এসএসসি পরীক্ষার প্রস্তুতি
বাংলা দ্বিতীয়পত্র * পদার্থবিজ্ঞান * পৌরনীতি ও নাগরিকতা
বাংলা দ্বিতীয়পত্র মডেল টেস্ট
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
১. ‘যা বলা হয়নি’- তাকে এক কথায় কী বলে?
ক. অকথ্য খ. অব্যক্ত গ. অনুক্ত ঘ. দুর্বাচ্য
২. যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে অব্যয় পদ থাকলে তা কী করতে হয়?
ক. পরিবর্তন খ. গ্রহণ গ. বর্জন ঘ. রূপান্তর
৩. বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে কোনটি?
ক. প্রত্যয় খ. উপসর্গ গ. কর্মপ্রবচনীয় ঘ. বিভক্তি
৪. ব্যতিহার কর্তা রয়েছে কোনটিতে?
ক. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন খ. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে
গ. তোমাকে পড়তে হবে ঘ. বাঘে-মহিষে একঘাটে পানি খাবে না
৫. অজ্ঞাতমূলক ধাতু কোনটি?
ক. বুধ্ খ. বুঝ্ গ র্হে ঘ. বিগড়
৬. ‘পাতিস নে শিলাতলে পদ্মপাতা’- এ বাক্যে বর্তমানের অনুজ্ঞা কী অর্থে ব্যবহার হয়েছে?
ক. উপদেশ খ. আদেশ গ. অনুরোধ ঘ. প্রার্থনা
৭. যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য কোন কালের ব্যবহার হয়?
ক. সাধারণ অতীত খ. সাধারণ ভবিষ্যৎ
গ. সাধারণ বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান
৮. নিচের কোনটিতে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপে প্রয়োগ হয়েছে?
ক. আকাশে চাঁদ দেখি না
খ. ছেলেটা কানে শোনে না
গ. আমি রাতে ভাত খাব না
ঘ. বাবাকে আমার খুব ভয় করে
৯. কোনটি রূপবাচক নাম বিশেষণ?
ক. নীল আকাশ খ. ঠাণ্ডা হাওয়া গ. রোগা ছেলে ঘ. খোড়া পা
১০. ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বাহিরী খ. নিগৃহী গ. অগৃহী ঘ. সন্ন্যাসী
১১. সম্বন্ধ পদ বাক্যে কোথায় কোথায় বসে?
ক. বিশেষ্যের পূর্বে খ. বিশেষণের পূর্বে
গ. সমাপিকা ক্রিয়ার পূর্বে ঘ. অসমাপিকা ক্রিয়ার পূর্বে
১২. তুমি এত নীচ!- এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. দুঃখ খ. ঘৃণা গ. ধিক্কার ঘ. ক্রোধ
১৩. বন্ধনী চিহ্ন কোন অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে?
ক. ধাতু বোঝাতে খ. উৎপন্ন বোঝাতে
গ. ব্যাখ্যামূলক বোঝাতে ঘ. অর্থমূল বোঝাতে
১৪. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য উক্তি পরিবর্তনে কিসের পরিবর্তন করতে হয়?
ক. বিশেষ্যের খ. সর্বনামের গ. কালের ঘ. ক্রিয়াপদের
১৫. কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কোন বাচ্য হয় না?
ক. কর্তৃ খ. কর্ম গ. ভাব ঘ. কর্মকর্তৃ
১৬. ‘চিহ্ন’ অর্থে ‘অঙ্ক’ শব্দের বিশেষ প্রয়োগ কোনটি?
ক. ষষ্ঠ অঙ্কের প্রথম দৃশ্যটির খুব করুণ খ. পদাঙ্ক অনুসরণ কর
গ. টাকার অঙ্ক কত হবে? ঘ. অঙ্কটা কষো
১৭. নেই আঁকড়া- বাগধারাটির অর্থ কী?
ক. হতভাগ্য খ. একগুঁয়ে গ. কপটাচারী ঘ. নিষ্ক্রিয় দর্শক
১৮. ‘অল’ প্রত্যয়যুক্ত শব্দের ব্যতিক্রম উদাহরণ কোনটি?
ক. ভি + অল = ভয় খ. হন্ + অল = বধ
গ. ক্ষি + অল = ক্ষয় ঘ. জি + অল = জয়
১৯. ‘খাসমহল’ শব্দের ‘খাস’ কোন উপসর্গ?
ক. হিন্দি খ. ইংরেজি গ. ফারসি ঘ. আরবি
২০. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক. আমরা খ. প্রত্যুত্তর গ. অনুতাপ ঘ. প্রবচন
২১. পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. রূপক খ. উপমিত গ. উপমান ঘ. মধ্যপদলোপী
২২. বচনবাচক শব্দের আগে বসে কোনটি?
ক. খানা খ. টুকু গ. গোটা ঘ. পাটি
২৩. এটাই করিমদের বাড়ি- এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক. দ্বিত্ব প্রয়োগে খ. প্রত্যয়যোগে গ. বিশেষ নিয়মে ঘ. পদযোগে
২৪. কোনটি অর্থ পোয়া অংশ?
ক. সাড়ে খ. পৌনে গ. আড়াই ঘ. দেড়
২৫. বিভক্তিযুক্ত পদের দু’বার ব্যবহারকে কোন দ্বিরুক্তি বলে?
ক. পদাত্মক খ. ধ্বন্যাত্মক গ. শব্দের ঘ. অনুকার
২৬. বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে?
ক. অব্যয় খ. সর্বনাম গ. বিশেষ্য ঘ. বিশেষণ
২৭. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কীসের নিয়মেই হয়ে থাকে?
ক. স্বরসঙ্গতি খ. সমীভবন গ. অসমীকরণ ঘ. বিষমীভবন
২৮. দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে?
ক. ধ্বনি বিপর্যয় খ. সমীভবন গ. বিষমীভবন ঘ. স্বরসঙ্গতি
২৯. কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে?
ক. বাণিজ্য খ. ভাষণ গ. রামায়ণ ঘ. বর্ণ
৩০. বাকপ্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম অংশকে কী বলে?
ক. ধ্বনিমূল খ. শব্দমূল
গ. বাক্যমূল ঘ. অর্থমূল
উত্তর : ১ক, ২গ, ৩গ, ৪ঘ, ৫গ, ৬ক, ৭গ, ৮খ, ৯ক, ১০ক, ১১খ, ১২গ, ১৩খ, ১৪খ, ১৫খ, ১৬খ, ১৭খ, ১৮খ, ১৯ঘ, ২০ক, ২১খ, ২২গ, ২৩গ, ২৪খ, ২৫ক, ২৬ঘ, ২৭খ, ২৮গ, ২৯ক, ৩০ক।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
আলোর প্রতিসরণ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪১। লেন্সের আলোক কেন্দ্র কয়টি? উত্তর : একটি।
৪২। লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি? উত্তর : দুইটি।
৪৩। সমতল লেন্সের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : অসীমে।
৪৪। লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে কী বলে?
উত্তর : প্রধান অক্ষ।
৪৫। পাতলা লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি সোজা চলে যায়?
উত্তর : আলোক কেন্দ্র।
৪৬। আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কী বলে?
উত্তর : ফোকাস দূরত্ব।
৪৭। ফোকাসতল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ কত? উত্তর : ৯০০
৪৮। সরু লেন্সের ক্ষেত্রে ন্যূনতম কয়টি রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা হয়?
উত্তর : দুইটি।
৪৯। লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে কয়বার প্রতিসরিত হয়?
উত্তর : দুইবার।
৫০। বিবর্ধক কাচ কোন প্রকারের বিম্ব গঠন করে?
উত্তর : সোজা ও বিবর্ধিত।
৫১। লেন্সের ক্ষমতার একক কোনটি? উত্তর : ডায়াপ্টার
৫২। আলো সরল পথে চলে কোন মাধ্যমে?
উত্তর : স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে
৫৩। আপতন কোণ র এবং প্রতিসরণ কোণ ৎ হলে আলোর প্রতিসরণের ২য় সূত্রকে গাণিতিকভাবে লেখা যায়-
উত্তর : = ধ্রুবক
৫৪। আলো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসৃত হলে-
উত্তর : র ৎ
৫৫। প্রতিসারণাঙ্ককে নিচের কোনটি দিয়ে প্রকাশ করা হয়?
উত্তর : য
৫৬। পানি থেকে কাচে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ৩০০ এবং প্রতিসরণ কোণ ৪৫০ হলে পানি সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত?
উত্তর : ০.৭১
৫৭। বেনজিনে আলোর বেগ ২›১০৮ সং-১ বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসারণাঙ্ক ০.৯৬ হলে কেরোসিনে আলোর বেগ নির্ণয় কর।
উত্তর : ২.০৮›১০৮ সং-১
৫৮। প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
উত্তর : মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক
গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
আইন, স্বাধীনতা ও সাম্য
বহুনির্বাচনী অংশ
১। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সে জন্য কী করে?
ক) আইন প্রণয়ন করে খ) খাদ্য ভাণ্ডার তৈরি করে গ) সামাজিক সুরক্ষা করে ঘ) ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে।
২। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব?
ক) অর্থ খ) বিদ্যা
গ) আইন ঘ) ভ্রাতৃত্ব
৩। আইনের শাসনের মূলকথা কোনটি?
ক) দায়িত্ববোধ খ) কর্তব্যবোধ গ) আইনের দৃষ্টিতে সবাই সমান
ঘ) আইন ক্ষমতাবানদের জন্য হাতিয়ার
৪। আইন মানুষের কোনটি নিয়ন্ত্রণ করে?
ক) পারিবারিক বিধি খ) পোশাক পরিচ্ছেদ গ) ধর্ম কর্ম ঘ) বাহ্যিক আচরণ
৫। আইন প্রণয়ন করা হয় কেন?
ক) মানুষের অসুবিধার জন্য
খ) মানুষের সুবিধার জন্য
গ) মানুষের মঙ্গলের জন্য
ঘ) মানুষের অমঙ্গলের জন্য
৬। আইন ভঙ্গকারীর জন্য কী রয়েছে?
ক) পুরস্কার খ) শাস্তির বিধান গ) তিরস্কার ঘ) জেলখানা
৭। আইন ব্যক্তির কী হিসাবে কাজ করে?
ক) রক্ষক খ) ভক্ষক গ) সহকারী ঘ) সহযোগী
৮। সাধারণত আইনকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৯। আইনের দ্বারা কার সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা যায়?
i) ব্যক্তির সঙ্গে ব্যক্তির
ii) ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের iii) রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। আইন কী ধরনের?
ক) স্বল্পজনীন খ) সর্বজনীন গ) আন্তর্জাতিক ঘ) ধর্মভিত্তিক
১১। কোনটি আইনের মৌলিক বৈশিষ্ট্য
i) বিধিবদ্ধ নিয়মাবলি
ii) রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি
iii) ব্যক্তি স্বাধীনতার রক্ষক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। কোনটি সরকারি আইনের আওতাভুক্ত?
ক) প্রশাসনিক আইন
খ) ব্যক্তিগত আইন গ) অন্তর্জাতিক আইন ঘ) ধর্ম নিরপেক্ষ আইন
১৩। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষায় যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে?
ক) বেসরকারি আইন খ) সরকারি আইন গ) সামরিক আইন ঘ) সাংবিধানিক আইন
১৪। রাষ্ট্রের শাসন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ণন্ত্রণের জন্য কী ধরনের আইন প্রণয়ন করা হয়?
ক) সাংবিধানিক আইন
খ) প্রশাসনিক আইন গ) ফৌজদারি আইন
ঘ) বেসরকারি আইন
১৫। দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে?
