নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান * পৌরনীতি ও নাগরিকতা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১৩ মে ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
বল
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৪। পিছলানো ঘর্ষণের অপর নাম কী?
উত্তর : বিসর্প ঘর্ষণ
৬৫। সাইকেলের চাকার গতি কোন ঘর্ষণের উদাহরণ? উত্তর : আবর্ত ঘর্ষণ
৬৬। বায়ুর বাধা কোন বলের বিপরীতে কাজ করে?
উত্তর : অভিকর্ষ বল
৬৭। নৌকা চালানোতে কোন ধরনের ঘর্ষণ কাজ করে? উত্তর : প্রবাহী
৬৮। গাড়ির গতির জন্য কী খুব গুরুত্বপূর্ণ?
উত্তর : ঘর্ষণ
৬৯। টায়ার ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল নির্ভর করে কোনটির ওপর?
উত্তর : গাড়ির ওজন।
৭০। রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
উত্তর : ঘর্ষণ বল কম হবে।
৭১। ব্রেকের ভূমিকা কী? উত্তর : ঘর্ষণ বৃদ্ধি।
৭২। ভরবেগ কিসের ওপর নির্ভর করে?
উত্তর : ভর ও বেগ।
৭৩। একটি সুকৌশল আবিষ্কার কী?
উত্তর : চাকা।
৭৪। চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে?
উত্তর : ঘর্ষণ বল।
৭৫। ভরবেগের সঙ্গে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
উত্তর : ২য় সূত্র।
৭৬। লুব্রিকেন্ট কিসে ব্যবহার করা হয়?
উত্তর : তালায়।
৭৭। বল-বেয়ারিং কিসের তৈরি?
উত্তর : ইস্পাতের।
৭৯। ঘর্ষণ কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৭৯। সংঘর্ষের সময় কোন বল কাজ করে?
উত্তর : ক্রিয়া-প্রতিক্রিয়া বল।
৮০। ঘরবাড়ি, দালানকোঠা নির্মাণ সম্ভব হয় কিসের জন্য? উত্তর : ঘর্ষণ।
৮১। জ্বালানি শক্তির অপচয় হয় কিসের জন্য?
উত্তর : ঘর্ষণ।
৮২। ৫ শম ভরের একটি বস্তুর বেগ ১০ সং-১হলে এর ভরবেগ কত?
উত্তর : ৫০ শম সং-১
৮৩। ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর : তাপ।
৮৪। প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কোনটি পাওয়া যায়?
উত্তর : বলের ঘাত।
৮৫। রাস্তা যত বেশি মসৃণ হবে কোন বলের মান তত কম হবে? উত্তর : ঘর্ষণ বল।
৮৬। কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
উত্তর : ভর।
৮৭। দুর্বল নিউক্লীয় বল আবিষ্কার করেন কে?
উত্তর : আবদুস সালাম।
৮৮। নিউটনের প্রথম সূত্র থেকে কী কী বিষয়ের ধারণা পাওয়া যায়?
উত্তর : বল ও জড়তা।
৮৯। সংরক্ষণশীল বল কী?
উত্তর : অভিকর্ষ বল।
৯০। আমরা যখন মাটির ওপর দিয়ে দৌড়াই তখন কোনটির কারণে সামনে এগিয়ে যেতে পারি?
উত্তর : প্রতিক্রিয়া বল।
৯১। ঘর্ষণ কী?
উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাধাকে ঘর্ষণ বলে।
৯২। সাম্য বল কাকে বলে?
উত্তর : কোন বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে।
৯৩। বল কাকে বলে?
উত্তর : যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
৯৪। জড়তা কী?
উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে।
৯৫। স্পর্শ বল কী?
উত্তর : যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক
গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
আইন, স্বাধীনতা ও সাম্য
১। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সে জন্য কী করে?
ক) আইন প্রণয়ন করে
খ) খাদ্য ভাণ্ডার তৈরি করে গ) সামাজিক সুরক্ষা করে ঘ) ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে।
২। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব?
ক) অর্থ খ) বিদ্যা গ) আইন ঘ) ভ্রাতৃত্ব
৩। আইনের শাসনের মূলকথা কোনটি?
ক) দায়িত্ববোধ খ) কর্তব্যবোধ গ) আইনের দৃষ্টিতে সবাই সমান ঘ) আইন ক্ষমতাবানদের জন্য হাতিয়ার
৪। আইন মানুষের কোনটি নিয়ন্ত্রণ করে?
ক) পারিবারিক বিধি খ) পোশাক পরিচ্ছদ
গ) ধর্ম-কর্ম ঘ) বাহ্যিক আচরণ
৫। আইন প্রণয়ন করা হয় কেন?
ক) মানুষের অসুবিধার জন্য খ) মানুষের সুবিধার জন্য গ) মানুষের মঙ্গলের জন্য ঘ) মানুষের অমঙ্গলের জন্য
৬। আইন ভঙ্গকারীর জন্য কী রয়েছে?
ক) পুরস্কার খ) শাস্তির বিধান গ) তিরস্কার ঘ) জেলখানা
৭। আইন ব্যক্তির কী হিসেবে কাজ করে?
ক) রক্ষক খ) ভক্ষক গ) সহকারী ঘ) সহযোগী
৮। সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৯। আইনের দ্বারা কার সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা যায়?
i) ব্যক্তির সঙ্গে ব্যক্তির
ii) ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের
iii) রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। আইন কী ধরনের?
ক) স্বল্পজনীন খ) সর্বজনীন গ) আন্তর্জাতিক ঘ) ধর্মভিত্তিক
১১। কোনটি আইনের মৌলিক বৈশিষ্ট্য
i) বিধিবদ্ধ নিয়মাবলি
ii) রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি
iii) ব্যক্তি স্বাধীনতার রক্ষক
নিচের কোনটি সঠিক ?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। কোনটি সরকারি আইনের আওতাভুক্ত?
ক) প্রশাসনিক আইন খ) ব্যক্তিগত আইন গ) আন্তর্জাতিক আইন ঘ) ধর্মনিরপেক্ষ আইন
১৩। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষায় যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে?
ক) বেসরকারি আইন খ) সরকারি আইন গ) সামরিক আইন ঘ) সাংবিধানিক আইন
১৪। রাষ্ট্রের শাসন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ণন্ত্রণের জন্য কী ধরনের আইন প্রণয়ন করা হয়?
ক) সাংবিধানিক আইন খ) প্রশাসনিক আইন গ) ফৌজদারি আইন ঘ) বেসরকারি আইন
১৫। দীর্ঘকাল ধরে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে?
ক) রীতি খ) প্রথা গ) কৃষ্টি ঘ) আইন
১৬। ‘ল অব দ্য কনস্টিটিউশন’ গ্রন্থটির প্রণেতা কে?
ক) ব্লাকস্টোন খ) অধ্যাপক ডাইসি গ) এরিস্টোটল ঘ) কার্নেগি
১৭। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
ক) আইনসভা খ) মন্ত্রিসভা গ) পঞ্চায়েতসভা ঘ) গ্রাম্য সালিশি
১৮। আইনের চোখে সবাই কেমন?
ক) ছোট খ) বড় গ) সমান ঘ) অসম
১৯। আইনের শাসনের দ্বারা শাসক ও শাসিতের মধ্যে-
ক) সম্পর্কের দূরত্ব তৈরি হয়
খ) সুসম্পর্ক তৈরি হয়
গ) সম্পর্ক নষ্ট হয় ঘ) কিছুই হয়না
২০। আইন না থাকলে সমাজে কী সৃষ্টি হয়?
ক) অরাজকতা খ) সাম্য গ) সুশৃংখলতা ঘ) ঝগড়া
উত্তর : ১.ক, ২.গ, ৩.গ, ৪.ঘ, ৫.গ, ৬.খ, ৭.ক, ৮.খ, ৯.ঘ, ১০.খ, ১১.ঘ, ১২.ক, ১৩.ক, ১৪.খ, ১৫.খ, ১৬.খ, ১৭.ক, ১৮.গ, ১৯.খ ২০.ক।
