৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি
বাংলা ভাষা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
১. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-বাক্যটিতে ‘কিংবা’ কোন ধরনের অব্যয়?
ক. বিয়োজক খ. সংযোজক
গ. অনুকার ঘ. অনন্বয়ী
২. ভাষার মূল উপাদান কোনটি?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. বাক্য
৩. ‘মহার্ঘ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. মহান + অর্ঘ্য খ. মহা + অর্ঘ্য
গ. মহৎ + অর্ঘ ঘ. মহা + অর্ঘ
৪. Manuscript-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. মাইলফলক খ. শিলালিপি
গ. পাণ্ডুলিপি ঘ. মরণোত্তর
৫. ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. ্রমুচ্ + ক্তি খ. ্রমুহ + ক্তি
গ. ্রমুক্ + ক্তি ঘ. ্রমৃচ + ক্তি
৬. ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস?
ক. নিত্য সমাস খ. তৎপুরুষ
গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব
৭. ‘অমরাবতী’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. দ্যুলোক খ. অম্বর
গ. নরক ঘ. অলীক
৮. ক্ষমতাধর কাউকে বুঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য হবে?
ক. ভিজে বিড়াল খ. বাঘের মাসি
গ. নাটের গুরু ঘ. রুই কাতলা
৯. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. উর্দু খ. তুর্কি
গ. ফারসি ঘ. আরবি
১০. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
ক. ৮টি খ. ১০টি
গ. ২৬টি ঘ. ৩২টি
১১. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক. বিমা খ. গিটার
গ. লাইব্রেরি ঘ. ডায়েরি
১২. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
ক. রাখিয়া > রাইখা
খ. লাঙ্গল > নাঙ্গল
গ. বিলাত > বিলেত
ঘ. ফাল্গুন > ফাগুন
১৩. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. বন্ + পতি = বনস্পতি
খ. দুঃ + কর = দুষ্কর
গ. তদ + কাল = তৎকাল
ঘ. যদি + অপি = যদ্যাপি
১৪. Civil society-এর পরিভাষা কী?
ক. শিক্ষক সমাজ খ. ছাত্র সমাজ
গ. সুশীল সমাজ ঘ. লেখক সমাজ
১৫. বিপরীতার্থক শব্দ জোড় নয় কোনটি?
ক. উর্বর- ঊষর খ. মর্ত- মণ্ডল
গ. চিন্ময়- মৃন্ময় ঘ. লাঘব- গৌরব
১৬. কোনটি প্রাদি সমাস?
ক. পরিভ্রমণ খ. কালান্তর
গ. ঘোড়ার ডিম ঘ. প্রতিবাদ
১৭. ‘ক্ষমতা’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক. ষ + ণ খ. জ + ঞ
গ. হ + ম ঘ. ক + ষ
১৮. কোন বাক্যে অর্থগত অপপ্রয়োগ ঘটেছে?
ক. কোন লক্ষ্যে পড়াশোনা করছেন?
খ. আপনার জীবনের লক্ষ কী?
গ. চলার সময় আমি বাবাকে লক্ষ করিনি
ঘ. সবার লক্ষ্য লক্ষ লক্ষ টাকা আয় করা
১৯. ‘জরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. যৌবন খ. মড়া
গ. খড়া ঘ. পতিত
২০. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে’- এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
ক. সন্দেহ খ. অনুমান
গ. নিশ্চয়তা ঘ. বিস্ময়
উত্তর : ১ক, ২খ, ৩ঘ, ৪গ, ৫ক, ৬খ, ৭গ, ৮ঘ, ৯খ, ১০ঘ, ১১গ, ১২গ, ১৩ক, ১৪গ, ১৫খ, ১৬ক, ১৭ঘ, ১৮খ, ১৯ক, ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন
