এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
হিসাববিজ্ঞান
এইচ. এম. মতিউর রহমান
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৭. এক বছরের বেশি সময় সুবিধা দেয়-মূলধন জাতীয় ব্যয়।
১৮. স্থায়ী সম্পত্তি ক্রয় ও এ জাতীয় অন্যান্য খরচ -মূলধন জাতীয় ব্যয়।
১৯. স্থায়ী সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহণ খরচ, সংস্থাপন ব্যয়-মূলধন জাতীয় ব্যয়।
২০. যেসব ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বাড়ে তা-মূলধন জাতীয় ব্যয়।
২১. নিয়মিত আদায় ও নির্দিষ্ট সময়ে উপযোগিতা শেষ হয়-মুনাফা জাতীয় প্রাপ্তি।
২২. মুনাফা জাতীয় প্রাপ্তির একটি অংশ-মুনাফা জাতীয় আয়।
২৩. বিক্রয়, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত ভাড়া ও প্রাপ্ত কমিশন-মুনাফা জাতীয় প্রাপ্তি।
২৪. ব্যবসায়ের দৈনন্দিন কাজে নিয়মিত ব্যয়-মুনাফা জাতীয় ব্যয়।
২৫. নির্দিষ্ট সময় পর পর সংঘটিত এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়-মুনাফা জাতীয় ব্যয়।
২৬. পণ্য ক্রয়, মনিহারি ক্রয়, বেতন ও ভাড়া পরিশোধ, বিজ্ঞাপন খরচ-মুনাফা জাতীয় ব্যয়।
২৭. সম্পদ অর্জন নয় সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে -মুনাফা জাতীয় ব্যয়।
২৮. চলতি, বিগত ও পরবর্তী হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ-মুনাফা জাতীয় প্রদান।
২৯. মুনাফা জাতীয় প্রদানের চলতি হিসাবকালের অংশটুকু -মুনাফা জাতীয় ব্যয়।
৩০. মেরামতের ফলে স্থায়ী সম্পদের আয়ুষ্কালে কোনো প্রভাব না পড়লে তা-মুনাফা জাতীয় লেনদেন।
৩১. নির্দিষ্ট সময় শেষে জানতে হয়-আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা।
৩২. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে তৈরি করতে হয়-অন্তত ৩টি বিবরণী।
৩৩. বিশদ আয় বিবরণী থেকে জানা যায়-ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ।
৩৪. মালিকানা স্বত্বে পরিবর্তন বিবরণী থেকে জানা যায় -ব্যবসায়ের প্রতি মালিকের পাওনা।
৩৫. আর্থিক অবস্থার বিবরণী থেকে জানা যায়-সম্পদ ও দায়দেনার পরিমাণ।
৩৬. মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে তৈরি হয় -বিশদ আয় বিবরণী।
৩৭. মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে তৈরি হয়-আর্থিক অবস্থার বিবরণী।
৩৮. মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পরস্পর অবস্থান পরিবর্তন করলে জানা যাবে না-প্রকৃত লাভ-ক্ষতি
এবং সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব।
৩৯. মূলধন জাতীয় আয়-ব্যয় থেকে জানা যায়-প্রকৃত লাভ-ক্ষতি।
৪০. মূলধন জাতীয় ও ব্যয় থেকে জানা যায়-প্রকৃত সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব।
৪১. মুনাফা জাতীয় হলেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ থাকে না-বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
৪২. মুনাফা জাতীয় হলেও একাধিক বছরে সুবিধা পাওয়া যায়-বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
৪৩. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়-মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের সংমিশ্রণ।
৪৪. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের চলতি অংশ -মুনাফা জাতীয়।
৪৫. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের চলতি হিসাবকালের অংশ বাদে অবশিষ্ট অংশ-সাময়িক সময়ের জন্য মূলধন জাতীয় ব্যয়।
৪৬. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় একাধিক হিসাবকালে বিভক্ত করা হয় -একাধিক বছর সুবিধা দেয় বলে।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
পদার্থের অবস্থা ও চাপ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৩. বরফের ঘনত্ব কত? উত্তর : 920kgm¯³
৬৪. ঘনত্ব কোনটির উপর নির্ভশীল?
উত্তর : বস্তুর ও তাপমাত্রা।
৬৫. সোনার ঘনত্ব কত? উত্তর : 19300kgm¯³
৬৬. বায়ুর ঘনত্ব কত? উত্তর : 1.29kgm¯³
৬৭. কোনটির ঘনত্ব সবচেয়ে কম? উত্তর : বায়ু।
৬৮. কর্কের ঘনত্ব কত? উত্তর : 1.29kgm¯³
৬৯. গ্লিসারিনের ঘনত্ব কত? উত্তর : 1260kgm¯³
৭০. মৃত সাগর কোথায় অবস্থিত? উত্তর : জর্ডান।
৭১. বেলুনের মধ্যে কোন গ্যাস থাকে?
উত্তর : হাইড্রোজেন।
৭২. কোনটির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি কম?
উত্তর : হাইড্রোজেন।
৭৩. সঞ্চায়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব কত? উত্তর : 1.5x10³ থেকে 1.3›10¯³
৭৪. কোন যন্ত্র দিয়ে ঘনত্ব মাপা হয়? উত্তর : হাইড্রোমিটার।
৭৫. মাঝে মধ্যে প্রয়োজনীয় কী দিয়ে ঘনত্ব ঠিক রাখতে হয়? উত্তর : পানি।
৭৬. পচা ডিম পানিতে ভাসার কারণ কী?
উত্তর : পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে।
৭৭. দুই ঘনমিটার আয়তনের তরলের ভর ২০০০ শম হলে তরলের ঘনত্ব কত? উত্তর : 1000 kgm¯³
৭৮. তরলের চাপের পরিমাণ কি হবে?
উত্তর : গভীরতার সমানুপাতিক।
৭৯. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? উত্তর : চাপ।
৮০. চাপের একক কি? উত্তর : প্যাসকেল।
৮১. এক প্যাসকেল = কত? উত্তর : 1Nm¯²
৮২. চাপের মাত্রা সমীকরণ কী? উত্তর : ML¯¹T¯²
৮৩. বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে কীসের একক পাওয়া যায়? উত্তর : চাপ।
৮৪. চাপের একক কি? উত্তর : Nm¯²
৮৫. 1N বল 1m² ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে? উত্তর : 1Nm¯²
৮৬. 10N বল 2m² ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে?
উত্তর : 5PA
৮৭. ধাক্কা ও চাপের সমীকরণ কী? উত্তর : F=PxA
৮৮. সমান আয়তনের এক টুকরা লোহা এবং এক টুকরা কর্ক পানিতে ছেড়ে দিলে কোনটি ভেসে থাকবে?
উত্তর : কর্ক।
৮৯. টরিসেলির পরিক্ষায় ব্যবহৃত কাচের নলটি কিরূপ থাকে? উত্তর: পুরু ও এক মূখ খোলা।
৯০. কোন নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে সম্পর্কটি কি হবে? উত্তর: P c h
৯১। টারসেলির শূন্যস্থানে কী থাকে?
উত্তর: সামান্য পারদ বাষ্প
৯২। প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?
উত্তর: ধাতব পদার্থ কাটা
৯৩। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী? উত্তর: Nm¯²
৯৪। এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত? উত্তর: লিটার ।
৯৫। কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?
উত্তর: প্যাসকেলের ।
৯৬। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর: 277 K
৯৭। কিসের ঘনত্ব সবচেয়ে কম? উত্তর: বরফ ।
৯৮। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর কিসের একক অভিন্ন? উত্তর: চাপ ।
৯৯। সোনার তৈরি একটি নিরেট সিলিন্ডারের আয়তন 20cm³। সিলিন্ডারটির ভর কত?
উত্তর: 386 g
