Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা

বাংলা * প্রাথমিক বিজ্ঞান

বাংলা

Icon

সবুজ চৌধুরী

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

এক কথায় প্রকাশ

রং দিয়ে নানা রকমের নকশা - আল্পনা

যে মেয়ের চেহরায় মায়া রয়েছে - মায়াবতী

শক্ত করে বাঁধা - আষ্টেপৃষ্ঠে

অপরাধীর গর্দান কাটে যে - জল্লাদ

যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় - আঁস্তাকুড়ে

অবাক জলপান

বিপরীত শব্দ

অবাক - সবাক

রাজপথ - গলিপথ

পাত্র - পাত্রী

সকাল - বিকাল

গেরস্ত - গৃহহীন

রোদ - বৃষ্টি

ঘুম - জাগরণ

কাঁচা - পাকা

ভুল - সঠিক

দরকার - অদরকার

অন্যায় - ন্যায়

বিবেচনা - অবিবেচনা

জানলা - দরজা

তর্ক - বিতর্ক

হতভাগা - ভাগ্যবান

আস্ত - খণ্ড

মুখ্যু - পণ্ডিত

বাহাদুরি - ভীরুতা

অপদার্থ - পদার্থ

স্থল - জল

বিস্বাদ - স্বাদ

ছোকরা - বৃদ্ধ

তেষ্ণা - তৃপ্তি

উৎসাহ - নিরুৎসাহ

আগ্রহ - অনাগ্রহ

আকাক্সক্ষা - অনাকাক্সক্ষা

রাসায়নিক - জৈবিক

সংযোগ - বিয়োগ

মুশকিল - আসান

পরিশ্রুত - অপরিচ্ছন্ন

প্রাথমিক বিজ্ঞান

আফরোজা বেগম

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা

মহাবিশ্ব

প্রশ্ন : কীভাবে সৌরজগৎ, মিল্কওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত?

উত্তর : সৌরজগৎ (Solar family) : সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত।

গ্যালাক্সি : সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত। মিল্কিওয়ে দেখতে সর্পিলাকার।

মহাবিশ্ব : গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সব পদার্থ এবং শক্তি এ সবকিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব।

সম্পর্ক : * সৌরজগতের ৩য় গ্রহ হল পৃথিবী। আর পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিমি। আলো প্রতি সেকেন্ডে ৩,০০,০০০ কিমি. বেগে চলে। আর তাই চাঁদের আলো ১.৩ সেকেন্ডে পৃথিবীতে পৌঁছায়। * পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কিমি. সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছে ৮ মিনিট পর।* আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের ১,৩০,০০০ বছর সময় লাগত। স্যার এডিংটনের মতে, প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্রকোটি নক্ষত্র রয়েছে। * কোটি কোটি গ্যালাক্সি নিয়ে মহাবিশ্ব গঠিত। এর আকার কেউ জানে না। দিন দিন মহাবিশ্ব বড় হচ্ছে। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানী গ্যালিলিও উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে, সৌরজগতের গ্রহগুলো সৌরজগতকে কেন্দ্র করে ঘুরছে। * মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন।

আসলে, সৌরজগৎ মহাবিশ্বের কাছে এক বিন্দুর মতো অবস্থান। সৌরজগতের চেয়ে গ্যালাক্সি বড়, গ্যালাক্সির চেয়ে মহাবিশ্ব বড়। সম্পর্কটিকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যেতে পারে।

সৌরজগৎ<গ্যালাক্সি<মহাবিশ্ব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম