Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

বস্তুর উপর তাপের প্রভাব

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৫। কোনো কিছুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যত কেলভিন স্কেলে তার চেয়ে কত বেশি? উত্তর : 273

২৬। 1°C তাপমাত্রা সমান কত কেলভিন? উত্তর : 273K

২৭। কোন স্কেলে বরফের ঊর্ধ্বস্থিরাঙ্ক কত? উত্তর : 100°

২৮। কেলভিন স্কেলে ঊর্ধ্বস্থিরাঙ্ক কত? উত্তর : 373K

২৯। প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় তাকে কী বলে? উত্তর : হিমাঙ্ক।

৩০। তাপমাত্রার প্রচলিত স্কেল কয়টি? উত্তর : ৩টি।

৩১। K প্রতীকটি কোন স্কেলের তাপমাত্রার একক? উত্তর : কেলভিন।

৩২। প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয় তাকে কী বলা হয়? উত্তর : বরফ বিন্দু।

৩৩। প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে? উত্তর : ঊর্ধ্বস্থিরাঙ্ক।

৩৪। দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে? উত্তর : মৌলিক ব্যবধান।

৩৫। কোনটিকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে? উত্তর : মৌলিক ব্যবধান।

৩৬। কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 70° হলে কেলভিন স্কেলে এর মান কত? উত্তর : 243

৩৭। পদার্থের অণুগুলো কেমন? উত্তর : সর্বদা গতিশীল।

৩৮। কোন পদার্থের অণুগুলো একস্থানে থেকে এদিক-ওদিক স্পন্দিত হয়? উত্তর : কঠিন।

৩৯। কোন পদার্থের অণুগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করে? উত্তর : তরল ও গ্যাসীয়।

৪০। পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টিকে কী বলে? উত্তর : অভ্যন্তরীণ শক্তি।

৪১। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোন বল বিদ্যমান? উত্তর : আকর্ষণ-বিকর্ষণ।

৪২। আকর্ষণ-বিকর্ষণ বল থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে কোনটি বিদ্যমান থাকে? উত্তর : বিভবশক্তি।

৪৩। কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই? উত্তর : অক্সিজেন।

৪৪। স্থিতিশক্তি আছে কোন পদার্থের? উত্তর : কঠিন।

৪৫। তাপমাত্রা বৃদ্ধি করে কোন শক্তি? উত্তর : গতিশক্তি।

৪৬। কঠিন পদার্থের ক্ষেত্রে সাম্যাবস্থা থেকে অণুগুলোর কী বৃদ্ধি পায়? উত্তর : সরণ।

৪৭। তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি? উত্তর : অক্সিজেনের।

৪৮। কিসে তাপীয় প্রসারণ কম? উত্তর : পানি।

৪৯। দুটি অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে তখন অণু দুটি কী অনুভব করে? উত্তর : আকর্ষণ।

৫০। আপেক্ষিক তাপ এবং তাপধারণ ক্ষমতার মধ্যে সম্পর্কটি কি? উত্তর : S=

৫১. কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক? উত্তর: পানি।

৫২. আপেক্ষিক তাপের একক কী? উত্তর : Jkg−¹K−¹

৫৩. আপেক্ষিক তাপের মাত্রা কী? উত্তর : L2T2θ−¹

৫৪. সিসার আপেক্ষিক তাপ কত? উত্তর: 130 Jkg−¹K−¹

৫৫. বস্তুর একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়? উত্তর : আপেক্ষিক তাপ।

৫৬. আপেক্ষিক তাপ কী? উত্তর : বস্তুর উপাদানের বৈশিষ্ট্য।

৫৭. বরফের আপেক্ষিক তাপ কত? উত্তর : 2.1x10³Jkg−¹K−¹

৫৮. জলীয়বাষ্পের আপেক্ষিক তাপ কত? উত্তর : 2000Jkg−¹K−¹

৫৯. তামার আপেক্ষিক তাপ কত? উত্তর: 400Jkg−¹K−¹

৬০. কোন বস্তুর আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করে? উত্তর : উপাদান।

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

বায়ুমণ্ডল

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১০। বায়ুমণ্ডলে সমমণ্ডল কয়টি?

ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

১১। স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো হলো, এই স্তরে-

i. বাতাসের গতিবেগ বেশি

ii. আবহাওয়া শান্ত ও শুষ্ক iii. ওজোন গ্যাস বেশি

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১২। বায়ুমণ্ডলের ওজনের শতকরা ৭৫ ভাগ কোন স্তর বহন করে?

ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল

গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল

১৩। এক্সোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য রয়েছে-

i. হিলিয়াম ii. অক্সিজেন iii. হাইড্রোজেন

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১৪। কোন মণ্ডলের স্তরের নাম মেসোপেজ?

ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল

গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল

১৫। তাপমণ্ডলের নিম্ন অংশকে কী বলে?

ক) আয়নমণ্ডল খ) সমমণ্ডল

গ) বিষমমণ্ডল ঘ) এক্সোমণ্ডল

১৬। কোনো অঞ্চলের সাধারণত কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?

ক) ১০-১৫ খ) ২০-২৫

গ) ২০-৩০ ঘ) ৩০-৪০

১৭। কোন রেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?

ক) মেরুরেখা খ) নিরক্ষরেখা

গ) অক্ষরেখা ঘ) দ্রাঘিমারেখা

১৮। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কেমন করে?

ক) চরমভাবাপন্ন খ) মৃদুভাবাপন্ন

গ) সমভাবাপন্ন ঘ) বিষমভাবাপন্ন

১৯। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?

ক) চরমভাবাপন্ন জলবায়ু খ) মৃদুভাবাপন্ন জলবায়ু গ) সমভাবাপন্ন জলবায়ু ঘ) বিষমভাবাপন্ন জলবায়ু

২০। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার কোনটি?

ক) নদী খ) সমুদ্র গ) পুকুর ঘ) ঝরনা

২১। বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কী বলে?

ক) আর্দ্রতা খ) হিমাঙ্ক

গ) শিশিরাঙ্ক ঘ) বাষ্পীভবন

২২। বায়ুর আর্দ্রতাকে কয় ভাবে প্রকাশ করা যায়?

ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই

২৩। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?

ক) থার্মোমিটার খ) ফেদোমিটার

গ) হাইগ্রোমিটার ঘ) হাইড্রোমিটার

২৪। জলবায়ুর নিয়ামক কোনটি?

i. অক্ষাংশ ii. বায়ু প্রবাহ iii. মৃত্তিকার গঠন

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৫। বাংলাদেশের কোন অঞ্চলের জলবায়ু মৃদুভাবাপন্ন?

i. কক্সবাজার ii. রাজশাহী iii. পটুয়াখালী

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১০। খ ১১। গ ১২। ক ১৩। খ ১৪। গ ১৫। ক ১৬। ঘ ১৭। খ ১৮। খ ১৯। ক ২০। খ ২১। গ ২২। ঘ ২৩। গ ২৪। ঘ ২৫। খ।

এসএসসি পরীক্ষার্থী পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম