Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

Icon

মুহাম্মদ আবু মুছা

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

ফাইল ছবি

প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

প্রথমপত্র

হজরত মুহাম্মদ (সা.)

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৭। ওহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

ক) ৭০০ খ) ১০০০ গ) ১৩০০ ঘ) ১৫০০

৮৮। মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি?

ক) বদর যুদ্ধ খ) ওহুদের যুদ্ধ

গ) খন্দক যুদ্ধ ঘ) মুতার যুদ্ধ

৮৯। ইসলামি জীবন দর্শনের মৌল উৎস কী?

ক) কুরআন খ) সুন্নাহ গ) ইজমা ঘ) কিয়াস

৯০। মদিনায় হিজরত করে মহানবি (সা.) একটি শ্রেষ্ঠ রাষ্ট্র গঠনের জন্য প্রবর্তন করেন?

ক) ম্যাগনাকার্টা খ) সন্ধি

গ) মদিনা সনদ ঘ) দলনেতা

৯১। যে মেয়াদে হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছিল?

ক) এগারো বছর খ) দশ বছর

গ) তেরো বছর ঘ) বারো বছর

৯২। তোমার সামনে দুপক্ষ বিবাদে লিপ্ত হয়েছে। এমতাবস্থায় তোমার করণীয়-

ক) বিবাদের অবস্থান জানা খ) বিবাদ মীমাংসা করা

গ) নীরব থাকা ঘ) দুপক্ষকে তাড়িয়ে দেওয়া

৯৩। কোন নবির মাধ্যমে খিলাফত পূর্ণতা লাভ করে?

ক) হজরত মুসা (আ.) খ) হজরত ঈসা (আ.)

গ) হজরত মুহাম্মদ (সা.) ঘ) হজরত হারুন (আ.)

৯৪। হিলফুল ফুযুল গঠিত হয় কত খ্রিষ্টাব্দে?

ক) ৫৯৪ খ্রিষ্টাব্দে খ) ৫৯৫ খ্রিষ্টাব্দে

গ) ৫৯৬ খ্রিষ্টাব্দে ঘ) ৫৯৭ খ্রিষ্টাব্দে

৯৫। আকাবার প্রথম শপথ কত খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়?

ক) ৬২০ খ্রিষ্টাব্দে খ) ৬২১ খ্রিষ্টাব্দে

গ) ৬২২ খ্রিষ্টাব্দে ঘ) ৬২৩ খ্রিষ্টাব্দে

৯৬। হিজরতকালে মহানবি (সা.) কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন?

ক) হেরা পর্বতের গুহায় খ) সাওর পর্বতের গুহায়

গ) গিরি গুহায় ঘ) হেরা গুহায়

৯৭। হুদায়বিয়ার সন্ধি চুক্তি কত বছরের জন্য করা হয়েছিল?

ক) ১০ বছরের জন্য খ) ১১ বছরের জন্য

গ) ১২ বছরের জন্য ঘ) ১৩ বছরের জন্য

৯৮। হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওতের ১০০ বছরের মাথায় মুসলিম বীরগণ গোটা পৃথিবীর অর্ধেকের ওপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে। এ বিজয়ের সূচনা ছিল কোনটি?

ক) বদরের যুদ্ধ খ) ওহুদের যুদ্ধ

গ) হুদায়বিয়ার সন্ধি ঘ) মক্কা বিজয়

৯৯। কোন যুদ্ধে তিনজন সেনাপতি শাহাদাতবরণ করেন?

ক) বদরের যুদ্ধে খ) ওহুদের যুদ্ধে

গ) খন্দকের যুদ্ধে ঘ) মুতার যুদ্ধে

১০০। প্রত্যেক সংগতিসম্পন্ন মুসলমানদের দরিদ্রের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে প্রদান করা উচিত-

ক) সাদকা খ) উশষর গ) জাকাত ঘ) উশূর

১০১। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর কোন সম্প্রদায় কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্র করে?

ক) আনসার খ) মোহাজের গ) খ্রিষ্টান ঘ) ইহুদি

১০২। সম্পূর্ণ পবিত্র কুরআন নাজিল হতে কত বছর সময় লাগে?

ক) ২২ খ) ২৩ গ) ২৪ ঘ) ২৫

১০৩। পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন মহাবিজয় কোনটি?

ক) মক্কা বিজয় খ) মদিনা বিজয়

গ) তায়েফ বিজয় ঘ) হুদায়বিয়া বিজয়

১০৪। আনসার ও মোহাজেরিনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল?

ক) আত্মীয়তার সম্পর্ক খ) ধর্মীয় ভ্রাতৃত্ব

গ) মহানবির আহ্বান ঘ) ব্যবসায়িক স্বার্থ

১০৫। আবিসিনিয়ায় হিজরতের ফলে-

i) মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়

ii) কুরাইশদের মনোবল বৃদ্ধি পায়

iii) চূড়ান্তভাবে হিজরতের সূচনা হয়

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii

১০৬। ওহুদের যুদ্ধে মুসলিম বাহিনী সাময়িকভাবে পরাজিত হওয়ার কারণ হলো-

i) শৃঙ্খলার অভাব

ii) নেতার আদেশ অমান্য

iii) পৌত্তলিকদের রণকৌশলের তীব্রতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তর : ৮৭ক ৮৮ক ৮৯ক ৯০গ ৯১খ ৯২খ ৯৩গ ৯৪খ ৯৫ক ৯৬খ ৯৭ক ৯৮ক ৯৯ঘ ১০০গ ১০১ঘ ১০২খ ১০৩ক ১০৪খ ১০৫ক ১০৬ঘ।

এইচএসসি ইসলামের ইতিহাস সংস্কৃতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম