Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

জীববিজ্ঞান * ভূগোল ও পরিবেশ

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

জীবে পরিবহন

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৫। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?

উত্তর : অভিস্রবণ

১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে? উত্তর : প্রস্বেদন

১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে?

উত্তর : দ্রাবক

১৮। উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ হতে পানি অন্য কোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভিস্রবণ

১৯। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী?

উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন

২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কী? উত্তর : ফ্লোয়েম

২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

উত্তর : সিভনল

২২। মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে? উত্তর : কোষান্তর অভিস্রবণ

২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলরোমে

২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলের কর্টেক্সে

২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়? উত্তর : অভিস্রবণ

২৬। ক্যালোজ কখন গলে যায়?

উত্তর : গ্রীষ্মকালে

২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে? উত্তর : ভেসেল

২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?

উত্তর : ১টি

২৯। লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়? উত্তর : ১৯৩৭ সালে

৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে? উত্তর : ঘৃতকুমারী

৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়? উত্তর : সিভনল

৩২। লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : Van der Honert

৩৩। Mason and Maskell কত সালে তুলা গাছের কাণ্ড ফ্লোয়েম পরীক্ষা করেন?

উত্তর : ১৯২৮ সালে

৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?

উত্তর : পাতায়

৩৫। কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৩৬। স্যাফ্রোনিনের রং কী? উত্তর : লাল

৩৭। ফ্লুইড অফ লাইম বলা হয় কাকে?

উত্তর : পানিকে

৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

উত্তর : প্রস্বেদন

৩৯। উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে? উত্তর : মূল

৪০। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? উত্তর : কার্টিস

৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল

৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে? উত্তর : বায়ুকুঠুরি

৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত? উত্তর : ৩ ভাগে

৪৫। কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থমিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? উত্তর : ৯০%

৪৭। কিউটিকল কাকে বলে?

উত্তর : পাতার ওপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

৪৮। রক্তরসের রং কেমন? উত্তর : ঈষৎ হলুদাভ

৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে

৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস?

উত্তর : ৫৫ ভাগ

৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯%

৫২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে।

৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৫৬। একই দিনে জন্ম নেয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে?

উত্তর : ১০০ দিন

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক

গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

বারিমণ্ডল

১। Hydrosphere’ -এর বাংলা প্রতিশব্দ কী?

ক) বায়ুমণ্ডল খ) বারিমণ্ডল

গ) পানি ঘ) মণ্ডল

২। পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২ খ) ৩ গ) ৫ ঘ) ৭

৩। পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে?

ক) ৯৯ খ) ৯৭ গ) ৯৫ ঘ) ৮৭

৪। নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলে শতকরা কত ভাগ পানি রয়েছে?

ক) প্রায় ১২ ভাগ খ) প্রায় ১০ ভাগ গ) প্রায় ৭ ভাগ ঘ) প্রায় ৩ ভাগ

৫। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি?

ক) ৫টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি

৬। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

৭। ভগ্ন উপকূলবিশিষ্ট মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর

খ) দক্ষিণ মহাসাগর গ) ভারত মহাসাগর

ঘ) প্রশান্ত মহাসাগর

৮। এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর

খ) দক্ষিণ মহাসাগর গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

৯। উত্তর মহাসাগর-

i. পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত

ii. আয়তন ১ কোটি ৪৭ লাখ ব.কি.মি.

iii. গড় গভীরতা ৮২৪ মি.

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii

১০। বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?

ক) সাগর খ) মহাসাগর গ) উপসাগর ঘ) হ্রদ

১১। কোনটি সাগর-

i. বঙ্গোপসাগর ii. ভূমধ্যসাগর iii. লোহিত সাগর

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii

১২। কোন মহাদেশটি বছরের সব সময় বরফে আচ্ছন্ন থাকে?

ক) এশিয়া খ) আফ্রিকা গ) অস্ট্রেলিয়া ঘ) এন্টার্কটিকা

১৩। মহীসোপান-

i. এর সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মি.

ii. এর গড় প্রশস্ততা ৭০ কি.মি.

iii. এটি ১ ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii

১৪। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?

ক) ৪,২৭০ মি. খ) ৩,৯৬২ মি.

গ) ৩,৯৩২ মি. ঘ) ৩,৮২৪ মি.

১৫। হিমশৈল কী?

ক) এন্টার্কটিকায় জমাট বাঁধা বরফ

খ) গ্রিনল্যান্ডে জমাট বাঁধা বরফ

গ) সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড

ঘ) হিমালয়ের চূড়ায় জমাট বাঁধা বরফ

১৬। ভারত মহাসাগরের আয়তন কত?

ক) ১৬ কোটি ৬০ লাখ

খ) ৮ কোটি ২৪ লাখ গ) ৭ কোটি ৩৬ লাখ ঘ) ১ কোটি ৫০ লাখ

১৭। বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?

ক) রাশিয়া খ) আমেরিকা গ) কানাডা ঘ) আফ্রিকা

১৮। পৃথিবীর মোট জলরাশির শতকরা কত ভাগ ভূগর্ভে রয়েছে?

ক) ৯.৫ খ) ০.৬৮ গ) ০.০১ ঘ) ০.০০১

১৯। তিনদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জলভাগ থাকলে তাকে কী বলে?

ক) মহাসাগর খ) সাগর গ) উপসাগর ঘ) হ্রদ

২০। ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া খ) ইউরোপ

গ) আফ্রিকা ঘ) অস্ট্রেলিয়া

২১। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?

ক) ব্যারোমিটার খ) সেক্সট্যান্ট

গ) সিসমোগ্রাফ ঘ) ফ্যাদোমিটার

উত্তর : ১খ, ২ক, ৩খ, ৪ঘ, ৫ক, ৬ঘ, ৭ক, ৮গ, ৯খ ১০খ, ১১গ, ১২ঘ, ১৩ঘ, ১৪ক, ১৫গ, ১৬গ ১৭ক, ১৮খ, ১৯গ, ২০গ, ২১। ঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম