Logo
Logo
×

টিউটোরিয়াল

সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ২৯ মে ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

* আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? -লুব্ধক।

* ‘সবুজ গ্রহ’ কাকে বলা হয়

-ইউরেনাসকে।

* শীতল, প্রাণহীন, ধু-ধু মরু হিসেবে কাকে বর্ণনা করা হয়েছে?

-মঙ্গল গ্রহকে।

* গ্যালাক্সির ক্ষুদ্র নাম কী?

-ছায়াপথ।

* পুরুষাকৃতির নক্ষত্রপুঞ্জ কোনটি?

-কালপুরুষ।

* ‘শান্ত সাগর’ কোথায় অবস্থিত?

-চাঁদে।

* কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে? -৭৬ বছর পর।

* হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? -১৯৮৬ সালে।

* পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে?

-সাড়ে ২৯ দিন।

* নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে বৃহস্পতির কত সময় লাগে?

-৯ ঘণ্টা ৫০ মিনিট।

* সূর্যের মধ্যে মৌলিক কী পদার্থ অবস্থিত? -বায়বীয় পদার্থ।

* সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কত গুণ? -২৮ গুণ।

* সূর্য গঠনকারী গ্যাসীয় উপাদান কী কী? -হাইড্রোজেন ৫৫%, হিলিয়াম ৪৪% অন্যান্য ১% গ্যাস।

* পৃথিবীর চেয়ে চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?

-ছয় ভাগের এক ভাগ।

* কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার-ভাটা হয়?

-চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।

* সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?

-মিউ সাকাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম