Logo
Logo
×

টিউটোরিয়াল

সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

* লাল গ্রহ কাকে বলা হয়?

-মঙ্গল গ্রহ

* মঙ্গল গ্রহ সূর্য থেকে কত দূরত্বে অবস্থিত?

-২২.৮ কোটি কিমি.।

* মঙ্গল গ্রহের ব্যাস কত?

-৬৭৫৫.২ কিমি.।

* মঙ্গল গ্রহের নিজ কক্ষে আবর্তনকাল কত?

-২৪ ঘণ্টা ৩৭ মিনিট।

* মঙ্গলে বায়ুর চাপ কত?

-৭.৭ মিলিমিটার।

* মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি ও কী কী?

-২টি, ডিমোস ও ফোবোস।

* আমেরিকা ও রাশিয়া কবে যৌথভাবে মঙ্গল গ্রহে মাস টুগেদার মিশন চালায়?

-২০০১ সালে।

* হেলি-বপ কী?

-৪০০ বছরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম