Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

রসায়ন

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

পদার্থের অবস্থা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৩। যৌগের আণবিক ভর কম হলে ব্যাপন হার কেমন হয়? উত্তর : বেশি

২৪। ব্যাপন কাকে বলে?

উত্তর : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

২৫। বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কেমন হয়?

উত্তর : কমে যায়

২৬। নিঃসরণ কাকে বলে?

উত্তর : সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।

২৭। ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?

উত্তর : ব্যাপন

২৮। বিউটেনের ভর ও ঘনত্ব প্রোপেনের চেয়ে কম হলে, কোনটির নিঃসরণ হার বেশি? উত্তর : বিউটেন

২৯। সিএনজি বলতে কোন গ্যাসকে বোঝায়?

উত্তর : মিথেন

৩০। পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করে? উত্তর : বেগুনি

৩১। ময়লার দুর্গন্ধ কোন প্রক্রিয়ায় ছড়ায়? উত্তর : ব্যাপন

৩২। সিএনজি গ্যাসের প্রধান উপাদান কী? উত্তর : CH₄

৩৩। পানিতে চিনির মিশ্রণ কীসের উদাহরণ?

উত্তর : ব্যাপনের

৩৪। যানবাহনের জ্বালানি হিসাবে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তর : মিথেন

৩৫। বাসাবাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তর : মিথেন গ্যাস

৩৬। ব্যাপন ও নিঃসরণ কিসের ওপর নির্ভরশীল?

উত্তর : ভর ও ঘনত্বের ওপর

৩৭। সিএনজি কী? উত্তর : সংকুচিত প্রাকৃতিক গ্যাস

৩৮। বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে কী ঘটবে? উত্তর : চাপ বাড়বে

৩৯। হাসপাতালে ব্যবহারের জন্য যে গ্যাস সিলিন্ডারে ব্যবহার করা হয় তার নাম কী?

উত্তর : O₂

৪০। কোন প্রক্রিয়ায় গ্যাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়? উত্তর : নিঃসরণ

৪১। পাকা কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়া কিসের উদাহরণ?

উত্তর : ব্যাপন ও নিঃসরণের

৪২। মোমে কার্বনের সঙ্গে কোন মৌল থাকে?

উত্তর : হাইড্রোজেন

৪৩। গ্যাস বেলুনে চাপ বেশি থাকে কোথায়?

উত্তর : বেলুনের ভেতরে

৪৪। মোমের জ্বলনের সময় যে বিক্রিয়া ঘটে তা লিখ।

উত্তর : মোম + O₂ → CO₂ + H₂O + তাপ + আলো

৪৫। মোম কোন ধরনের পদার্থ? উত্তর : হাইড্রোকার্বন

৪৬। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের আণবিক ভর কত? উত্তর : 16

৪৭। চিনি ও পানির দ্রবণ কোন ধরনের পরিবর্তন?

উত্তর : ভৌত পরিবর্তন

৪৮। স্বাভাবিক চাপের মান কত? উত্তর : 1 atm

৪৯। মোমবাতির জ্বলন বা দহন কোন ধরনের পরিবর্তন?

উত্তর : ভৌত ও রাসায়নিক পরিবর্তন

৫০। পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগার কারণ কী?

উত্তর : কারণ পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম

৫১। মোমের দহনের ফলে কী উৎপন্ন হয়?

উত্তর : কার্বন ডাইঅক্সাইড ও পানি

৫২। স্ফুটনাঙ্ক কাকে বলে?

উত্তর : যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে।

৫৩। কত তাপমাত্রায় পানি ফোটে?

উত্তর : 100°C

৫৪। কত তাপমাত্রায় বরফ পানিতে রূপান্তরিত হয়?

উত্তর : 0°C

৫৫। গলনাঙ্ক কাকে বলে?

উত্তর : এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে।

৫৬। কোন যন্ত্রের সাহায্যে গলনাঙ্ক মাপা হয়?

উত্তর : থার্মোমিটারের সাহায্যে

৫৭। কোনো পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কী?

উত্তর : ভৌত ধর্ম

৫৮। কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হওয়াকে কী বলে?

উত্তর : ঊর্ধ্বপাতন

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা

সৃজনশীল নৈর্ব্যক্তিক

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২২। বাংলাদেশে কোন ধরনের পরিবার দেখা যায় না?

ক) একপত্নীক খ) বহুপত্নীক

গ) একপতি ঘ) বহুপতি

২৩। পরিবার সাধারণত যেসব কাজ সম্পাদন করে-

i) জৈবিক কাজ ii) অর্থনৈতিক কাজ iii) মনস্তাত্ত্বিক কাজ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii

২৪। সন্তান জন্মদান, লালন পালন পরিবারের কী ধরনের কাজ?

ক) জৈবিক কাজ খ) অর্থনৈতিক কাজ গ) শিক্ষামূলক কাজ ঘ) রাজনৈতিককাজ

২৫। শিশুর জীবনের প্রথম পাঠশালা কোনটি?

ক) প্রাথমিক বিদ্যালয় খ) কিন্ডারগার্টেন

গ) পরিবার ঘ) খেলার মাঠ

২৬। পরিবারের অভিভাবকের ভূমিকা পালন করেন কে?

i) মা-বাবা ii) নানা-নানি iii) বড় ভাইবোন

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) ii ও iii

২৭। সমাজের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি

২৮। যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’-কার উক্তি?

ক) টলস্টয় খ) জন লক

গ) অ্যারিস্টটল ঘ) সক্রেটিস

২৯। কোনটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান?

ক) রাষ্ট্র খ) সমাজ গ) পরিবার ঘ) বিদ্যালয়

৩০। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে কয়টি রাষ্ট্র রয়েছে?

ক) প্রায় ১০০টি খ) প্রায় ১৫০টি

গ) প্রায় ২০০টি ঘ) প্রায় ২৫০টি

৩১। অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায়?

ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি

৩২। কোনটি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান?

i) জনসমষ্টি ii) খনিজসম্পদ iii) সার্বভৌমত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৩। কোনটি একটি বিমূর্ত ধারণা?

ক) সরকার খ) রাষ্ট্র গ) জনগণ ঘ) ভূ-খণ্ড

৩৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক) ২০১০ খ) ২০১২ গ) ২০১৫ ঘ) ২০১৭

৩৫। বাংলাদেশের চেয়ে রাষ্ট্রের ক্ষেত্রফল বড় কোনটির?

i) গণচীন ii) ভারত iii) কানাডা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii

৩৬। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?

ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

৩৭। বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?

ক) সংসদীয় সরকার

খ) রাষ্ট্রপতিশাসিত সরকার

গ) এক নায়কতান্ত্রিক সরকার

গ) রাজতান্ত্রিক সরকার

৩৮। সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে?

ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুইটি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯-৪০ নং প্রশ্নের উত্তর দাও:

নুরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। এ কাজে তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করেন।

৩৯। নুরজাহান বেগমের কাজটি পরিবারের কোন ধরনের কাজ?

ক) শিক্ষামূলক খ) বিনোদনমূলক গ) অর্থনৈতিক ঘ) মনস্তাত্ত্বিক

৪০। নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রোযোজ্য?

ক) শুধু নিজের সচ্ছলতা বৃদ্ধি করা খ) তার গ্রামের মানুষকে কর্মক্ষম করে তোলা

গ) বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে

ঘ) আত্মকর্মসংস্থান সৃষ্টি করে

উত্তর : ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.গ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ ।

নবম-দশম শ্রেণি শিক্ষার্থীদের পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম