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কে?
উত্তর : গণিতবিদ আর্কিমিডিস।
৬৯। ‘আলকেমির’ উন্নতি সাধন করেন কে বা কারা?
উত্তর : জাবির ইবনে হাইয়ান (Jabir Ibn Haiwan) ও ইবনে সিনা (Ibn Sina)।
৭০। রসায়ন নামের উদ্ভব কোথা থেকে?
উত্তর : আলকেমি থেকে।
