এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
পদার্থবিজ্ঞান * পৌরনীতি ও নাগরিকতা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
ভৌত রাশি ও পরিমাপ
১। সময়ের মাত্রা হল-
ক) I খ) θ
গ) L ঘ) T
২। একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 mm. এটির লঘিষ্ঠ গণন কত?
ক) 0.1 mm খ) 1 mm
গ) 0.001 mm ঘ) 0.01 mm
৩। ১ মিটারে কত সেন্টিমিটার?
ক) 10 খ) 100
গ) 1000 ঘ) 1
৪। মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?
ক) মিলিমিটার খ) মাইক্রোমিটার
গ) ন্যানোমিটার ঘ) সেন্টিমিটার
৫। পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন-
ক) চিকিৎসক খ) গণিতবিদ
গ) পদার্থবিদ্যা ঘ) প্রাণীবিজ্ঞানী
৬। লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-
ক) M খ) D
গ) L ঘ) LC
৭। চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে-
ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি
খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি
গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি
ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি
৮। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ওই দাগই হবে-
ক) ভার্নিয়ার ধ্রুবক খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার সমপাতন ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স
৯। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?
ক) দুইটি খ) তিনটি
গ) চারটি ঘ) একটি
১০। কোনটি মৌলিক রাশি?
ক) বেগ খ) বল
গ) সময় ঘ) তাপ
১১। নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক) তাপমাত্রা খ) দীপন তীব্রতা
গ) দীপন ক্ষমতা ঘ) তড়িৎপ্রবাহ
১২। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?
ক) সিংহ রাশি খ) মকর রাশি
গ) লব্ধ রাশি ঘ) মৌলিক রাশি
১৩। কোনটি মৌলিক রাশি?
ক) দীপন তীব্রতা খ) দীপন ক্ষমতা
গ) শক্তি ঘ) তাপ
১৪। এককের সংকেত দেখা হয়-
i) বড় হাতের হরফে
ii) ছোট হাতের হরফে
iii) ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৫। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ যদি ½ মি.মি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?
ক) 0.02 মি. মি. খ) 0.1 মি. মি.
গ) 0.05 মি. মি. ঘ) 0.005 মি. মি.
১৬। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
১৭। তুলাযন্ত্র ব্যবহার করা হয়-
i) পদার্থবিজ্ঞানে ii) জ্যোতির্বিজ্ঞানে iii) রসায়নে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৮। উপলব্ধি এবং ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে-
i) 1 মিলিমিটার (mm)=10³ মিটার (m)
ii) 1 মিলিগ্রাম (mg)=10-⁶ কিলোগ্রাম (kg)
iii) 1 মাইক্রোঅ্যাম্পিয়ার (µA) = 106 অ্যাম্পিয়ার (a)
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii
১৯। দৈব ক্রুটির প্রত্যাশিত মান কত?
ক) 0 খ) ½ গ) 12 ঘ) -1
২০। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ক্রুটি আসে তাকে কী বলে?
ক) দৈব ক্রুটি খ) শূন্য ক্রুটি
গ) যান্ত্রিক ক্রুটি গ) ব্যক্তিগত ক্রুটি
২১। কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে-
i) কম্পিউটার আবিষ্কারে
ii) আবহাওয়া পূর্বাভাস প্রদানে
iii) যোগাযোগ সহজ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১ঘ, ২ঘ, ৩খ, ৪ক, ৫খ, ৬ঘ, ৭ক, ৮গ, ৯ক, ১০গ, ১১খ, ১২ঘ, ১৩খ, ১৪গ, ১৫ক, ১৬খ, ১৭খ, ১৮ঘ, ১৯ক, ২০গ, ২১গ।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাংলাদেশের সরকার ব্যবস্থা
১। কোনটি দ্বারা একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়?
ক. সরকার খ. আইন গ. ধর্ম ঘ. ব্যক্তি।
২। কত সালে প্রথম বাংলাদেশ সরকার গঠন করা হয়?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৭২ সালে
৩। বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র?
ক. সমাজতান্ত্রিক খ. গণপ্রজাতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
৪। বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৫। বাংলাদেশ নামক রাষ্ট্রে সব ক্ষমতার মালিক কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. বিরোধী দল ঘ. জনগণ
৬। আমাদের দেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে?
ক. সংসদীয় খ. যুক্তরাষ্ট্রীয়
গ. একনায়কতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
৭। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কে?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি
৮। সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
ক. রাষ্ট্রপতি খ. কেবিনেট মন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. স্পিকার
৯। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?
ক. প্রধান বিচারপতি খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার ঘ. রাষ্ট্রপতি
১০। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১১। বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ হলো-
i. আইন বিভাগ ii. শাসন বিভাগ iii. বিচার বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। কোনো ব্যক্তি একটানা কত বছরের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না?
ক. ১২ বছর খ. ১০ বছর
গ. ৮ বছর ঘ. ৫ বছর
১৩। রাষ্ট্রপতি হওয়ার জন্য ব্যক্তির বয়স কমপক্ষে কত বছর হতে হয়?
ক. ১৮ বছর খ. ২৫ বছর
গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর
১৪। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে?
ক. রাষ্ট্রপতি খ. মন্ত্রিপরিষদ
গ. প্রধান বিচারপতি ঘ. স্পিকার
১৫। সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে?
ক. প্রধানমন্ত্রী খ. স্বরাষ্ট্রমন্ত্রী
গ. বিচারপতি ঘ. রাষ্ট্রপতি
১৬। কাকে সরকারের স্তম্ভ বলা হয়?
ক. রাষ্ট্রপতিকে খ. প্রধানমন্ত্রীকে
গ. বিচারপতিকে ঘ. স্পিকারকে
১৭। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর গ. ৫ বছর ঘ. ৬ বছর
১৮। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক. আওয়ামী লীগ খ. বিএনপি
গ. জাতীয় পার্টি ঘ. বামফ্রন্ট
১৯। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন কে?
ক. প্রধানমন্ত্রী খ. অর্থমন্ত্রী
গ. শিল্পমন্ত্রী ঘ. বাণিজ্যমন্ত্রী
২০। কার সম্মতি ছাড়া আন্তর্জাতিক কোনো চুক্তি সম্পাদন হতে পারে না?
ক. পররাষ্ট্র মন্ত্রী খ. রাষ্ট্রদূত
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
২১। জাতীয় সংসদ নেতা কে?
ক. স্পিকার খ. ডেপুটি স্পিকার
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
২২। দেশ পরিচালনায় কত বছর পর পর বাজেট ঘোষণা করা হয়?
ক. পাঁচ বছর খ. তিন বছর
গ. দুই বছর ঘ. এক বছর
২৩। রাষ্ট্রপতি নিয়োগ দেন-
i. মন্ত্রীদের ii. প্রতিমন্ত্রীদের iii. উপমন্ত্রীদের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৪। কোনটিকে রাষ্ট্রের হৃদপিণ্ড বলা হয়?
ক. দপ্তরকে খ. প্রশাসনকে
গ. অধিদপ্তরকে ঘ. সচিবালয়কে
২৫। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর প্রধান স্তর কয়টি?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুইটি
উত্তর : ১.ক ২.গ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ঘ ২৩.ঘ ২৪.খ ২৫.ঘ।
