৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (১৫)
বাংলাদেশ বিষয়াবলি
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. দেশে সরকারি ইপিজেড কতটি?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১১টি
২. কোনটি বেসরকারি ইপিজেড?
ক. কুমিল্লা ইপিজেড খ. ঈশ্বরদী ইপিজেড
গ. কোরিয়ান ইপিজেড ঘ. কর্ণফুলী ইপিজেড
৩. ECNEC-এর সভাপতি কে?
ক. প্রধানমন্ত্রী খ. অর্থমন্ত্রী
গ. পরিকল্পনামন্ত্রী ঘ. পররাষ্ট্রমন্ত্রী
৪. পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে-
ক. ট্যারিফ কশিন খ. পরিকল্পনা কমিশন
গ. নির্বাচন কমিশন ঘ. অর্থ মন্ত্রণালয়
৫. সংসদে কোরামের জন্য কতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন?
ক. ৫২ খ. ৬০ গ. ৪০ ঘ. ৫০
৬. কোন জেলায় একটি সংসদীয় আসন রয়েছে?
ক. কক্সবাজার খ. রাঙামাটি
গ. মানিকগঞ্জ ঘ. নাটোর
৭. বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কততম রাষ্ট্রপতি?
ক. ২০ খ. ২১ গ. ২২ ঘ. ২৩
৮. বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তিত হয় কবে?
ক. ১৯৯০ সালে খ. ১৯৯১ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৯৩ সালে
৯. কোনটি প্রত্যক্ষ কর?
ক. ভূমি কর খ. মূল্য সংযোজন কর
গ. আবগারি শুল্ক ঘ. বাণিজ্য শুল্ক
১০. ‘ট্যাক্স হলিডে’ কী?
ক. ট্যাক্স জমা দেওয়ার শেষ দিন
খ. শিল্পকে উৎসাহিত করতে সাময়িকভাবে মওকুফকৃত ট্যাক্স
গ. ট্যাক্স জমা দেওয়ার জন্য সরকারি ছুটির দিন
ঘ. ট্যাক্সের ওপর নির্মিত চলচ্চিত্র
১১. কুমিল্লা BARD-এর প্রতিষ্ঠাতা কে?
ক. আখতার হামিদ খান খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম ঘ. মনসুর আলী
১২. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মোট অভীষ্ট কয়টি?
ক. ৮টি খ. ১৫টি
গ. ১৭টি ঘ. ২১টি
১৩. বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে কোন দেশে?
ক. ভারত খ. ডেনমার্ক
খ. নেপাল ঘ. চীন
১৪. বেনাপোল স্থলবন্দরের ভারতীয় অংশের নাম কী?
ক. পেট্রাপোল খ. পলইন্ডিয়া
গ. জমিন এ হিন্দুস্তান ঘ. এলওসি
১৫. বাংলাদেশে বিশ্ববাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. নারায়ণগঞ্জ ঘ. সিলেট
১৬. বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
ক. ইসরায়েল খ. ক্যামেরুন
গ. তাইওয়ান ঘ. আফগানিস্তান
১৭. বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাস নিযুক্ত ব্যক্তিকে কী বলে?
ক. ফাইন্যান্সিয়াল কাউন্সিলর
খ. ইকোনমিক কাউন্সিলর
গ. কূটনৈতিক
ঘ. অর্থনৈতিক উপদেষ্টা
১৮. বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কতটি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১৯. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৬৮ খ. ১৯৮৫
গ. ১৯৭১ ঘ. ১৯৫২
২০. হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংকের বর্তমান নাম কী?
ক. সোনালী ব্যাংক খ. রূপালী ব্যাংক
গ. অগ্রণী ব্যাংক ঘ. পূবালী ব্যাংক
উত্তর : ১খ ২গ ৩ক ৪খ ৫খ ৬খ ৭খ ৮খ ৯ক ১০খ ১১ক ১২গ ১৩খ ১৪ক ১৫খ ১৬গ ১৭খ ১৮খ ১৯গ ২০গ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
