Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

সন্ধি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২০৯. ‘মনীষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. মনঃ+ইষা খ. মণি+ইশা √গ. মনস্+ঈষা ঘ. মনো+ঈষা

২১০. ‘শাবক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. শা+বক খ. শৌ+বক √গ. শৌ+অক ঘ. শা+অক

২১১. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক. সম্রাট খ. ষড়যন্ত্র √গ. আশ্চর্য ঘ. তত্ত্ব

২১২. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

ক. দিগন্ত খ. নদ্যম্বু √গ. গবাক্ষ ঘ. যথেষ্ট

২১৩. ‘গায়ক’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গায়+অক খ. গা+অক গ. গা+য়ক √ঘ. গৈ+অক

২১৪. ‘দুগ্ধ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

√ক. দুহ্+ত খ. দুগ্+ধ গ. দুক্+ত ঘ. দু+ধ

২১৫. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

ক. গায়ক √খ. কুলটা গ. নদ্যম্বু ঘ. পশ্বাচার

২১৬. ‘সন্তাপ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সন্+তাপ √খ. সম্+তাপ গ. সং+তাপ ঘ. সোম+তাপ

২১৭. ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. ব্য+অর্থ √খ. বি+অর্থ গ. ব্যা+অর্থ ঘ. ব+অর্থঃ

২১৮. ‘কিঙ্কর’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. কিং+কর √খ. কিম্+কর গ. কিঃ+কর ঘ. কিঙ্+কর

২১৯. ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. নির+অক্ষর খ. নি+অক্ষর গ. নির+ক্ষর √ঘ. নিঃ+অক্ষর

২২০. ‘বনস্পতি’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. বনঃ+পতি খ. বনস্+পতি √গ. বন+পতি ঘ. বন+স্পতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম