Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

ছবি: সংগৃহীত

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

শব্দ ও পদ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৩১. নিচের কোনটি ক্লীবলিঙ্গ?

ক. নদ খ. নদী গ. শিশু √ঘ. পানি

২৩২. নিচের কোনগুলো ক্লীবলিঙ্গের উদাহরণ?

ক. আকাশ, পানি, মানুষ খ. শিশু, সন্তান, ডাক্তার

√গ. ফুল, পানি, আকাশ ঘ. ডাক্তার, বাছুর, ঘর

২৩৩. আ-প্রত্যয়যোগে স্ত্রী লিঙ্গ করা যায় কোনটির?

√ক. কোকিল খ. পাচক গ. তরুণ ঘ. চাকর

২৩৪. আ-প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ কোনগুলো?

ক. দ্বিতীয়, অনাথ খ. নবীন, কাঙাল

গ. প্রবীণ, মাতুল √ঘ. চতুর, মহাশয়

২৩৫. শব্দের শেষে ক বা অক থাকলে আ-প্রত্যয়যোগে কীভাবে স্ত্রী লিঙ্গ করা যায়?

ক. ক-এর আগে আ-কার বসিয়ে

√খ. ক-এর আগে ই-কার বসিয়ে

গ. ক-এর পর আ-কার বসিয়ে

ঘ. ক-এর আগে ঈ-কার বসিয়ে

২৩৬. ‘সুন্দর’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

√ক. সুন্দরী খ. সুন্দরিনী গ. সুন্দরী ঘ. সুন্দরিণী

২৩৭. ‘পাচক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. পাচকা √খ. পাচিকা গ. পাচকিনী ঘ. পাচকী

২৩৮. ‘পাগল’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. পাগলা খ. পাগলনী √গ. পাগলী ঘ. পাগলামি

২৩৯. নী-প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায় কোনটি?

ক. তরুণ খ. কুমার গ. চতুর √ঘ. মজুর

২৪০. আনী-প্রত্যয় যোগ করে কোনটির স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়?

ক. মজুর √খ. ঠাকুর গ. ধোপা ঘ. কপোত

২৪১. ইনী-প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দে পরিণত করা যায় কোনগুলো?

√ক. অনাথ, সুকেশ খ. চাকর, কাঙাল

গ. মাতুল, গোয়ালা ঘ. মেথর, গোয়ালা

২৪২. ভিন্ন শব্দ দিয়ে লিঙ্গান্তর করতে হয় কোনটি?

ক. চাচা √খ. কর্তা গ. কাঙাল ঘ. নিপুণ

২৪৩. ভিন্ন শব্দ দিয়ে লিঙ্গান্তর করতে হয় কোনটি?

√ক. গোলাম, বাদশা খ. বর, নাগ

গ. দেবর, নদ ঘ. সাহেব সরল

২৪৪. ভিন্ন শব্দ দিয়ে লিঙ্গান্তর করতে হয় কোনটি?

ক. নাগ খ. মাতুল গ. কপোত √ঘ. পতি

২৪৫. স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় কোনটি?

ক. প্রথম খ. মাননীয় √গ. কবি ঘ. পতি

২৪৬. কোন শব্দে স্ত্রীলিঙ্গে দুই রূপ থাকে?

ক. কবি খ. শিল্পী গ. প্রভু √ঘ. ভাগনে

২৪৭. কোন শব্দে স্ত্রীলিঙ্গ দুই রকম রূপ থাকে?

ক. পুলিশ খ. ডাক্তার গ. অঙ্গনা √ঘ. নাতি

২৪্য৮. কোন শব্দের স্ত্রীলিঙ্গের কোনো রূপ নেই?

ক. সাহেব খ. গোলাম √গ. বিধবা ঘ. ডাইনী

২৪৯. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক. এয়ো খ. প্রভু গ. শিল্পী √ঘ. মৃতদার

২৫০. নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক?

√ক. পুরোহিত খ. রূপসী গ. মাতুল ঘ. কনিষ্ঠ

২৫১. নিচের কোন শব্দটি নিত্য স্ত্রীবাচক?

ক. স্ত্রৈণ খ. ঢাকী √গ. অঙ্গনা ঘ. প্রভু

২৫২. নিচের কোন শব্দগুলো নিত্য স্ত্রীবাচক?

√ক. রূপসী, বিমাতা, সধবা, ডাইনী

খ. বিমাতা, মৃতদার, ডাইনী, কবি

গ. মৃতদার, সধবা, ডাইনী, কবি

ঘ. রূপসী, বিমাতা, ডাইনী, শিল্পী

অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের বাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম