|
ফলো করুন |
|
|---|---|
টিউলিপ ফুলের বৈজ্ঞানিক নাম টিউলিপা (tulipa)। এটি লিলিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত। পাত্রে চাষাবাদের উপযোগী এক প্রকার পুষ্পজাতীয় উদ্ভিদ এটি। এটি বাগানে কিংবা বাণিজ্যিকভিত্তিতে জমিতেও চাষ করা হয়।
টিউলিপ বর্ষজীবী ও বসন্তকালীন ফুল হিসাবে পরিচিত। এটি মুকুল থেকে জন্মায়। অধিকাংশ টিউলিপই ডাঁটা থেকে একটিমাত্র মুকুলের মাধ্যমে বিকশিত হয়। খাঁটি নীলাভ রং ছাড়া বিভিন্ন রঙের হয় এ ফুল। বলা হয়ে থাকে, অটোমান সাম্রাজ্যের সময় থেকে এ ফুলের প্রচলন শুরু হয়। নেদারল্যান্ডে জাতীয়ভাবে টিউলিপের কদর রয়েছে।
