এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র
আবদুল কুদ্দুস
প্রকাশ: ০৯ জুন ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা
বহুনির্বাচনি মডেল টেস্ট
সময় : ৩০ মিনিট পূর্ণমান : ৩০
১. সংজ্ঞায় পদের কী প্রকাশ পায়?
ক) ব্যক্ত্যর্থ খ) জাত্যর্থ গ) ব্যাপ্যতা ঘ) উপলক্ষণ
২. শিক্ষক তিনি, যিনি শিক্ষা দেন- এখানে কোন অনুপপত্তি ঘটেছে?
ক) রূপক খ) দুর্বোধ্য গ) চক্রক ঘ) নঞর্থক
৩. সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়ম লংঘন করলে কোন কোন অনুপপত্তি ঘটে?
i. নঞর্থক ii. অব্যাপক iii. অতিব্যাপক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪. যৌক্তিক বিভাগের কয়টি নিয়ম আছে?
ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
অমি মানুষ জাতিকে দুটি ভাগে ভাগ করেছে : শিক্ষিত ও অ-শিক্ষিত। তার বন্ধু শিমুল তখন বলল, আমরা সব প্রাণীকে মানুষ ও অ-মানুষ রূপেও ভাগ করতে পারি।
৫. অমি ও শিমুলের বিভাজন কোনটি?
ক) গুণগত ও অঙ্গগত বিভাগ খ) উল্লম্ফন বিভাগ গ) অতিব্যাপক বিভাগ ঘ) দ্বিকোটিক বিভাগ
৬. উক্ত বিভাজনের সমস্যা হচ্ছে-
i. এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ii. এখানে মধ্যবর্তী স্তরকে বাদ দেওয়া হয় iii. এতে সব উপজাতি সম্পর্কে জানা যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭. ত্রিভুজকে কেবল সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজে ভাগ করলে কোন অনুপপত্তি ঘটে?
ক) অব্যাপক বিভাগ খ) অতি ব্যাপক বিভাগ
গ) সংকর বিভাগ ঘ) গুণগত বিভাগ
৮. প্রকৃত আরোহে প্রধান শর্ত হিসাবে কোনটি থাকে?
ক) প্রকৃতির নিয়মানুবর্তিতা খ) পরীক্ষণ
গ) কার্যকারণ ঘ) আরোহমূলক লম্ফ
৯. প্রকৃত আরোহ কত প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
১০. আরোহমূলক লম্ফ হচ্ছে-
i. জানা থেকে অজানায় যাওয়া
ii. বিশেষ থেকে সার্বিকে গমন
iii. কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i খ) i ও i i i
গ) i i ও i i i ঘ) i, i i ও i i i
১১. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন হয়?
ক) নিশ্চিত খ) অনিশ্চিত
গ) সম্ভাব্য গ) বিবৃতিমূলক
১২. ‘সকল মানুষ হয় মরণশীল’- এটি কোন আরোহের সিদ্ধান্ত?
ক) বৈজ্ঞানিক খ) অবৈজ্ঞানিক
গ) সাদৃশ্যানুমান ঘ) পূর্ণাঙ্গ
১৩. আরোহমূলক লম্ফ থাকে না কোন আরোহে?
ক) অবৈজ্ঞানিক খ) পূর্ণাঙ্গ
গ) বৈজ্ঞানিক ঘ) সাদৃশ্যানুমান
১৪. নিচের কোনটি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত?
ক) সব মানুষ হয় স্বার্থপর খ) সব ত্রিভুজ হয় দুই সমকোণ
খ) সব গরু হয় চতুষ্পদী ঘ) কিছু কাক হয় কালো
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
দৃষ্টান্ত-১ : কোনো পাখি নয় ডানাবিহীন
দৃষ্টান্ত-২ : সব ফুল হয় সুন্দর
১৫. দৃষ্টান্ত দুটিতে কোন কোন আরোহের সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে?
ক) বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক খ) বৈজ্ঞানিক
গ) সাদৃশ্যানুমান ও ঘটনা সংযোজন ঘ) পূর্ণাঙ্গ
১৬. উক্ত আরোহের প্রধান বৈশিষ্ট্য-
i. প্রকৃতির নিয়ম অনুসরণ ii. কার্যকারণ নীতির অনুসরণ
iii. পরীক্ষণ ও নিরীক্ষণ নির্ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
