নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান * বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৭ মে ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
বল
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩১। সবলতার বিচারে তড়িৎ বল কী ধরনের বল?
উত্তর : মাঝারি বল।
৩২। সবল নিউক্লীয় বল কত দূরত্বে কাজ করে?
উত্তর : 10-15 m
৩৩। কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্ত কী?
উত্তর : ত্বরণ না থাকা।
৩৪। বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয়?
উত্তর : প্রথম সূত্র
৩৫। কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদের কী বলে?
উত্তর : সাম্য বল।
৩৬। অসাম্য বল যখন বস্তুর ওপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
উত্তর : বেগ এবং দিক।
৩৭। কোন বস্তুর ওপর লব্ধি বলশূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
উত্তর : স্থির থাকবে।
৩৮। কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?
উত্তর : সবল নিউক্লিয় বল।
৩৯। ভরবেগ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
উত্তর : বল।
৪০। ভরবেগের দিক কোন দিকে?
উত্তর : বেগের দিকে।
৪১। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগ হয়।
উত্তর : সর্বদা সমান।
৪২। নিরাপদ ভ্রমণ কিসের ওপর নির্ভর করে?
উত্তর : গাড়ির গতি নিয়ন্ত্রণের।
৪৩। গাড়ি চালানোর সময় প্রথমেই ড্রাইভার ও আরোহীদের কী করা উচিত?
উত্তর : সিট বেল্ট বাঁধা
৪৪। গাড়ির গতি বা বেগ কেমন হওয়া প্রয়োজন?
উত্তর : নিয়ন্ত্রণযোগ্য
৪৫। দূরবর্তী ভ্রমণের জন্য কোনটি খেয়াল রাখা বেশি প্রয়োজন?
উত্তর : রাস্তা ও পরিবেশ।
৪৬। ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালকের-।
উত্তর : নাগরিক দায়িত্ব।
৪৭। একটি গতিশীল ট্রাককে ব্রেক কষে থামানো হল। ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তর : হ্রাস পাবে
৪৮। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দায়ী?
উত্তর : সবল নিউক্লিয় বল।
৪৯। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার-।
উত্তর : প্রযুক্ত বলের সমানুপাতিক।
৫০। পৃথিবী ও চন্দ্রের মধ্যে বিদ্যমান বল কী বল?
উত্তর : অভিকর্ষ বল।
৫১। এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে?
উত্তর : দূরত্ব
৫৩। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে- এটি গতির কোন সূত্র?
উত্তর : তৃতীয় সূত্র।
৫৪। ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সব সময় কিসের ওপর কাজ করে?
উত্তর : দুটি ভিন্ন বস্তুর ওপর।
৫৫। প্রকৃতিতে বল কী হিসেবে কাজ করে?
উত্তর : জোড়ায় জোড়ায়।
৫৬। সংঘর্ষের সময় কোন বল কাজ করে?
উত্তর : ক্রিয়া-প্রতিক্রিয়া বল।
৫৭। সংঘর্ষের ফলে কী হয়?
উত্তর : বস্তুর গতি হ্রাস পায়।
৫৮। যে কোনো দুটি তলের অনিয়মিত প্রকৃতির ফল কোনটি-
উত্তর : ঘর্ষণ
৫৯। ভরবেগ কী রাশি?
উত্তর : ভেক্টর রাশি।
৬০। গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে?
উত্তর : স্থিতি ঘর্ষণ বল।
৬১। দ্রুত বেগে গতিশীল কোন গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
উত্তর : পিছলানো ঘর্ষণের কারণে।
৬২। একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর দিয়ে ঘষে চলার সময় সৃষ্ট ঘর্ষণ কী?
উত্তর : আবর্ত ঘর্ষণ
৬৩। কিসের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
উত্তর : ঘর্ষণ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ
বিশ্বসভ্যতা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৭. মিসরীয়রা ওসিরিসকে মনে করত-
i. প্রাকৃতিক শক্তির দেবতা
ii. শস্যের দেবতা iii. নীলনদের দেবতা
নিচের কোনটি সঠিক?
