এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
পদার্থবিজ্ঞান * ফিন্যান্স ও ব্যাংকিং
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
আলোর প্রতিফলন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১২। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?
উত্তরা: মেরু ও প্রধান ফোকাসের মধ্যে।
১১৩। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষবস্তুর বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
উত্তর : বাস্তব ও উল্টো।
১১৪। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর একটি লক্ষবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে, বিম্বের অবস্থান কোথায় হবে?
উত্তর : অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে।
১১৫। উত্তল দর্পণে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর : অবাস্তব, সোজা, খর্বিত।
১১৬। রাস্তার বাতিতে প্রতিফলকরূপে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর : উত্তল দর্পণ।
১১৭। ডাক্তাররা নাক, কান গলা পর্যবেক্ষণের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর : অবতল দর্পণ।
১১৮। টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : অবতল দর্পণ।
আলোর প্রতিসরণ
১। ঘন মাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?
উত্তর : ওপরের দিকে উঠে আসবে।
২। দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে? উত্তর : প্রতিসরণ।
৩। আলোর প্রতিসরণের কারণ কোনটি?
উত্তর : ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন।
৪। স্নেল কিসের সূত্র প্রদান করেন? উত্তর : প্রতিসরণ।
৫। প্রতিসরণাঙ্কের একক কী? উত্তর : একক নেই।
৬। নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে? উত্তর : আলোর রং।
৭। হীরকের প্রতিসরাংক কত? উত্তর : 2.42
৮। পানির প্রতিসরণাঙ্ক কত? উত্তর : 1.33
৯। শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে কী বলে? উত্তর : পরম প্রতিসরণাঙ্ক।
১০। কোনো মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হলে প্রতিসরণাঙ্ক কত হবে?
উত্তর : 1 এর চেয়ে বেশি।
১১। বায়ুর প্রতিসরণাঙ্ক কত? উত্তর : 1
১২। হীরকের ক্রান্তিকোণ কত? উত্তর : 24º
১৩। কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
উত্তর : i > θc
১৪। ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 39º এর জন্য প্রতিসরণ কোণ 90º হলে কোন ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
উত্তর : 40º < i
১৫। ক্রান্তি কোণের ক্ষেত্রে অভিলম্ব ও বিভেদতলের মধ্যবর্তী কোণের মান কত হয়? উত্তর : 90º
১৬। ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়?
উত্তর : 90º
১৭। হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? উত্তর : 90º
১৮। কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি হয়?
উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ।
১৯। প্রতিসরণ কোণ সংকট কোণের সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদতলের মধ্যবর্তী কোণ কত? উত্তর : 0º
২০। প্রখর রৌদ্রে উত্তপ্ত পিচঢালা সমৃণ পথ ভেজা মনে হয় কেন? উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
২১। মরীচিকায় কোন ঘটনা ঘটে?
উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
২২। মরুভূমির মরীচিকা কোন প্রকার মরীচিকা?
উত্তর : নিম্ন মরীচিকা।
২৩। অপটিক্যাল ফাইবার-এর মধ্যে দিয়ে সংকেত সঞ্চালনকালে নিচের কোন ঘটনাটি ঘটবে?
উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
২৪। আপতন কোণটি ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে কী ঘটবে? উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
২৫। অপটিক্যাল ফাইবার কী?
উত্তর : খুব সরু ও নমনীয় কাচ তন্তু।
২৬। মানবদেহের ভেতরের কোনো অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়? উত্তর : অপটিক্যাল ফাইবার।
২৭। ফাইবার আবরণী পদার্থের প্রতিসরণাঙ্ক কত?
উত্তর : 1.50
২৮। একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়?
উত্তর : আলোক নল।
২৯। মানবদেহের পাকস্থলী অপটিক্যাল ফাইবারের সাহায্যে কোন প্রক্রিয়ায় দেখা যায়? উত্তর : এন্ডোস্কোপি।
৩০। কী ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে? উত্তর : অপটিক্যাল ফাইবার।
৩১। একটি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে একসঙ্গে কয়টি টেলিফোন সংকেত সঞ্চালন করা যায়?
উত্তর : ২০০০টি।
৩২। লেন্স প্রধানত কত প্রকার? উত্তর : দুই।
৩৩। অপসারী লেন্সকে কী বলা হয়?
উত্তর : ক্ষীণ মধ্য লেন্স।
৩৪। লেন্সে আলোর কী ঘটে? উত্তর : প্রতিসরণ।
৩৫। কোনটির অভিসারী ক্ষমতা বিদ্যমান?
উত্তর : উত্তল লেন্স।
৩৬। দুটি গোলীয় পৃষ্ঠদ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে? উত্তর : লেন্স।
৩৭। কোন লেন্সের মধ্যভাগ পুরু ও প্রান্তভাগ পাতলা?
উত্তর : উত্তল লেন্স।
৩৮। উত্তল লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি? উত্তর : ২টি।
৩৯। লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়? উত্তর : আলোক কেন্দ্রে।
৪০। লেন্সের ফোকাস বিন্দু কয়টি? উত্তর : দুটি।
৪১। লেন্সের আলোক কেন্দ্র কয়টি? উত্তর : একটি।
৪২। লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি? উত্তর : দুটি।
ফিন্যান্স ও ব্যাংকিং
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ মিরপুর, ঢাকা
অর্থায়নের উৎস
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?
উত্তর : যে নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর আয়ের কত অংশ লভ্যাংশ প্রদান করবে তা নির্দিষ্ট করে তাকে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি বলে।
১২. বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে কী ক্রয় করে? উত্তর : বাণিজ্যিকপত্র।
১৩. বড় অঙ্কের ঋণকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করাকে কী বলে?
উত্তর : বড় অঙ্কের ঋণকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করাকে ঋণপত্র বলে।
১৪. সঞ্চয়ের উৎস কোন ধরনের ব্যবসায়ের জন্য উপযোগী?
উত্তর : এক মালিকানা ও অংশীদারি।
১৫. স্বল্পমেয়াদি তহবিলের উৎস কয়টি?
উত্তর : স্বল্পমেয়াদি তহবিলের উৎস ২টি।
১৬. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয়?
উত্তর : গ্রামীণ ব্যাংক স্বল্পমেয়াদি ক্ষুদ্রঋণ প্রদান করে।
১৭. অর্থায়নের উৎস কয়টি?
উত্তর : অর্থায়নের উৎস সাধারণত ২টি।
১৮. পাঁচ বছর থেকে ঊর্ধ্বে যে কোনো সময়কালীন অর্থায়নকে কী বলে?
উত্তর : দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে।
১৯. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু করে কবে?
উত্তর : ১৯৬০-এর দশক থেকেই।
২০. অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে কে?
উত্তর : অর্থায়ন অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে।
২১. অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি? উত্তর : ইলেকট্রনিক ব্যাংকিং।
২২. বন্ড কী?
উত্তর : বন্ড হল দীর্ঘমেয়াদি ঋণের হাতিয়ার, যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করে।
২৩. নিট মুনাফা কী?
উত্তর : আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে যা পাওয়া যায় সেটিই নিট মুনাফা।
২৪. বিক্রয়যোগ্য কাঁচামাল কোন ধরনের সম্পত্তি?
উত্তর : বিক্রয়যোগ্য কাঁচামাল অস্থাবর ধরনের সম্পত্তি।
২৫. শেয়ার বিক্রয় কোন মেয়াদি অর্থায়ন?
উত্তর : শেয়ার বিক্রয় দীর্ঘমেয়াদি অর্থায়ন।
২৬. অর্থায়নের কোন উৎসটি সব ধরনের ব্যবসায় সংগঠনের জন্য প্রযোজ্য?
উত্তর : অবণ্টিত মুনাফা উৎসটি।
২৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
উত্তর : সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ।
২৮. বহিস্থ তহবিলের উৎস কয়টি?
উত্তর : বহিস্থ তহবিলের উৎস তিনটি।
২৯. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কয়টি?
উত্তর : মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ২টি।
৩০. শেয়ার কোন ধরনের তহবিল?
উত্তর : শেয়ার একটি অভ্যন্তরীণ তহবিল।
৩১. প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সংখ্যা কত?
উত্তর : প্রাইভেট কোম্পানির উদ্যোক্তা ২ থেকে ৫০ জন।
৩২. প্রাপ্য বিল কোন মেয়াদে তৈরি হয়?
উত্তর : প্রাপ্য বিল স্বল্প মেয়াদে তৈরি হয়।
৩৩. উৎপাদনের উপকরণ কয়টি?
উত্তর : উৎপাদনের উপকরণ ৪টি।
৩৪. লভ্যাংশ প্রদানের সঙ্গে কোম্পানির কী জড়িত?
উত্তর : লভ্যাংশ প্রদানের সঙ্গে কোম্পানির সুনাম জড়িত।
৩৫. তহবিল বিনিয়োগের মূল উৎস কী?
উত্তর : তহবিল বিনিয়োগের মূল উৎস মুনাফা অর্জন।
৩৬. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কী?
উত্তর : জামানতবিহীন ব্যাংক ঋণ।
৩৭. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা কোনটি?
উত্তর : ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা হলো দীর্ঘমেয়াদে এর সুদের হার স্থির ও পূর্বনির্ধারিত থাকে বিধায় আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সঙ্গে অর্থায়ন পরিকল্পনা করতে পারে।
৩৮. শেয়ার বিক্রয় কোন মেয়াদি অর্থায়ন?
উত্তর : শেয়ার বিক্রয় প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন।
৩৯. কোনটি বাণিজ্যিকপত্র বিক্রয়ে জামানত হিসাবে কাজ করে?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিকপত্র বিক্রির সময় জামানত হিসাবে কাজ করে।
৪০. মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কয়টি?
উত্তর : মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ২টি অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল এবং লভ্যাংশ সমতাকরণ তহবিল।
৪১. সরকারের অর্থ সংগ্রহের উৎস কোনগুলো?
উত্তর : সরকারের অর্থ সংগ্রহের উৎস- আয়কর, প্রাইজবন্ড, মূল্য সংযোজন কর, গিফট বক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ইত্যাদি।
৪২. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কী?
উত্তর : আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যা বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনর্গঠনে সাহায্য করে থাকে।