ক) রীতি খ) প্রথা গ) কৃষ্টি ঘ) আইন
১৬। ‘ল অব দ্য কনস্টিটিউশন’ গ্রন্থটির প্রণেতা কে?
ক) ব্লাকস্টোন খ) অধ্যাপক ডাইসি গ) এরিস্টোটল ঘ) কার্নেগি
১৭। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
ক) আইনসভা খ) মন্ত্রিসভা গ) পঞ্চায়েতসভা ঘ) গ্রাম্য সালিশি
১৮। আইনের চোখে সবাই কেমন?
ক) ছোট খ) বড় গ) সমান ঘ) অসম
১৯। আইনের শাসনের দ্বারা শাসক ও শাসিতের মধ্যে-
ক) সম্পর্কের দূরত্ব তৈরি হয় খ) সুসম্পর্ক তৈরি হয় গ) সম্পর্ক নষ্ট হয় ঘ) সম্পর্ক নষ্ট হয়
২০। আইন না থাকলে সমাজে কী সৃষ্টি হয়?
ক) অরাজকতা খ) সাম্য গ) সুশৃঙ্খলতা ঘ) ঝগড়া
২১। যুক্তরাজ্যের অনেক আইন কিসের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে?
ক) প্রথা খ) ধর্ম গ) আইনি গ্রন্থ ঘ) ন্যায়বোধ
২২। রাষ্ট্র সৃষ্টির পূর্বে কিসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো?
ক) আইন খ) ধর্ম গ) ধর্মযাজক ঘ) প্রথা
২৩। কোনটির জন্য আইনের শাসন অপরিহার্য?
i) সামাজিক সাম্য
ii) নাগরিক অধিকার
iii) স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
২৪। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে কোনটি?
ক) স্বাধীনতা খ) নমনীয়তা গ) তোষামোদ ঘ) কঠোরতা
২৫। কোনটি স্বাধীনতার রক্ষক হিসাবে কাজ করে?
ক) সরকার খ) ব্যক্তিক্ষমতা গ) আইন ঘ) রাষ্ট্র
২৬। স্বাধীনতা কী ধরনের হতে পারে?
i) ব্যক্তি স্বাধীনতা
ii) রাজনৈতিক স্বাধীনতা
iii) জাতীয় স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii
২৭। পারিবারিক গোপনীয়তা রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
ক) রাষ্ট্রীয় স্বাধীনতা খ) ব্যক্তি স্বাধীনতা
গ) সামাজিক স্বাধীনতা
ঘ) অর্থনৈতিক স্বাধীনতা
২৮। সাম্য ও স্বাধীনতার পারস্পারিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে কয়টি ধারণা রয়েছে?
ক) চারটি খ) তিনটি গ) দুইটি ঘ) একটি
২৯। সাম্য শব্দের অর্থ কী?
ক) সমান খ) অসমান গ) পরিমাণ ঘ) অর্ধেক
৩০। জাতি, ধর্ম, বর্ণ, বংশ মর্যাদা ইত্যাদি নির্বিশেষে মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে কী ধরনের সাম্য বলে?
ক) সামাজিক সাম্য খ) অর্থনৈতিক সাম্য
গ) ব্যক্তিগত সাম্য ঘ) স্বাভাবিক সাম্য
উত্তর : ১.ক, ২.গ, ৩.গ, ৪.ঘ, ৫.গ, ৬.খ, ৭.ক, ৮.খ, ৯.ঘ, ১০.খ, ১১.ঘ, ১২.ক, ১৩.ক, ১৪.খ, ১৫.খ, ১৬.খ, ১৭.ক, ১৮.গ, ১৯.খ, ২০.ক, ২১.ক, ২২.ঘ, ২৩.ঘ, ২৪.ক, ২৫.গ, ২৬.ঘ, ২৭.খ, ২৮.গ, ২৯.ক, ৩০.গ।
