ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের প্রস্তুতি
শেখ শামীম আহমেদ
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা, ঢাকা
01714359692sk.gmail.com
বাংলা
১। অল্প বয়সে কার মনে মানুষের সেবা করার বাসনা জাগে?
উত্তর : মাদার তেরেসা
২। সন্জীদা খাতুন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর : ১৯৩৩
৩। ঘুঘু কোন সময় ডাকছে? উত্তর : মধ্যদিনে
৪। কাকে উদ্দেশ্য করে ‘বাঁচতে দাও’ কবিতাটি লেখা হয়েছে?
উত্তর : মানুষকে
৫। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা শেষে কী ব্যবহার করা হয়? উত্তর : বিরামচিহ্ন
৬। সম্বোধনের পরে - চিহ্ন বসে। উত্তর : কমা
৭। ং-এর উচ্চারণ কিসের মতো হয়?
উত্তর : ঙ-এর মতো
৮। ‘অতিশয় নিরীহ’-এর বাগধারা কী হবে? উত্তর : মাটির মানুষ
৯। ক্রিয়ার মূলকে - বলে। উত্তর : ধাতু
১০। ‘স্বাগত’-এর সন্ধি বিচ্ছেদ কর। উত্তর : সু+আগত
১১। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অভিধানে আগে পাওয়া যাবে?
উত্তর : কচি
১২। নিচের কোন বানানটি সঠিক? উত্তর : প্রশংসা
১৩। ‘মাননিয়’-এর শুদ্ধ বানানটি লিখ। উত্তর : মাননীয়
বাক্য সংকোচন কর :
১৪। প্রিয় কথা বলে যে নারী- উত্তর : প্রিয়ংবদা
১৫। পূর্বে যা দেখা যায় না- উত্তর : অদৃষ্টপূর্ব
১৬। ভাব সম্প্রসারণ লিখ :
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
অথবা, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ
সাধারণ জ্ঞান
১। কম্পিউটার আবিষ্কার করে কে এবং কত সালে? উত্তর : এইকেন, ১৯৩৯
২। চশমা ও এক্সরে আবিষ্কার করেন কে?
উত্তর : আলেকজেন্ডার ডিস্পিনা রনজেন
৩। অণুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর : লিউয়েন হুক
৪। প্রকৃতির মূল উপাদান কয়টি ও কী কী?
উত্তর : ৪টি। যথা : মাটি, বায়ু, আলো, পানি
৫। মানুষের জীবন পরিবেশের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়?
উত্তর : প্রাকৃতিক
