|
ফলো করুন |
|
|---|---|
গন্ধরাজ গ্রীষ্মকালের ফুল হলেও বর্ষার বৃষ্টিভেজা প্রকৃতিতে যেন নতুন করে প্রাণ পায়। বিশেষত রাতের অন্ধকারে গন্ধের তীব্রতা আকুল করে সবাইকে। সহজলভ্যতা এবং দীর্ঘস্থায়িত্বের কারণে এ ফুল গ্রামেই সবচেয়ে বেশি জনপ্রিয়। গাছটি গঠন বিন্যাস ও ফুলের সুগন্ধের জন্য সর্বত্রই সমাদৃত। তাই আমাদের পার্ক ও উদ্যানগুলো গন্ধরাজ ছাড়া যেন অসম্পূর্ণ। কেউ কেউ আবার ডালপালা ছেঁটে, মাথা মুড়িয়ে তাতে অন্যরকম সৌন্দর্য খুঁজে পান। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এ গাছটির জন্মস্থান কিন্তু সুদূর চীন। চিরসবুজ এ গাছটি প্রায় ৩ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। স্বভাবে ঝোপালো, ডালপালাগুলো আঁটসাঁট ও শক্ত ধরনের। কখনও কখনও গোড়া থেকেও ডালপালা গজায়। পাতার রং চকচকে সবুজ। ৭ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুলের মৌসুম শরৎ পর্যন্ত বিস্তৃত। ফুলের গোড়ার দিকটা নলাকার, মুক্ত পাপড়িগুলো দুধসাদা রঙের। এর বৈজ্ঞানিক নাম গার্ডেনিয়া জেসমিনয়েডিস।
