পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল সোনারগাঁ
রাষ্ট্র ও সরকারব্যবস্থা
সৃজনশীল নৈর্ব্যক্তিক
১। রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
ক) রাজনৈতিক প্রতিষ্ঠান
খ) আদর্শিক প্রতিষ্ঠান
গ) সামাজিক প্রতিষ্ঠান
ঘ) ধর্মীয় প্রতিষ্ঠান।
২। অনেক সময় কোন দুটি সমার্থক হিসাবে ব্যবহার করা হয়?
ক) রাষ্ট্র ও জনগণ
খ) রাষ্ট্র ও সরকার
গ) জনসংখ্যা ও ভূখণ্ড ঘ) সরকার ও সার্বভৌমত্ব
৩। কোনটি একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান?
ক) পরিবার খ) সমাজ
গ) রাষ্ট্র ঘ) বিদ্যালয়
৪। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৫। কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র?
ক) জাপান খ) যুক্তরাষ্ট্র গ) ভারত ঘ) চীন
৬। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ৫ ভাগে খ) ৪ ভাগে গ) ৩ ভাগে ঘ) ২ ভাগে
৭। কিউবা কী ধরনের রাষ্ট্র?
ক) পুঁজিবাদী রাষ্ট্র
খ) সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ) গণতান্ত্রিক রাষ্ট্র
ঘ) একনায়কতান্ত্রিক রাষ্ট্র
৮। সরকার গঠনের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৯। কোনটি গণতান্ত্রিক রাষ্ট্র?
i) বাংলাদেশ ii) ভারত iii) যুক্তরাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। কোন শাসন ব্যবস্থায় ঘনঘন সরকার পরিবর্তন হয়?
ক) একনায়কতন্ত্রে খ) গণতন্ত্রে গ) সমাজতন্ত্রে ঘ) রাজতন্ত্রে
১১। কোনটি গণতন্ত্রের গুণ-
i) দলীয় শাসনব্যবস্থা
ii) নাগরিকের মর্যাদা বৃদ্ধি
iii) বিপ্লবের সম্ভাবনা কম
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় ধরনের?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৩। কোনটি এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা?
ক) একনায়কতন্ত্র খ) গণতন্ত্র গ) সমাজতন্ত্র ঘ) প্রজাতন্ত্র
১৪। কোনটি একনায়কতন্ত্রের আদর্শ?
ক) এক জাতি, এক দেশ, বহু নেতা খ) এক জাতি, এক দেশ, এক নেতা গ) বহু দল, এক নেতা
ঘ) এক দেশ, অনেক নেতা
১৫। কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ভারত ঘ) বাংলাদেশ
১৬। এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ কোনটি?
ক) চীন খ) সৌদি আরব গ) বাংলাদেশ ঘ) কিউবা
১৭। যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল মিলে একটি রাষ্ট্র গঠন করে, তাকে কী বলে?
ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) সংযুক্ত দেশ ঘ) প্রদেশ
১৮। কোন দেশটিতে নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান রয়েছে?
ক) জাপান খ) ব্রিটেন
গ) চীন ঘ) সৌদি আরব
১৯। রাজতন্ত্র কয় ধরনের?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২০। আমেরিকা একটি কী ধরনের রাষ্ট্র?
ক) অগণতান্ত্রিক রাষ্ট্র
খ) গণতান্ত্রিক রাষ্ট্র
গ) একনায়কতান্ত্রিক রাষ্ট্র
ঘ) রাজতান্ত্রিক রাষ্ট্র
২১। কোনটি সংসদীয় সরকারের গুণ?
ক) অতি দলীয় মনোভাব
খ) ক্ষমতার বিভাজন
গ) সমালোচনার সুযোগ
ঘ) স্থিতিশীলতার অভাব
২২। আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের কয়টি রূপ রয়েছে?
ক) পাঁচটি খ) চারটি
গ) তিনটি ঘ) দুইটি
২৩। সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে কোন দেশে?
i) ভারত ii) বাংলাদেশ iii) অস্ট্রেলিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৪। গণতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা?
ক) কঠোর খ) জটিল
গ) নমনীয় ঘ) অসহনীয়
২৫। ডিকটেটর অর্থ কী?
ক) ব√ নায়ক খ) অনেক নেতা গ) একনায়ক ঘ) এককেন্দ্রিক
উত্তর : ১.ক ২.খ ৩.গ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.খ ২১.গ ২২.ঘ ২৩.ঘ ২৪.গ ২৫.গ।
