Logo
Logo
×

টিউটোরিয়াল

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Icon

সহিদুল ইসলাম

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৫৮. বাংলায় কখন হাবসি শাসনের অবসান ঘটে?

ক. বরবক শাহের মৃত্যুর পর

খ. সুলতান শাহের মৃত্যুর পর

গ. মজাফফর শাহের মৃত্যুর পর

ঘ. ফতেহ শাহের মৃত্যুর পর

৫৯. হাবসি শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন?

ক. সৈয়দ হোসেন খ. আলাউদ্দিন

গ. ফিরুজ শাহ ঘ. বরবক শাহ

৬০. সুলতান আলাউদ্দিন হুসেন শাহ কোন বংশের লোক ছিলেন?

ক. ভূঁইয়া খ. সৈয়দ

গ. চৌধুরী ঘ. মোল্লা

৬১. হুসেন শাহের কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে কত জন হাবসি প্রাণ হারায়?

ক. ১০ হাজার খ. ১১ হাজার

গ. ১২ হাজার ঘ. ১৩ হাজার

৬২. হুসেন শাহ কত বছর রাজত্ব করেন?

ক. ২৩ বছর খ. ২৪ বছর

গ. ২৫ বছর ঘ. ২৬ বছর

৬৩. হুসেন শাহ কখন মৃত্যুবরণ করেন?

ক. ১৫১৮ খ্রিষ্টাব্দে খ. ১৫১৯ খ্রিষ্টাব্দে

গ. ১৫২০ খ্রিষ্টাব্দে ঘ. ১৫২১ খ্রিষ্টাব্দে

৬৪. হুসেন শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

ক. নুসরত শাহ খ. ফতেহ শাহ

গ. বিজয় শাহ ঘ. বরবক শাহ

৬৫. নুসরত শাহ কখন নিহত হন?

ক. ১৫২৮ খ্রিষ্টাব্দে খ. ১৫২৯ খ্রিষ্টাব্দে

গ. ১৫৩০ খ্রিষ্টাব্দে ঘ. ১৫৩১ খ্রিষ্টাব্দে

৬৬. কে কদম রসুল ভবনের প্রকোষ্ঠে একটি মঞ্চ নির্মাণ করেন?

ক. হুসেন শাহ খ. নুসরত শাহ

গ. ফিরোজ শাহ ঘ. তুঘলক শাহ

৬৭. হুসেন শাহের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

ক. ফিরোজ শাহ খ. তুঘলক শাহ

গ. নাসির শাহ ঘ. আবির শাহ

৬৮. ফিরোজ শাহকে কে হত্যা করেন?

ক. সেনাপতি খ. বড় ভাই

গ. ছোট ভাই ঘ. সহকর্মী

৬৯. শের শাহ কখন গৌড় দখল করেন?

ক. ১৫৩৫ খ্রিষ্টাব্দে খ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে

গ. ১৫৩৭ খ্রিষ্টাব্দে ঘ. ১৫৩৮ খ্রিষ্টাব্দে

৭০. কে আফগানদের কাছ থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন?

ক. সম্রাট হুমায়ুন খ. সম্রাট আকবর

গ. গিয়াসউদ্দিন ঘ. সম্রাট বাবর

৭১. কে সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল?

ক. শের খান খ. বাবর

গ. আকবর ঘ. হুমায়ুন

৭২. শের খান ১৫৩৭ খ্রি: কতবার গৌড় আক্রমণ করেন?

ক. ১ বার খ. ২ বার

গ. ৩ বার ঘ. ৪ বার

৭৩. মুঘল সম্রাট হুমায়ুনকে কে পরাজিত করেন?

ক. বাবর খ. আকবর

গ. শের খান ঘ. ফিরোজ

৭৪. শের শাহ কখন আলী কুলিকে পরাজিত করে বাংলা দখল করেন?

ক. ১৫৩৮ খ্রি: খ. ১৫৪০ খ্রি:

গ. ১৫৪২ খ্রি: ঘ. ১৫৪৪ খ্রি:

৭৫. চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত সমগ্র বাংলাদেশ কার সাম্রাজ্যভুক্ত ছিল?

ক. ফিরোজ শাহের

খ. সম্রাট আকবরের

গ. শের শাহের

ঘ. সম্রাট বাবরের

৭৬. শের শাহের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?

ক. রাহাত খান খ. জালাল খান

গ. মুসলিম খান ঘ. হুসেন খান

৭৭. জালাল খান ইসলাম খান নাম ধারণ করে কত বছর দিল্লির রাজত্ব করেন?

ক. ৬ বছর খ. ৭ বছর

গ. ৮ বছর ঘ. ৯ বছর

৭৮. কে ফিরোজ খানকে হত্যা করে?

ক. মুবারিজ খান খ. জালাল খান

গ. মুসলিম খান ঘ. রাহাত খান

৭৯. কে শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসনে বসেন?

ক. ফিরোজ খান খ. মুবারিজ খান

গ. খিজির খান ঘ. জালাল খান

৮০. হুমায়ুনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?

ক. আকবর খ. সুলায়মান

গ. আদিল ঘ. শাহবাজ

৮১. আদিল শাহ কখন নিহত হন?

ক. ১৫৫৫ খ্রি: খ. ১৫৫৬ খ্রি:

গ. ১৫৫৭ খ্রি: ঘ. ১৫৫৮ খ্রি;

৮২. গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে আরোহণ করেন?

ক. জালালউদ্দিন শূর খ. গিয়াসউদ্দিন

গ. খান-ই জামান ঘ. সেনাপতি হিমু

৮৩. কখন সোলায়মান কররানির মৃত্যু হয়?

ক. ১৫৭০ খ্রি: খ. ১৫৭১ খ্রি:

গ. ১৫৭২ খ্রি: ঘ. ১৫৭৩ খ্রি:

উত্তর : ৫৮.গ ৫৯.ক ৬০.খ ৬১.গ ৬২.ঘ ৬৩.খ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.খ ৬৭.ক ৬৮.গ ৬৯.ঘ ৭০.খ ৭১.ক ৭২.খ ৭৩.গ ৭৪.খ ৭৫.গ ৭৬.খ ৭৭.গ ৭৮.ক ৭৯.গ ৮০.ক ৮১.গ ৮২.ক ৮৩.গ।

বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম