অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র * গার্হস্থ্য বিজ্ঞান
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২১ এপ্রিল ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
সন্ধি বিচ্ছেদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৯১. ‘সদ্যোজাত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সদ্য+জাত খ. সদ্যো+জাত
গ. সদ্যোঃ+ জাত √ঘ. সদ্য+জাত
১৯২. ‘শিরচ্ছেদ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. শিরঃ+ছেদ খ. শিরো+ছেদ
গ. শির+চ্ছেদ ঘ. র্শি+-েদ
১৯৩. ‘আবির্ভাব’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. আবির+ভাব খ. আবি+ভাব
√গ. আবিঃ+ভাব ঘ. আবিস্+ভাব
১৯৪. ‘নরাধম’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. নর+অধম খ. নরঃ+অধম
গ. নরা+অধম ঘ. নরাধ+আম
১৯৫. ‘বিচ্ছেদ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিচ্+ছেদ খ. বিচ্ছে+দ
√গ. বি+ছেদ ঘ. বি+চ্ছেদ
১৯৬. ‘দ্যুলোক’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দুঃ+লোক খ. দ্বি+লোক
√গ. দিব্+লোক ঘ. দু+ লোক
১৯৭. ‘জলাতঙ্ক’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. জলা+আতঙ্ক খ. জল্+আতঙ্ক
√গ. জল+ আতঙ্ক ঘ. জলা+তঙ্ক
১৯৮. ‘প্রতীক্ষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+ইক্ষা √খ. প্রতি+ঈক্ষা
গ. প্রত+ইক্ষা ঘ. প্রত+ঈক্ষা
১৯৯. ‘পরীক্ষা’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. পরি+ঈক্ষা খ. পরী+ঈক্ষা
গ. পরী+ইক্ষা ঘ. পরি+ইক্ষা
২০০. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দিগ্+অন্ত √খ. দিক্+অন্ত
গ. দিগ্+অস্ত ঘ. দিগ+ন্ত
২০১. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. ততোধিক খ. ষষ্ঠ √গ. বনস্পতি ঘ. সংবাদ
২০২. বিদ্যালয়-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
√ক. বিদ্যা+আলয় খ. বিদ্য+আলয়
গ. বিদ্যা+অলয় ঘ. বিদ্যা+লয়
২০৩. কোন সন্ধির প্রথমাংশে ধ্বনি বিসর্গযুক্ত হলে তাকে কী সন্ধি বলে?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
√গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
২০৪. ‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সুব+অন্ত √খ. সুপ্+অন্ত
গ. সুপ+ন্ত ঘ. সু+পন্ত
২০৫. ‘সেচ্ছা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সু+ইচ্ছা খ. সে+আচ্ছা গ. স+ইচ্ছা √ঘ. স্ব+ইচ্ছা
২০৬. ‘উচ্ছ্বাস’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. উৎ+শ্বাস খ. উৎ+ছাস গ. উৎ+শাস ঘ. উৎ+চ্ছাস
২০৭. ‘সংবাদ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সং+বাদ খ. স+বাদ √গ. সম+বাদ ঘ. সহি+বাদ
২০৮. ‘সন্ধি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. সম্+ধি খ. সম+ধি গ. সম্+ন্ধি ঘ. সন্+ধি
২০৯. ‘মনীষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনঃ+ইষা খ. মণি+ইশা √গ. মনস্+ঈষা ঘ. মনো+ঈষা
২১০. ‘শাবক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শা+বক খ. শৌ+বক √গ. শৌ+অক ঘ. শা+অক
২১১. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. স¤্রাট খ. ষড়যন্ত্র √গ. আশ্চর্য ঘ. তত্ত্ব
গার্হস্থ্য বিজ্ঞান
ওয়াজিফা খাতুন
সহকারী প্রধান শিক্ষিকা
বি.এ.এফ. শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
রোগ সম্পর্কে সতর্কতা
১. আমাদের দেহের সাধারণ তাপমাত্রা কত?
ক. ৯৭° ফা. খ. ৯৮.৪° ফা.
গ. ৯৯.৪° ফা. ঘ. ১০০° ফা.
উত্তর : খ. ৯৮.৪° ফা.
২. জলাতঙ্ক, প্লেগ রোগ হয় কেন?
ক. কীটপতঙ্গের কামড়ে
খ. জীবাণুযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণে
গ. দূষিত পানির মাধ্যমে ঘ. জীবজন্তুর কামড়ে
উত্তর : ঘ. জীবজন্তুর কামড়ে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তমা গত রাত থেকে ঘনঘন পাতলা পায়খানা, বমি বমি ভাব হচ্ছে, চোখও প্রায় কোটরে ঢুকে গেছে। বাড়িতে কোনো স্যালাইন প্যাকেট না থাকায় ওর মা তাৎক্ষণিকভাবে চিনির শরবত দেন। এতে অবস্থার উন্নতি না হলে পাশের বাড়ির খালাম্মা এসে তমাকে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
৩. উদ্দীপকে উল্লিখিত কারণে তমার শরীরে ঘাটতি হয়-
ক. গ্লুকোজ, বিশুদ্ধ পানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, ক্লোরিন
খ. গ্লুকোজ, জলীয় অংশ, পটাশিয়াম বাই কার্বোনেট, সোডিয়াম ক্লোরাইড
গ. সোডিয়াম সাইট্রেট, বিশুদ্ধ পানি, গ্লুকোজ, ক্লোরিন, জলীয় অংশ।
ঘ. গ্লুকোজ, বিশুদ্ধ পানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড
উত্তর : খ. গ্লুকোজ, জলীয় অংশ, পটাশিয়াম বাই কার্বোনেট, সোডিয়াম ক্লোরাইড
৪. পাশের বাড়ির খালাম্মা দ্রুত তমাকে হাসপাতালে না নিলে কী হতে পারত-
i. দেহে মারাত্মকভাবে পানির পরিমাণ বৃদ্ধি
ii. জিভ ও ঠোঁট শুকিয়ে যাওয়া
iii. অচেতন হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : গ. ii ও iii
৫. যেসব কারণে শিশুরা সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়-
i. নির্দিষ্ট সময়ের পূর্বে জন্ম
ii. শালদুধ না খাওয়ালে iii. মায়ের অসুস্থতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ঘ. i, ii ও iii
৬. শালদুধে থাকে-
ক. কলোস্ট্রাম খ. নিউক্লিয়াস
গ. এনজাইম ঘ. এন্টিবডি
উত্তর : ঘ. এন্টিবডি
৭. কলোস্ট্রামের কাজ-
ক. শিশুর বৃদ্ধি সাধন
খ. শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি
গ. শক্তি উৎপাদন
ঘ. রাতকানা রোগ প্রতিরোধ
উত্তর : খ. শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি
