|
ফলো করুন |
|
|---|---|
আনোয়ার পাশা প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক এবং শিক্ষাবিদ। তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ১৯২৮ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে আইএ পাস করেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আল বদর গোষ্ঠীর একটি দল তাকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে নির্মমভাবে হত্যা করে। তার সাহিত্যকর্মে ফুটে ওঠে দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনা। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- নীড় সন্ধানী, নিশুতি রাতের গাথা, রাইফেল রোটি আওরাত। কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- নদী নিঃশেষিত হলে, সমুদ্র সৃঙ্খলতা উজ্জয়িনী, অন্যান্য কবিতা প্রভৃতি। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
