Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

ছবি: সংগৃহীত

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

১. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার বাক্য কোন গুণটি হারায়?

ক. বাহুল্য √খ. যোগ্যতা

গ. আকাঙ্ক্ষা ঘ. আসক্তি

২. ‘যে নারীর হাসি পবিত্র’-তাকে এক কথায় কী বলে?

ক. সূচিস্মিতা √খ. সুচিস্মিতা

গ. শুচিস্মিতা ঘ. শূচিষ্মিতা

৩. কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে?

√ক. মাথাধরা খ. মাথাব্যথা

গ. মাথা খাওয়া ঘ. মাথা ঘামান

৪. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে-

ক. প্রযোজক খ. উত্তম পুরুষের

গ. দ্বিকর্মক √ঘ. প্রথম পুরুষের

৫. ব্যাকরণিক চিহ্ন কয়টি?

ক. ১১টি খ. ৭টি √গ. ৪টি ঘ. ৩টি

৬. ‘চশমা’ কোন ভাষার শব্দ?

ক. আরবি √খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. ওলন্দাজ

৭. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. অর্থতত্ত্বের √খ. রূপতত্ত্বের

গ. বাক্যতত্ত্বের ঘ. ধ্বনিতত্ত্বের

৮. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?

ক. ই এবং উ খ. অ এবং এ

√গ. ঐ এবং ঔ ঘ. আ এবং ও

৯. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?

ক. বিলাতি>বিলিতি খ. দেশি>দিশি

গ. বাক্য>বাইক্য √ঘ. মুলা>মুলো

১০. ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ?

√ক. রামায়ন খ. দুর্নিবার গ. নির্মাণ ঘ. দুর্নীতি

ক. ‘স’ খ. ‘শ’ √গ. ‘ষ’ ঘ. ‘ড়’

১১. কতকগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়-এর উদাহরণ কোনটি?

ক. ভাষা, কর্ষণ খ. ভাষ্য, কর্ষণ

গ. কর্ষণ, পোষণ √ঘ. ভাষা, ভাষ্য

১২. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গব+এষণা √খ. গো+এষণা

গ. গো+ষণা ঘ. গ+বেষণা

১৩. কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

ক. জেলেনী √খ. কৃষাণী গ. চাকরানী ঘ. সাপিনী

১৪. শব্দের ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?

ক. সেবিকা √খ. গীতিকা

গ. বালিকা ঘ. গায়িকা

১৫. কোন দুটি পদের বচনভেদ হয়?

ক. বিশেষ্য ও বিশেষণ খ. সর্বনাম ও ক্রিয়া

√গ. বিশেষ্য ও সর্বনাম ঘ. ক্রিয়া ও অব্যয়

১৬. পদাশ্রিত নিদের্শক সাধারণত পদের কোথায় বসে?

ক. প্রথমে খ. মাঝে

√গ. শেষে ঘ. কোথাও না

১৭. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?

ক. যৌগিক √খ. রূঢ়ি গ. দেশি ঘ. যোগরূঢ়

১৮. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?

ক. শস্য সবুজ √খ. নিপুণ কারিগর

গ. প্রথমা কন্যা ঘ. কবেকার কথা

১৯. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?

ক. পরোক্ষ কর্ম খ. প্রযোজক কর্ম

√গ. ধাত্বর্থক কর্ম ঘ. প্রযোজ্য কর্ম

২০. ‘এখন যেতে পার’-উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. তাগিদ দেওয়া অর্থে খ. অভ্যাতা অর্থে

√গ. অনুমোদন অর্থে ঘ. কার্য সমাপ্তি অর্থে

২১. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?

ক. আরবি খ. ফারসি √গ. সংস্কৃত ঘ. ইংরেজি

হিসাববিজ্ঞান

এইচ. এম. মতিউর রহমান

সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।

দু’তরফা দাখিলা পদ্ধতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৯. বিশেষ জাবেদা বহির্ভূত লেনদেন লিপিবদ্ধ হয়-প্রকৃত জাবেদায়।

৪০. হিসাবের পাকা বই বলা হয়-খতিয়ানকে।

৪১. ব্যবসায়ের কার্যক্রম অনন্তকাল ধরে চলবে-চলমান প্রতিষ্ঠান ধারণা।

৪২. হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনই হলো-হিসাব চক্র।

৪৩. লেনদেন শনাক্ত করা হয় হিসাব চক্রের-প্রথম ধাপে।

৪৪. লেনদেনগুলো আলাদা আলাদা শিরোনামে বসে -খতিয়ানে।

৪৫. প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আবশ্যক-সমন্বয় দাখিলা।

৪৬. আর্থিক বিবরণী সহজ করার জন্য প্রস্তুত করা হয় -কার্যপত্র।

৪৭. আয়, ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করা হয়-সমাপনী দাখিলার মাধ্যমে।

৪৮. হিসাব প্রক্রিয়ায় রেওয়ামিল তৈরি হয়-২ বার।

৪৯. হিসাব চক্রের শেষ ধাপ-হিসাব পরবর্তী রেওয়ামিল।

৫০. হিসাবের ধারাবাহিকতা রক্ষা করে-প্রারম্ভিক দাখিলার মাধ্যমে।

৫১. এক তরফা দাখিলা ব্যবহৃত হয়-ছোট ব্যবসায়ে।

৫২. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতি হলো-এক তরফা দাখিলা পদ্ধতি।

৫৩. প্রকৃতপক্ষে বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়-এক তরফা দাখিলা পদ্ধতি।

৫৪. হিসাব রক্ষণের আংশিক তথ্য পাওয়া যায়-এক তরফা দাখিলা থেকে।

৫৫. এক তরফা দাখিলায় গুরুত্ব দেওয়া হয় না-আয় ও ব্যয় হিসাবসমূহের।

৫৬. এক তরফা দাখিলায় লিপিবদ্ধ হয়-সম্পদ ও দায় হিসাব।

৫৭. দু-তরফা দাখিলা পদ্ধতির সুবিধা-দশটি।

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

 

১. সুবিধা ভোগের মেয়াদ দীর্ঘমেয়াদি হলে তা-মূলধন জাতীয় লেনদেন।

২. অনিয়মিত ও অপেক্ষাকৃত বড় অঙ্কের-মূলধন জাতীয় লেনদেন।

৩. মুনাফা জাতীয় লেনদেন থেকে সুবিধা পাওয়া যায় -স্বল্পমেয়াদে।

৪. নিয়মিত ও ছোট অঙ্কের লেনদেন-মুনাফা জাতীয় লেনদেন।

৫. মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন উভয়ই-২ প্রকার।

৬. ব্যবসায় প্রতিষ্ঠান চলমান-অনির্দিষ্টকালব্যাপী।

৭. নির্দিষ্ট সময় পর পর জানা প্রয়োজন-লাভ-ক্ষতি ও সার্বিক অবস্থা।

৮. লেনদেনগুলো সঠিকভাবে বিভক্তকরণের ওপর নির্ভর করে-প্রকৃত লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা জানা।

৯. লেনদেন সঠিকভাবে চিহ্নিত করলে ত্বরান্বিত হয় -হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অর্জন।

১০. ব্যবসায়ের লেনদেনগুলো বিভক্ত-২ ভাগে।

১১. অনিয়মিত, বড় অঙ্কের ও এক বছরের বেশি সময় সুবিধা দেয়-মূলধন জাতীয় প্রাপ্তি।

১২. মূলধন আনা, ঋণ নেওয়া ও স্থায়ী সম্পদ বিক্রয় -মূলধন জাতীয় প্রাপ্তি।

১৩. পুরোনো যন্ত্রপাতি বিক্রয়ের প্রাপ্ত অর্থ-মূলধন জাতীয় প্রাপ্তি।

১৪. মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ-মূলধন জাতীয় আয়।

১৫. মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের মধ্যে -পার্থক্য আছে।

১৬. মূলধন জাতীয় ব্যয়-অনিয়মিত ও বড় অঙ্কের।

এসএসসি পরীক্ষা পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম