নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
হিসাববিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
হিসাববিজ্ঞান
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
হিসাব
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৬. লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয়, স্বত্বাধিকারের ক্রমাগত কী ঘটে? -হ্রাস-বৃদ্ধি।
১৭. লেনদেন লিপিবদ্ধ করার মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি খাতের কী জানা যায়?
-নিট পরিমাণ।
১৮. হিসাববিজ্ঞানে কয় ধরনের ছক ব্যবহার করা হয়?-দুই।
১৮. হিসাববিজ্ঞানের বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য কী অনুসরণ করা হয়? -নির্দিষ্ট ছক।
১৯. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ, দায়, আয়, ব্যয়, স্বত্বাধিকারের জন্য এবং নির্দিষ্ট সময় পর পর কী নির্ণয় করা হয়? -প্রতিটির উদ্বৃত্ত।
২০. কোনটিতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়? -হিসাব।
২১. হিসাববিজ্ঞানে কয় ধরনের ছক ব্যবহার করা হয়? -দুই।
২২. ‘ঞ’ ছকে মোট কয়টি কলাম থাকে? -৮টি।
২৩. ‘ঞ’ ছকটি কয়টি অংশে বিভক্ত?-২টি।
২৪. চলমান জের ছকে কয়টি টাকার ঘর আছে? -৪টি।
২৫. হিসাব কত প্রকার? -৫ প্রকার?
২৬. মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ, সুবিধা প্রদান করলে কোন হিসাবে লেখা হয়? -মূলধন।
জাবেদা
১. লেনদেনগুলো প্রাথমিকভাবে সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়? -জাবেদায়।
২. জাবেদার পরবর্তী বইয়ের নাম কী? -খতিয়ান।
৩. জাবেদা হিসাবের কী ধরনের বই?
-প্রাথমিক বই।
৪. কোন বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়?
-জাবেদা বই।
৫. লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ থাকলে কোনটির সম্ভাবনা হ্রাস পায়? -বাদ পড়ার সম্ভাবনা।
৬. প্রতিষ্ঠানের হিসাবের বই কেমন হওয়া অত্যাবশ্যক?
- নির্ভুল ও স্বচ্ছ।
৭. কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়? -হিসাবের ভিত্তিতে।
৮. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
- আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ।
৯. কী ভবিষ্যতে যে কোনো প্রয়োজন প্রমাণ স্বরূপ ব্যবহার করা যায়? - জাবেদা।
১০. কোনটি হিসাবের খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে? -জাবেদা।
১১. সাধারণ জাবেদা বইতে কয়টি ছক রয়েছে?
-পাঁচটি।
১২. সাধারণ জাবেদা বইতে ‘খ: পৃ:’ দ্বারা কী বোঝানো হয়? -খতিয়ান পৃষ্ঠা
১৩. প্রতিষ্ঠানের লেনদেনগুলোর মাঝে কী ধরনের পার্থক্য বিদ্যমান? -বৈশিষ্ট্য ও প্রকৃতিগত।
১৪. জাবেদাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
- দু’ভাগে।
১৫. বিশেষ জাবেদা কয় প্রকার? -ছয় প্রকার।
১৬. প্রকৃত জাবেদা কয় প্রকার? -চার প্রকার।
১৭. ক্রয় জাবেদায় কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়?
-বাকিতে পণ্য ক্রয়।
১৮. বিক্রয় জাবেদায় কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়?
-বাকিতে পণ্য বিক্রয়।
১৯. দু’তরফ দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের কয়টি পক্ষ বিদ্যমান? -দুইটি।
২০. যেসব লেনদেন দ্বারা নগদে প্রাপ্তি ঘটে সেগুলো কোথায় লিপিবদ্ধ হয়? -নগদ প্রাপ্তি জাবেদায়।
২১. যেসকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেগুলো কোথায় লিপিবদ্ধ হয়? -নগদ প্রদান জাবেদায়।
২২. কোনটির নামে কোনো হিসাব হয় না?
-পণ্য, মাল, চেক প্রভৃতির নামে।
২৩. ধারে পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোন হিসাব আনতে হয়?
-পাওনাদার/প্রদেয় হিসাব।
২৪. ক্রয়-ফেরত ও বিক্রয়-ফেরত জাবেদা বইতে কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ হয়?
-ধারে ক্রয়কৃত পণ্য ও ধারে বিক্রয়কৃত পণ্য।
২৫. পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু ক্রেতার নাম উল্লেখ নেই তখন কোন হিসাব লিখতে হবে?
-দেনাদার/প্রাপ্য হিসাব।
২৬. ‘ক্রয়-ফেরত ও বিক্রয়-ফেরত’-এর অপর নাম কী? -যথাক্রমে বহিঃফেরত ও আন্তঃফেরত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের দেশ
১। কম্পিউটারে লেখার জন্য পরিবর্ধন ও লেখার আকার পরিবর্তনের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
ক) এম এস ওয়ার্ড √খ) ওয়ার্ড প্রসেসর
গ) ফটোশপ ঘ) ইলাস্ট্রেটর
২। স্কুল-কলেজে শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন?
ক) এম এস ওয়ার্ড খ) এম এস এক্রেস গ) এম এস এক্রেল
√ঘ) এম এস পাওয়ার পয়েন্ট
৩। ইন্টারনেটে কোন তথ্য খুঁজে পাওয়ার জন্য কিসের সহায়তা নিতে হয়?
ক) ই-মেইল খ) স্কাইপি গ) ই-কমার্স √ঘ) সার্চ-ইঞ্জিন
৪। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়?
√ক) তাদের নিজিস্ব ওয়েবসাইটে
খ) সংবাদপত্রে
গ) ফেসবুকে ঘ) ইউটিউবে
৫। ঘরে বসে ব্যবসায়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক) রেডিও √খ) ইন্টারনেট
গ) টেলিভিশন ঘ) টেলিগ্রাফ
৬। নির্দিষ্ট অবস্থানে থেকে বিভিন্ন অবস্থানের ব্যক্তির সঙ্গে একত্রে দেখা ও কথা বলার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক) অডিও কনফারেন্স
√খ) খ) ভিডিও কনফারেন্স
গ) মোবাইল কনফারেন্স
ঘ) সাধারণ কনফারেন্স
৭। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?
ক) ই-লার্নিং খ) সামাজিক যোগাযোগ
√গ) আইউটসোর্সিং
ঘ) মোবাইল কমিউনিকেশন
৮। বর্তমান বিশ্বে কী দ্বারা শিক্ষাদান জনপ্রিয়?
ক) রেডিও খ) সংবাদপত্র
গ) টেলিভিশন √ঘ) কম্পিউটারে
৯। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কীভাবে?
ক) রোবট দ্বারা √খ) কম্পিউটারে
গ) কার্ডরিডারে ঘ) ক্যালকুলেটরে
১০। ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ করতে কী প্রয়োজন?
ক) সুপার কম্পিউটার খ) ই-ক্লাসরুম
গ) ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা
√ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার
১১। অফিস-আদালতে কাজের গতি বৃদ্ধি করতে বর্তমানে কী ব্যবহৃত হচ্ছে?
ক) সুপার কম্পিউটার খ) টাইপরাইটার
গ) ক্যালকুলেটর
√ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১২। তথ্যপ্রযুক্তির অসুবিধা কোনটি?
ক) শক্তিশালী লোক প্রয়োজন
খ) কম বয়সের লোক প্রয়োজন
√গ) দক্ষতা সম্পন্ন লোক প্রয়োজন
ঘ) অদক্ষ লোক প্রয়োজন
১৩। আইসিটি প্রয়োগের ফলে
i) কর্মদক্ষতার বৃদ্ধি হচ্ছে
ii) বাজার সম্প্রসারণ হচ্ছে
iii) আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii
১৪। ব্যবসা-বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের
i) সেবার মান উন্নত হচ্ছে
ii) জবাবদিহিতা কমেছে
iii) স্বচ্ছতা বেড়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। কত সালে ফেসবুক চালু হয়?
ক) ২০০১ খ) ২০০৩
√গ) ২০০৪ ঘ) ২০০৫
১৬। সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
ক) ফেসবুক ও ইয়াহু খ) ফেসবুক গুগল
√গ) ফেসবুক ও টুইটার
ঘ) ফেসবুক ও ইউটিউব
১৭। কে তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন?
ক) বিল গেটস খ) স্টিফেন হকিং √গ) মার্ক জাকারবার্গ ঘ) স্টিভ জবস
