Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষাসমাপনীর পড়াশোনা

বিজ্ঞান

Icon

আফরোজা বেগম

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

পদার্থ ও শক্তি

প্রশ্ন : শক্তির ৫টি রূপের নাম লিখ।

উত্তর : কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। শক্তির ৫টি রূপের নাম নিচে দেয়া হল-

* বিদ্যুৎ শক্তি * আলোক শক্তি * শব্দ শক্তি

* তাপ শক্তি * রাসায়নিক শক্তি

প্রশ্ন : তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?

উত্তর : তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া। যথা-

* পরিবহন → কঠিন পদার্থ

* পরিচলন → তরল পদার্থ

* বিকিরণ → বায়বীয় পদার্থ

প্রশ্ন : কীভাবে আলো সঞ্চালিত হয়?

উত্তর : আলো এক প্রকার শক্তি। ইহা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। আলো সরল বা সোজা পথে চলে। তবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলো একটু বেঁকে প্রবেশ করে।

প্রশ্ন : পরমাণু কী?

উত্তর : পরমাণু : পদার্থের সূক্ষ্ম কণাই হল পরমাণু। ইহা প্রতিটি পদার্থের মূল গঠন উপাদান।

প্রশ্ন : গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন করে?

উত্তর : গিটার এক ধরনের বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র দ্বারা সুর তোলা হয়। তাই গিটার শব্দ শক্তি উৎপন্ন করে।

প্রশ্ন : যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী রূপান্তর ঘটে?

উত্তর : টিভি হচ্ছে আধুনিককালের একটি শক্তিশালী গণমাধ্যম। ইহা বিনোদনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। টিভি বিদ্যুৎ বা ব্যাটারির সাহায্যে চলে। জলবিদ্যুৎ থেকে টারবাইনের মাধ্যমে বা সূর্য থেকে সোলার প্যানেলের মাধ্যমে বা বায়ু থেকে টারবাইন ঘুরিয়ে বায়ুকলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। আবার ব্যাটারিতে রাসায়নিক পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি হয়। আবার নানা উৎস থেকে প্রাপ্ত বিদ্যুৎ দিয়ে টিভি চলে। টিভিতে যান্ত্রিক পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি, তাপ, শব্দ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়।

সুতরাং টিভিতে বিদ্যুৎ শক্তি আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম