Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় * ব্যবসায় উদ্যোগ * গণিত

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Icon

জান্নাতুল ফেরদৌস

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৫৪। ৭ মার্চের ভাষণের পটভূমি ছিল-

i) পাকিস্তানি প্রশাসনের ঘোষণা

ii) বাঙালির সঙ্গে প্রতারণার ইতিহাস

iii) স্বাধীনতার পূর্বাভাস দান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

√গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫৫। যুক্তফ্রন্টের ২১ দফা দাবির অন্যতম দাবি হল-

i) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা ii) শাসন ও বিচার বিভাগ একত্রীকরণ

iii) দ্বিজাতিতত্ত্বে ভুলগুলো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii

গ) i ও iii গ) i, ii ও iii

৫৬। পূর্ব বাংলার জনগণ কখন পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাত তত্ত্বের ভুলগুলো বুঝতে শুরু করে?

ক) বঙ্গভঙ্গের পর খ) বঙ্গভঙ্গ রদের পর

গ) ভাষা আন্দোলনের পর

√ঘ) পাকিস্তান প্রতিষ্ঠার পর

৫৭। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ বুঝতে শুরু করে-

i) পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র ii) ভারত রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র

iii) দ্বিজাতিতত্ত্বের ভুলগুলো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ ) i, ii ও iii

৫৮। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী যেসব ক্ষেত্রে কর্তৃত্ব শুরু করে তা হল-

i) অর্থনৈতিক ক্ষেত্রে ii) প্রশাসনিক ক্ষেত্রে iii) রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ ) i, ii ও iii

৫৯। পূর্ব বাংলার স্বার্থরক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দলগুলো হল-

i) আওয়ামী লীগ ii) মুসলিম লীগ iii) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ ) i, ii ও iii

৬০। প্রতিষ্ঠালগ্নে আওয়ামী মুসলিম লীগের দাবিগুলো ছিল-

i) স্বায়ত্তশাসন ii) জনগণের সার্বভৌমত্ব iii) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ ) i, ii ও iii

৬১। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হল-

i) দলটি পূর্ব বাংলায় দ্রুত জনপ্রিয়তা পায় ii) পাকিস্তানি শাসকগোষ্ঠীর আস্থাভাজন হয়

iii) পাকিস্তানি শাসকদের রোষানলে পড়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ ) i, ii ও iii

৬২। আওয়ামী মুসলিম লীগ গঠনে এ দেশে রাজনীতিতে যে পরিবর্তন পরিলক্ষিত হয়-

i) বৈষম্য বৃদ্ধি পায় ii) জাতীয়তাবাদের উন্মেষ ঘটে

iii) জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ ) i, ii ও iii

ব্যবসায় উদ্যোগ

এইচ. এম. মতিউর রহমান

সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী

ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা

১। ব্যবসায় উদ্যোগ কী?

উত্তর : লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে।

২. উদ্যোক্তা কে?

উত্তর : যিনি কোনো উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা।

৩. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?

উত্তর : ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন।

৪. পণ্যের চাহিদা কমে যাওয়া কোন ধরনের ঝুঁকি?

উত্তর : পণ্যের চাহিদা কমে যাওয়া ব্যবসায়িক ঝুঁকি।

৫. সাধারণ উদ্যোগের উদ্দেশ্য কী?

উত্তর : সাধারণ উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ।

৬. উদ্যোক্তা কোনটি সম্পর্কে গভীর জ্ঞান রাখে?

উত্তর : ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে উদ্যোক্তা গভীর জ্ঞান রাখেন।

৭. প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের কোনটির প্রতি আগ্রহী করে তোলে?

উত্তর : প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের চাকরির প্রতি আগ্রহী করে তোলে।

৮. ব্যবসায় ঝুঁকি বেশি হলে লাভের সম্ভাবনা কেমন হয়?

উত্তর : ব্যবসায় ঝুঁকি বেশি হলে লাভের সম্ভাবনা বেশি হয়।

৯. প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফা কম হওয়া কোন ধরনের ঝুঁকি?

উত্তর : প্রত্যাশিত মুনাফার চেয়ে

প্রকৃত মুনাফা কম হওয়া হল আর্থিক ঝুঁকি।

১০. ব্যবসায় উদ্যোক্তা কে?

উত্তর : যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা।

১১. প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ কোনটির ওপর নির্ভরশীল?

উত্তর : প্রাচীনকাল থেকে এ দেশের

মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

১২. ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড।

১৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা কোনটি?

উত্তর : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা হল চাকরির প্রতি বেকারদের অধিক আগ্রহ।

১৪. ঝুঁকি কী?

উত্তর : প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাই হল ঝুঁকি।

১৫. BIM এর পূর্ণরুপ কী?

উত্তর : BIM এর পূর্ণরূপ হচ্ছে- Bangladesh Ins:i:u:e of Managemen:.

১৬. গতিশীল নেতৃত্ব দানের ক্ষমতাসম্পন্ন গুণের অধিকারী কে? উত্তর : গতিশীল নেতৃত্ব দানের ক্ষমতাসম্পন্ন গুণের অধিকারী হলেন উদ্যোক্তা।

১৭. উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে- En:repreneurship.

১৮. ব্যবসায় উদ্যোগ ও সুষ্ঠুভাবে পরিচালনা কেমন কাজ?

উত্তর : ঝুঁকিপূর্ণ কাজ।

১৯. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি?

উত্তর : ম্যাটসুসিটা জাপানের একটি কোম্পানি।

২০. একজন সফল উদ্যোক্তা কোনো কারণে প্রথমবার ব্যর্থ হলে কী করেন?

উত্তর : একজন সফল উদ্যোক্তা কোনো কারণে প্রথমবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণ খুঁজে বের করে দ্বিতীয়বার নতুন উদ্যোমে কাজ শুরু করেন।

২১. উদ্যোক্তার চরিত্রের উল্লেখযোগ্য দিক কোনটি?

উত্তর : উদ্যোক্তার চরিত্রের উল্লেখযোগ্য দিক হল কাজের সাফল্য অর্জনে তীব্র আকাক্সক্ষা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম