Logo
Logo
×

টিউটোরিয়াল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস

১. ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি বাংলায় কখন মুসলিম শাসনের সূচনা করেন?

ক. দশম শতকের শুরুতে

খ. একাদশ শতকের শুরুতে

গ. দ্বাদশ শতকের শুরুতে

ঘ. এয়োদশ শতকের শুরুতে

২. কখন ইখতিয়ারউদ্দিন মুহম্মদ-বিন-বখতিয়ার খলজি গজনিতে আসেন?

ক. ১১৯৪ খ্রি: খ. ১১৯৫ খ্রি:

গ. ১১৯৬ খ্রি: ঘ. ১১৯৭ খ্রি:

৩. গজনিতে ব্যর্থ হয়ে বখতিয়ার কার দরবারে উপস্থিত হন?

ক. কুতুবউদ্দিন আইবেকের

খ. হিজবরউদ্দিনের

গ. ধর্মপালের ঘ. সোজাউদ্দিনের

৪. দিল্লিতে চাকরি পেতে ব্যর্থ হয়ে বখতিয়ার কোথায় যান?

ক. তুর্কিতে খ. গজনিতে

গ. বদাউনে ঘ. মির্জাপুরে

৫. বখতিয়ার কোন বৌদ্ধবিহার জয় করেন?

ক. ওদস্ত বিহার খ. ওদন্দ বিহার

গ. উত্তর বিহার ঘ. দক্ষিণ বিহার

৬. বখতিয়ার নদীয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলে তার সঙ্গে কত জন অশ্বারোহী সৈনিক ছিল?

ক. ১৫-১৬ জন খ. ১৭-১৮ জন

গ. ১৮-১৯ জন ঘ. ১৯-২০ জন

৭. বখতিয়ার কখন নদীয়া আক্রমণ করেন?

ক. ভোর বেলা খ. দুপুর বেলা

গ. বিকাল বেলা ঘ. সন্ধ্যা বেলা

৮. নদীয়া ত্যাগ করে বখতিয়ার কোথায় রাজধানী স্থাপন করেন?

ক. লক্ষণাবর্তী খ. ভাগবত

গ. ভিউলি ঘ. মির্জাপুর

৯. গৌড় বিজয়ের পর বখতিয়ার কোথায় অভিযানে বের হন?

ক. ভাগবতে খ. তিব্বতে

গ. মির্জাপুরে ঘ. বদাউনে

১০. তিব্বতের অভিযান ব্যর্থ হলে বখতিয়ার কোথায় ফিরে আসেন?

ক. নদীয়ায় খ. দেবকোটে

গ. ভিউলি ঘ. ওদন্দে

১১. বখতিয়ারের শাসনের পর বাংলা মুসলমানদের অধীনে কত বছর শাসিত হয়েছিল?

ক. প্রায় ৫৫০ বছর খ. প্রায় ৫৬০ বছর

গ. প্রায় ৫৭০ বছর ঘ. প্রায় ৫৮০ বছর

১২. বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?

ক. গিয়াসউদ্দিন খ. বখতিয়ার খলজি

গ. কুতুবউদ্দিন ঘ. ইউজ খলজি

১৩. হুসামউদ্দিন কখন দেবকোটের শাসনকর্তার দ্বায়িত্ব গ্রহণ করেন?

ক. ১২০৫ খ্রিষ্টাব্দে খ. ১২০৬ খ্রিষ্টাব্দে

গ. ১২০৭ খ্রিষ্টাব্দে ঘ. ১২০৮ খ্রিষ্টাব্দে

১৪. ইওয়াজ খলজির বাংলায় শাসনের স্থায়িত্ব ছিল-

ক. ১২ বছর খ. ১৩ বছর

গ. ১৪ বছর ঘ. ১৫ বছর

১৫. কে বাংলার রাজধানী দেবকোট থেকে গৌড় স্থানান্তর করেন?

ক. ইওজ খলজি

খ. বখতিয়ার খলজি

গ. হুসামউদ্দিন ঘ. জিয়াউদ্দিন

১৬. ইলতুৎমিশের পুত্রের নাম কি?

ক. আলাউদ্দিন খ. নাসিরউদ্দিন

গ. ইওজ ঘ. জিয়াউদ্দিন

১৭. ১২৮৭ খ্রি. পর্যন্ত কতজন শাসনকর্তা বাংলা শাসন করেন?

ক. ১২ জন খ. ১৩ জন

গ. ১৪ জন ঘ. ১৫ জন

১৮. দাসদের কি বলা হয়?

ক. মামলুক খ. চাকর

গ. কর্মচারী ঘ. কৃতনর

১৯. ষাট বছরের শাসনে ১৫ জন শাসক কোন দেশের?

ক. ভারতের খ. বার্মার

গ. তুর্কির ঘ. শ্রিলংকার

২০. বাংলার প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন-

ক. নাসিরউদ্দিন মাহমুদ

খ. ইলতুত মিশ

গ. বখতিয়ার ঘ. গিয়াসউদ্দিন

২১. কে নয় বছর বাংলার শাসনকর্তা ছিলেন?

ক. মাহমুদ খ. তুঘান খান

গ. আওর ঘ. গিয়াসউদ্দিন

২২. ১২৪৭-১২৫১ খ্রি. পর্যন্ত বাংলা শাসন করেন-

ক. জালালউদ্দিন মাসুদ জানি

খ. জালালউদ্দিন

গ. মুঘিসউদ্দিন ঘ. নাসিরউদ্দিন

২৩. আরসালান খানের পর বাংলার শাসনকর্তা কে ছিলেন?

ক. মুঘিসউদ্দিন খ. তাতার খান

গ. তাজউদ্দিন ঘ. মাসুদ জানি

২৪. কে সোনারগাঁওয়ের নিকট নারকিল্লা নামে একটি দুর্গ নির্মাণ করেন?

ক. তুঘরিল খ. তাতার খান

গ. মুসাউদ্দিন ঘ. মাসুদ জানি

২৫. কার হাতে তুঘরিল নিহত হন?

ক. মাসুদ জানির খ. বলবনের

গ. তাতার খানের ঘ. আরসালানের

২৬. কায়কোবাদের পিতার নাম কি?

ক. বুঘরা খান খ. মাসুদ খান

গ. তাতার খান ঘ. নাসির খান

২৭. ফিরোজ শাহের মৃত্যু হলে বাংলার শাসক হন-

ক. তাতার খান

খ. গিয়াসউদ্দিন বাহাদুর শাহ

গ. আমানত শাহ ঘ. মাহমুদ শাহ

২৮. কখন বাহরাম খানের মৃত্যু হয়?

ক. ১৩৩৮ খ্রি. খ. ১৩৩৯ খ্রি.

গ. ১৩৪০ খ্রি. ঘ. ১৩৪১ খ্রি.

উত্তর : ১.ঘ ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.ক।

বাংলাদেশের ইতিহাস বিশ্বসভ্যতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম