এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
কৃষি প্রযুক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৮। উপকূলীয় অঞ্চলের খরিপ-১ এর উল্লেখযোগ্য ফসল কোনটি?
ক) সরিষা খ) কাঁকরোল গ) শিম ঘ) ভুট্টা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯-২০ নং প্রশ্নের উত্তর দাও:
সুলতান মিয়ার বাড়ি কক্সবাজার। এ অঞ্চলের মাটি দোআঁশ হওয়াতে তিনি সারা বছরই কৃষিপণ্য উৎপাদন করতে পারেন এবং এলাকাতে তিনি সফল কৃষক হিসাবে গণ্য।
১৯। সুলতান মিয়া কোন মৃত্তিকা অঞ্চলের কৃষক?
ক) বরেন্দ্র ও মধুপুর অঞ্চল
খ) পাহাড়ি ও পাদভূমি অঞ্চল
গ) উপকূলীয় অঞ্চল ঘ) সমভূমি অঞ্চল
২০। কক্সবাজার অঞ্চলের খরিপ-২ মৌসুমের ফসল কোনটি?
ক) রোপা আমন খ) বোনা আউশ
গ) আখ ঘ) গম
২১। কৃষির যত কাজ আছে তম্মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি?
ক) জমি চাষ খ) জমি প্রস্তুত
গ) সেচ কাজ ঘ) ফসল বিক্রি
২২। কোন ফসলটি বাংলাদেশে সারা বছর চাষ করা হয়?
ক) গম খ) সরিষা গ) ধান ঘ) পাট
২৩। গম কোন মৌসুমের ফসল?
ক) খরিপ-১ খ) খরিপ-২ গ) বর্ষা মৌসুম ঘ) রবি শস্য
২৪। গম চাষের জন্য জমিকে কয়বার আড়াআড়ি চাষ দিতে হয়?
ক) ২-৩ বার খ) ৩-৪ বার
গ) ৪-৫ বার ঘ) ৫-৬ বার
২৫। বাংলাদেশে কোন জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না?
ক) ডাল খ) গম গ) সরিষা ঘ) ধান
২৬। কোন ডালের ক্ষেত্রে জমিতে দুই একটি চাষ দেওয়া হয়?
ক) মাসকলাই খ) মুগ গ) মসুর ঘ) অড়হর
২৭। আলুর জমি কতবার চাষ দিতে হয়?
ক) ২-৩ বার খ) ৩-৪ বার
গ) ৪-৫ বার ঘ) ৫-৬ বার
২৮। আলু চাষের প্রত্যেকটি নালার গভীরতা কত হতে হয়?
ক) ৮-১০ সে.মি. খ) ১০-১২ সে.মি. গ) ১২-১৫ সে.মি. ঘ) ১৫-১৬ সে.মি
২৯। আলু চাষে একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব কত হতে হয়?
ক) ৬০ সে.মি. খ) ৫০ সে.মি.
গ) ৪০ সে.মি. ঘ) ৩০ সে.মি.
৩০। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
ক) সেচ কাজ খ) সার প্রয়োগ
গ) ভূমি কর্ষণ ঘ) বীজ বপন
৩১। খনার বচন অনুসারে মুলার জন্য কয়টি চাষ দিতে হয়?
ক) ১৬টি খ) ১৫টি
গ) ১২টি ঘ) ৮টি
৩২। ‘বিনা চাষ’ প্রথা প্রচলন হয়েছে কোন চাষের ধারণা থেকে?
ক) মুলা খ) তুলা গ) ধান ঘ) পান
৩৩। কোন ধরনের মাটিতে ৫/৬ বার চাষের প্রয়োজন হয়?
ক) দোআঁশ মাটি খ) বেলে মাটি
গ) কাদা মাটি ঘ) পলি মাটি
৩৪। মাটির নিচের পোকাগুলো হলো
i) উইপোকা ii) উরচুঙ্গা iii) পিপীলিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৮.খ ১৯.খ ২০.ক ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.গ ৩১.ক ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
খাদ্য, পুষ্টি এবং পরিপাক
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৪। অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে কী হয়? উত্তর : টক্সিক গলগণ্ড
৬৫। মৌলবিপাক শক্তি কাকে বলে?
উত্তর : বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌলবিপাক শক্তি বলে।
৬৬। খাদ্য গ্রহণে আমাদের শরীর কত শতাংশ শক্তি পায়?
উত্তর : ১০-২০ শতাংশ
৬৭। আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন বিএমআর নিয়ন্ত্রণ করে?
উত্তর : ৬০-৭৫ ভাগ
৬৮। বিএমআর এর পূর্ণনাম কী?
উত্তর : বেসাল মেটাবলিক রেট
৬৯। শিম এ কত কিলোক্যালরি শক্তি আছে?
উত্তর : ৯৬
৭০। মোটা হওয়ার প্রথম স্তরে বিএমআই এর মান কত?
উত্তর : ৩০-৩৪.৯
৭১। বিএমআই এর মান কত হলে সুস্বাস্থ্য নির্দেশ করে?
উত্তর : ১৮.৫-২৪.৯
৭২। বাণিজ্যিক রং কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে?
উত্তর : যকৃৎ
৭৩। মানুষের ছেদন দাঁত কয়টি? উত্তর : ৪টি
৭৪। মানুষের স্থায়ী দাত কয় ধরনের? উত্তর : ৪
৭৫। দুইজন মানুষের কয়টি প্রিমোলার দাঁত থাকে?
উত্তর : ১৬টি
৭৬। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী? উত্তর : এনামেল
৭৭। অন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর : ২টি
৭৮। ভিলাস কাকে বলে?
উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে ভিলাস বলে।
৭৯। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
উত্তর : যকৃৎ
৮০। ইউরিক এসিড কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে
৮১। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি রয়েছে?
উত্তর : ৩ জোড়া
৮২। যকৃৎ কয়টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত?
উত্তর : ৪টি
৮৩। যকৃতের উদ্বৃত্ত গ্লুকোজ কিরূপে সঞ্চয় করে রাখে?
উত্তর : গ্লাইকোজেন রূপে
৮৪। কোন এনজাইম শ্বেতসার পরিপাকে অংশ নেয়?
উত্তর : টায়ালিন
৮৫। যকৃতে অ্যামাইনো এসিড কী জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে? উত্তর : স্নেহ
৮৬। ইউরিয়া কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে
৮৭। অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে?
উত্তর : লাইপেজ
৮৮। সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগ হয়? উত্তর : আমাশয়
৮৯। বেরিয়াম এক্সরে এর মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়? উত্তর : গ্যাস্ট্রিক আলসার
৯০। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো অংশটি কী? উত্তর : ভিলাই
