|
ফলো করুন |
|
|---|---|
‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে’
‘আদর্শ ছেলে’ শিরোনামের এই কবিতার লেখক কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার বড় ছেলে জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি হিসেবে স্বীকৃত। কুসুমকুমারী দাশ ১৮৭৫ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। বরিশাল ব্রাহ্মসমাজ দ্বারা প্রতিষ্ঠিত মেয়েদের হাইস্কুলে তিনি ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর কলকাতার বেথুন স্কুলে প্রবেশিকা শ্রেণিতে পড়ার সময়েই ১৮৯৪ সালে তার বিয়ে হয় বরিশালের ব্রজমোহন ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক সত্যানন্দ দাশের সঙ্গে। ছোটবেলা থেকেই কবিতা ও প্রবন্ধ লিখতেন কুসুমকুমারী। রামানন্দ চট্টোপাধ্যায় শিশুদের জন্য যে চিত্রশোভিত বর্ণশিক্ষার বই লিখেছিলেন, তার প্রথম ভাগে কুসুমকুমারী রচিত যুক্তাক্ষরবিহীন ছোট ছোট পদ্যাংশ ছিল। ‘কাব্য মুকুল’ (১৮৯৬) তার কাব্যগ্রন্থ। গদ্যগ্রন্থ ‘পৌরাণিক আখ্যায়িকা’। তিনি ১৯৪৮ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
