Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বাংলা প্রথমপত্র * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বাংলা প্রথমপত্র

Icon

শরীফুল ইসলাম শরীফ

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আম-আঁটির ভেঁপু

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১। শরৎচন্দ্রের পর বাংলাসাহিত্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ. হেমচন্দ বন্দ্যোপাধ্যায়

ঘ. সুকান্ত ভট্টাচার্য

২। টোল-খাওয়া টিনের ভেঁপু-বাঁশির দাম কত?

ক. দুই পয়সা খ. তিন পয়সা

গ. দেড় পয়সা ঘ. চার পয়সা

৩। দুর্গার বয়স কত?

ক. দশ বছর খ. এগারো বছর

গ. দশ-এগারো বছর ঘ. নয়-দশ বছর

৪। অপুকে দুর্গা নিম্নস্বরে কী বলল?

i. তেল-টেল যেন মেঝেতে ঢালিসনে

ii. সাবধানে নিবি

iii. বাবা টের পেলে ক্ষতি নেই

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i ও iii

৫। হরিহরের বাড়ির অবস্থা কেমন?

i. অনেকদিন মেরামত হয়নি

ii. জানালার কপাট সব ভাঙা

iii. সামনের দিকের রোয়াক ভাঙা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৬। হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে?

ক. অন্নদা রায় খ. নীলমণি রায়

গ. ভুবন মুখুয্যে ঘ. মজুমদার মহাশয়

৭। টুনি খুবই দুরন্ত। সারা দিন এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ায়। টুনি ‘আম-আঁটির ভেঁপু’ - গল্পের কার প্রতিনিধি?

ক. অপু খ. দুর্গা

গ. পটলি ঘ. সর্বজয়া

৮। হরিহর কোথায় তাগাদা করতে গিয়েছিল?

ক. জেলেপাড়ায় খ. শিমুলতলায়

গ. দশঘরায় ঘ. আটঘরায়

৯। দুর্গা আঁচলের খুট খুলে কী বের করেছিল?

ক. নাটা ফলের বিচি খ. কাঁঠালের বিচি

গ. আমের বিচি ঘ. রড়া ফলের বিচি

১০। ‘কোথায় গেলি রে দিদি’- উক্তিটিতে অপুর যে দিকটি প্রকাশ পায় -

ক. আহ্লাদ খ. দুঃখ

গ. হতাশা ঘ. বোকামি

সঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এবং আমাদের দেশ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৮। ফেসবুক ব্যবহারকারীরা-

i) টুইটার ii) ফেসবুক iii) ই-লার্নিং

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৯। টুইটার-

i) ব্যবহারকারীদের সর্বোচ্চ ১৪০ অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করতে হয়

ii) এর মাধ্যমে বন্ধু সংযোজন করা যায়

iii) একটি ব্লগিংয়ের ওয়েবসাইট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৪০। টুইটার সদস্যদের টুইট-

i) বার্তাগুলো যে কোনো পেজে দেখা যায়

ii) বার্তাগুলো তাদের নিজস্ব পেজে দেখা যায়

iii) তাদের অনুসারীরা পড়তে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

√গ) ii ও iii ঘ) i, ii ও iii

৪১। ই-গভর্ন্যান্সের কারণে বিভিন্ন দলিল পর্চা প্রভৃতির নকল প্রদানে সংশ্লিষ্ট দফতরের সক্ষমতা কত শতাংশ বেড়েছে?

√ক) ৫০ খ) ৬০ গ) ৬০ ঘ) ৭০

৪২। বর্তমানে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করার সহজ উপায় কোনটি?

√ক) মোবাইলের মাধ্যমে খ) সরাসরি অফিসে গিয়ে

গ ব্যাংকে গিয়ে ঘ) থানায় গিয়ে

৪৩। গভর্ন্যান্স বা সুশাসনের জন্য দরকার-

i) স্বচ্ছতা ii) জবাবদিহিতা

iii) ডিজিটাল পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii √ঘ) i, ii ও iii

৪৪। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে-

i) নাগরিক হয়রানি বা বিড়ম্বনার অবসান ঘটেনি

ii) সরকারি ব্যবস্থাগুলো আধুনিক হয়েছে

iii) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

√গ) ii ও iii ঘ) i, ii ও iii

৪৫। শিল্প-কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রগুলো-

i) নির্দেশ অনুযায়ী নিখুঁত পণ্য তৈরি করে

ii) কোনো কোনো যন্ত্রের দেখাশোনা করে

iii) কর্মীদের দেখাশোনা করে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম