Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

জীবকোষ ও টিস্যু

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

২৬। সরল টিস্যু কত প্রকার? উত্তর : ৩ প্রকার

২৭। পার্শ্বীয় জোড়াকূপ-এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? উত্তর : ট্রাকিড

২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সূচালো প্রান্তবিশিষ্ট?

উত্তর : ট্রাকিড

২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের?

উত্তর : ২ ধরনের

৩০। স্ক্লেরেনকাইমা কোষগুলো কয় ধরনের?

উত্তর : ২ ধরনের

৩১। প্রাথমিক জাইলেম কোথা থেকে উৎপন্ন হয়?

উত্তর : প্রোক্যাম্বিয়াম

৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?

উত্তর : লিগনিন

৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?

উত্তর : নেটাম

৩৪। সিভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়?

উত্তর : সিভপ্লেট

৩৫। স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে? উত্তর : বাস্ট ফাইবার

৩৬। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন টিস্যু থাকে?

উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৩৭। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে রক্ষা করে?

উত্তর : স্কেলিটার টিস্যু

৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু?

উত্তর : স্কোয়ামাস আবরণী টিস্যু

৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়?

উত্তর : শ্বসনতন্ত্রে

৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?

উত্তর : কিউবয়ডাল আবরণী টিস্যু

৪১। ফাইবারের গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে?

উত্তর : কূপ

৪২। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে?

উত্তর : বাস্ট ফাইবার প্রাণীদেহে ভিত্তিপর্দার

৪৩। প্রাণীদেহে ভিত্তিপর্দার ওপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যু কত প্রকার?

উত্তর : ৩ প্রকার

৪৪। রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে?

উত্তর : ৯১-৯২%

৪৫। মায়োফাইব্রিল কোন কোষে থাকে?

উত্তর : পেশি কোষে

৪৬। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? উত্তর : ৮-৯%

৪৭। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ?

উত্তর : ৩টি

৪৮। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বাহিত হতে কী অপরিহার্য? উত্তর : সিন্যাপস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক,

ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এবং আমাদের দেশ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১২। কোনটির কারণে মানুষ নিজের দেশের গণ্ডি ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে?

√ক) বিশ্বায়ন খ ) আন্তর্জাতিকতা

গ) যোগাযোগ ঘ) সুনাগরিকত্ব

১৩। নতুন পৃথিবীতে অলিখিত নিয়ম কোনটি?

ক) বিশ্বায়ন √খ) আন্তর্জাতিকতা

গ) যোগাযোগ দক্ষতা ঘ) সৃজনশীলতা

১৪। একুশ শতকের সম্পদ কোনটি?

√ক) জ্ঞান খ) খনিজ গ) শক্তি ঘ) অর্থ

১৫। Globaliæation ত্বরান্বিত হওয়ার কারণ কী?

√ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

খ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

গ) সামাজিক উন্নয়ন ঘ) শিক্ষার মান বৃদ্ধি

১৬। কোন কারণে দেশের সীমা নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে?

ক) নগরায়ন খ) সচেতনতা

√গ) বিশ্বায়ন ঘ) অর্থনৈতিক উন্নয়ন

১৭। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে শিক্ষা বিপ্লবের পর মানুষ কীসের ওপর নির্ভর করতে শুরু করেছে?

ক) অন্য দেশের মানুষের ওপর

√খ) যন্ত্রের ওপর

গ) ভাগ্যের ওপর ঘ) প্রতিবেশীর ওপর।

১৮। একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে মানুষকে কী জানতে হবে?

ক) বিশ্বের সব দেশ সম্পর্কে

খ) রাজনৈতিক দলগুলো সম্পর্কে

√গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো

ঘ) সামাজিক অবক্ষয়ের কারণ

১৯। একুশ শতকে এসে আমরা জ্ঞানভিত্তিক অর্থনীতির পাশাপাশি আরও যে বিষয়গুলোতে অগ্রসর হতে শুরু করেছি তা হল-

i. Globalization ii. Internatioalization

iii. Synchronization

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২০। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে-

i) পারস্পরিক সহযোগী মনভাব

ii) সমস্যা সমাধানে পারদর্শিতা

iii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii √ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম