Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

Icon

মো. কামরুজ্জামান

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

ছবি: সংগৃহীত

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

শ্রেণিকক্ষে শিক্ষক ফাহাদকে জিজ্ঞেস করলেন, তার চেহারার সঙ্গে কার চেহারার মিল আছে, বাবার না মার? ফাহাদ বলল, সবাই বলে তার চোখগুলো নাকি মায়ের মতো আর চুলগুলো বাবার মতো। ফাহাদের এ ধরনের কথায় শ্রেণিকক্ষের সবাই খুব মজা পেল। অতঃপর শিক্ষক বিষয়গুলো সবাইকে ব্যাখ্যা করলেন।

১৬। ফাহাদের পিতা-মাতার এ বৈশিষ্ট্যগুলো কিসের মাধ্যমে তার মধ্যে সঞ্চারিত হয়েছে?

ক) নিউক্লিয়াস খ) আর.এন.এ √গ) ডি.এন.এ ঘ) দেহকোষ

১৭। উপরের ঘটনাটির সঙ্গে সম্পর্ক রয়েছে-

i. জীনতত্ত্বের ii. বংশগতির iii. মেন্ডেলের

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

১৮। মূলের অগ্রভাগে কোন বিভাজন ঘটে?

ক) অ্যামাইটোসিস খ) অস্বাভাবিক গ) মিয়োসিস √ঘ) মাইটোসিস

১৯। নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?

ক) স্নায়ু কোষে খ) স্থায়ী টিস্যুর কোষে

গ) লোহিত রক্ত কণিকা √ঘ) বর্ধনশীল পাতার কোষে

২০। মিয়োসিস কোষ বিভাজন হয়-

i. জনন কোষ থেকে পুং গ্যামেট তৈরির সময়

ii. জনন কোষ থেকে স্ত্রী গ্যামেট তৈরির সময়

iii. ভ্রূণ পরিস্ফুটনের সময়

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?

ক) মেটাফেজ খ) এনাফেজ √গ) প্রোফেজ ঘ) টেলোফেজ

২২। নিউক্লিয়াসের বিভাজন-

i. প্রথম পর্যায়ে শুরু হয়

ii. ক্যারিওকাইনেসিস

iii. সাইটোকাইনেসিস

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৩। প্রোফেজ দশাতে-

i. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়

ii. নিউক্লিয়াস আকারে বড় হয়

iii. ক্রোমোজোম হতে ক্রোমাটিড গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৪। মাইটোসিস বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ কোনটি?

ক) মেটাফেজ খ) অ্যানাফেজ √গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

২৫। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়?

ক) প্রোফেজ খ) অ্যানাফেজ

√গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

২৬। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?

ক) প্রোফেজ খ) মেটাফেজ √গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ

অষ্টম শ্রেণি শিক্ষার্থী বিজ্ঞান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম