|
ফলো করুন |
|
|---|---|
১। ‘হাসাহাসি’ কোন সমাস?
ক. ব্যধিকরণ বহুব্রীহি খ. নঞ বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি ঘ. অলুক বহুব্রীহি
২। “হপ্ত পয়কর” কার রচনা?
ক. মুহাম্মদ মুকীম খ. সৈয়দ আলাওল গ. অমিয় দেব ঘ. দীনবন্ধু মিত্র
৩। “সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে “আপে” অর্থ কী?
ক. আগে খ. সম্পূর্ণ গ. স্বয়ং ঘ. পুরোপুরি।
৪। নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার খ. নীলদর্পণ গ. কবর ঘ. সিরাজউদ্দৌলা
৫। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
ক. রোমান্টিসিজম খ. আধুনিকতাবাদ
গ. উত্তরাধুনিকতাবাদ ঘ. বাস্তববাদ
৬। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য-
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. শেখ ফজলল করিম
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদির
৭। “আনোয়ারা” উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৮৯৯ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৯১৪ সালে
৮। ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যায় খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু ঘ. বিমল ঘোষ
৯। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
ক. ভ্রান্তিবিলাস খ. বেতালপঞ্চবিংশতি গ. প্রভাবতী সম্ভাষণ
ঘ. সংস্কৃতি সাহিত্যের ইতিহাস
১০। বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
ক. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. কাজী নজরুল ইসলাম গ. প্যারীচাঁদ মিত্র ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১। ক্রিয়ার মূলকে বলে-
ক. প্রত্যয় খ. ধাতু
গ. অব্যয় ঘ. সমাস
১২। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ
খ. এশিয়াটিক সোসাইটি
গ. শ্রীরামপুর মিশন
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
১৩। কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
ক. বত্রিশ সিংহাসন খ. প্রতাপাদিত্য চরিত্র
গ. পুরুষ পরীক্ষা
ঘ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র
১৪। ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
ক. সংস্কৃত খ. আরবি গ. ফারসি ঘ. তুর্কি
১৫। শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
ক. মন্দির খ. বড়দিদি গ. মেজদিদি ঘ. শ্রীকান্ত
১৬। ‘তন্বী’ কাব্যের কবি কে?
ক. প্রেমেন্দ্র মিত্র খ. বুদ্ধদেব বসু
গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বিষ্ণু দে
১৭। ‘সই কেবা শুনাইল শ্যামনাম’ পদটি কোন বৈষ্ণব কবির রচনা?’
ক. জ্ঞানদাস খ. গোবিন্দ দাস
গ. দ্বিজ চণ্ডীদাস ঘ. বলরাম দাস
১৮। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
ক. রবীন্দ্র পরমেশ্বর খ. কাশীরাম দাস
গ. শ্রীকর নন্দী ঘ. সঞ্জয়
১৯। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
ক. স্বরসঙ্গতি খ. অভিশ্রুতি
গ. সম্প্রকর্ষ ঘ. বিপ্রকর্ষ
২০। ‘নেমেসিস’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. কাব্য গ্রন্থ ঘ. প্রবন্ধ গ্রন্থ
উত্তর : ১.গ, ২.খ, ৩.গ, ৪.গ, ৫.গ, ৬.গ, ৭.ঘ, ৮.ক, ৯খ, ১০.ক, ১১.খ, ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.ক
গ্রন্থনা : তাওফিকুজ্জামান