ক. i. খ i. ও ii. গ. ii. ও iii. ঘ. i. ii. ও iii.
১৮. স্ফিংসের আকৃতি হল-
i. দেহটা সিংহের মতো ii. মুখ মানুষের মতো
iii. পা বাঘের মতো
নিচের কোনটি সঠিক?
ক. i. খ i ও ii গ ii ও iii ঘ. i, ii ও iii
১৯. মিসরীয়রা পূজা করতো-
i. জীব জন্তুর ii. জড় বস্তুর iii. পানির
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. মিসরীয়রা প্রচলন করে-
i. বীজ গণিত ii. জ্যামিতি iii. পাটি গণিত
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. সময় নির্ধারণের জন্য প্রাচীন মিসরীয়রা আবিষ্কার করে-
i. সূর্য ঘড়ি ii. ছায়া ঘড়ি iii. জল ঘড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও ii গ. ii ও iii ঘ. র, ii ও iii
২২. মিসর দেশটি কোন কোন মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?
i. এশিয়া ii. আফ্রিকা iii. ইউরোপ
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. পেশার উপর ভিত্তি করে মিসরীয়দের ভাগ করা হয়-
i. ভূমি দাস ii. পুরোহিত iii. লিপিকার
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
টেলিভিশনে পিরামিডের অংশবিশেষের একটি প্রামাণ্য চিত্র দেখে মোহনা খুবই মুগ্ধ হয়, সে বুঝতে পারে তারা অনেক বড় মাপের কারুমিস্ত্রি ছিল।
মোহনার দেখা প্রামাণ্য চিত্রটি কোন সভ্যতার ইঙ্গিত বহন করে?
ক রোমানীয় খ. গ্রীক
গ. মিসরীয় ঘ. সিন্ধু
২৫. উদ্দীপকে বর্ণিত সভ্যতার গুরুত্ব অপরিসীম, কারণ-
i. এ সময় লিখন পদ্ধতির আবিষ্কার হয়
ii. এ সময় কাগজের আবিষ্কার হয়
iii. এ সময় দ্রব্যের ওজন আবিষ্কার হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. সিন্ধু সভ্যতার অপর নাম কি?
ক. গ্রিক সভ্যতা খ. হরপ্পা সভ্যতা
গ. মিসরীয় সভ্যতা ঘ. চৈনিক সভ্যতা
২৭. মহেঞ্জোদারো কথাটির মানে কি?
ক. মড়া মানুষের ঢিবি খ. উঁচু জাগার পাহাড়
গ. ভালো মানুষের স্থান ঘ. সৎ মানুষের ঢিবি
২৮. কার প্রচেষ্টায় মন্টোগোমারী জেলায় প্রচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়?
ক. রাজপুতনার খ. হোমারের
গ. দয়ারাম সাহানীর ঘ. মালানীর
২৯. আর্য জাতির আক্রমণে কখন সিন্ধু সভ্যতার অবসান ঘটে?
ক. খ্রি.পূ. ১৫০০-১৪০০ অব্দে খ. খ্রি.পূ. ১৬০০-১৫০০ অব্দে
গ. খ্রি.পূ. ১৭০০-১৬০০ অব্দে ঘ. খ্রি.পূ. ১৮০০-১৭০০ অব্দে
৩০. মার্টিমার হুইলার-এর মতে সিন্ধু সভ্যতার সময় কাল -
ক. খ্রি.পূ. ২২০০-২১০০ অব্দ পর্যন্ত খ. খ্রি.পূ. ২৩০০-১৪০০ অব্দ পর্যন্ত
গ. খ্রি.পূ. ২৫০০-১৩০০ অব্দ পর্যন্ত ঘ. খ্রি.পূ. ২৫০০-১৫০০ অব্দ পর্যন্ত
৩১. সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?
ক. পিতৃতান্ত্রিক খ. মাতৃতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. পিতৃ ও মাতৃতান্ত্রিক
উত্তর: ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.ঘ, ২৩.ঘ ২৪.গ ২৫.খ, ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.ঘ ৩১.খ।
