নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
আলোর প্রতিফলন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৮। সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি দর্পণের মধ্যবর্তী কোণ কত?
উত্তর : 180°
৯৯। দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক?
উত্তর : আপতন দর্পণ।
১০০। গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ রাখতে হয়?
উত্তর : তিনটি।
১০১। নভো দূরবীক্ষণ যন্ত্রে কোনো ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর : অবতল দর্পণ।
১০২। রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষবস্তুর তুলনায় কেমন হবে?
উত্তর : খর্বিত হবে।
১০৩। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব কোন প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ অনুভূতি সৃষ্টি করে?
উত্তর : জটিল প্রক্রিয়ায়।
১০৪। যে পৃষ্ঠ হতে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে কী বলে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠ।
১০৫। গোলকের কেটে নেওয়া অংশের কোন পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়?
উত্তর : উত্তল পৃষ্ঠে।
১০৬। গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলা হয়?
উত্তর : বক্রতার ব্যাসার্ধ।
১০৭। গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সে গোলকের কেন্দ্রকে কী বলা হয়?
উত্তর : বক্রতার কেন্দ্র।
১০৮। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে কী বলা হয়?
উত্তর : প্রধান অক্ষ।
১০৯। সিনেমার পর্দায় ফেলা কোনো দৃশ্য কী ধরনের প্রতিবিম্ব গঠন করে?
উত্তর : বাস্তব ও সোজা।
১১০। সমতল দর্পণে লক্ষবস্তুকে কী হিসাবে গণ্য করা হয়?
উত্তর : অসংখ্য বিন্দুর সমষ্টি।
১১১। গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি কিসের ওপর নির্ভর করে?
উত্তর : লক্ষবস্তুর অবস্থান।
১১২। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?
উত্তর : মেরু ও প্রধান ফোকাসের মধ্যে।
১১৩। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষবস্তুর বিম্বের প্রকৃতি কিরূপ হবে?
উত্তর : বাস্তব ও উল্টো।
১১৪। অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে, বিম্বের অবস্থান কোথায় হবে?
উত্তর : অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে।
১১৫। উত্তল দর্পণে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর : অবাস্তব, সোজা, খর্বিত।
১১৬। রাস্তার বাতিতে প্রতিফলকরূপে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর : উত্তল দর্পণ।
১১৭। ডাক্তাররা নাক, কান গলা পর্যবেক্ষণের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
উত্তর : অবতল দর্পণ।
১১৮। টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : অবতল দর্পণ।
১১৯। গোলীয় দর্পণ কাকে বলে?
উত্তর : কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশবিশেষ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।
১২০। সেলুনে ব্যবহৃত আয়না কোন ধরনের?
উত্তর : সেলুনে ব্যবহৃত আয়না হচ্ছে সমতল দর্পণ।
১২১। বিবর্ধন কাকে বলে?
উত্তর : প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যরে অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে।
১২২। ডুবো জাহাজে উন্নত পেরিস্কোপ তৈরিতে কি ব্যবহৃত হয়? উত্তর : ডুবো জাহাজে উন্নত পেরিস্কোপ তৈরিতে প্রিজম ব্যবহৃত হয়।
১২৩। পার্শ্ব পরিবর্তন কাকে বলে?
উত্তর : সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশের দিকে উল্টে যাওয়ার ঘটনাই পার্শ্ব পরিবর্তন।
১২৪। প্রতিফলক পৃষ্ঠের উঁচু বিন্দুকে কী বলে?
উত্তর : উত্তল দর্পণের মেরু।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
১। ১৯৭১ সালে স্বাধীন হওয়ার আগে আমরা কোন দেশের নাগরিক ছিলাম?
ক) ভারত খ) ব্রিটেন
গ) পাকিস্তান ঘ) বাংলাদেশ
২। পাকিস্তান আমলে জনসংখ্যার দিক থেকে পূর্ব বাংলায় কত শতাংশ লোক বাস করত?
ক) ৪৮ শতাংশ খ) ৫০ শতাংশ
গ) ৫৪ শতাংশ ঘ) ৫৬ শতাংশ
৩। পাকিস্তানি শাসনকাল ছিল কোন সময়টি?
ক) ১৯৪৭-১৯৭১ খ) ১৯০৫-১৯৪৭
গ) ১৮৫৭-১৯০৫ ঘ) ১৭৫৭-১৯৪৭
৪। ব্রিটিশরা বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার শুরু করে কবে থেকে?
ক) ১৮৫৭ সাল থেকে খ) ১৮৬১ সাল থেকে
গ) ১৯০৫ সাল থেকে ঘ) ১৯৪০ সাল থেকে
৫। মুসলিমলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯০৫ খ) ১৯০৬
গ) ১৯১৯ ঘ) ১৯৩৯
৬। দ্বিজাতিতত্ত্বের জনক কে?
ক) শেরেবাংলা এ কে ফজলুল হক
খ) জুলফিকার আলী ভুট্টো
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) জওহরলাল নেহেরু
৭। লাহোর প্রস্তাব কে পেশ করেন?
ক) শেরেবাংলা এ কে ফজলুল হক
খ) জুলফিকার আলী ভুট্টো
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) জওহরলাল নেহেরু
৮। লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে?
ক) ১৯৪০ সালে খ) ১৯৪১ সালে
গ) ১৯৪২ সালে ঘ) ১৯৪৩ সালে
৯। ১৯৪৭ সালের কত তারিখে ভারত ভাগ হয়ে দুটি রাষ্ট্রে পরিণত হয়?
ক) ২৩ মার্চ খ) ১৪ আগস্ট
গ) ১৫ আগস্ট ঘ) ১৬ ডিসেম্বর
১০। ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) লাহোরে খ) ঢাকায়
গ) কলকাতায় ঘ) করাচিতে
১১। ভাষা আন্দোলনের অংশ হিসাবে-
i) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন
ii) ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন iii) ১৯৪৮ সালের ১১ মার্চ ছাত্ররা বাংলা ভাষা দাবি দিবস পালন করে।
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠিত হয় কত তারিখে?
ক) ২১ মার্চ, ১৯৪৮ খ) ২৪ মার্চ, ১৯৪৮
গ) ২৬ জানুয়ারি, ১৯৫২ ঘ) ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
১৩। পূর্ব বাংলায় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৫২ খ) ১৯৫৩
গ) ১৯৫৪ ঘ) ১৯৫৬
১৪। প্রাদেশিক পরিষদে মোট আসন সংখ্যা ছিল কত?
ক) ২৭২ খ) ৩০০ গ) ৩০৫ ঘ) ৩০৯
১৫। ৫৪’র নির্বাচনে জয়লাভ করে কে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন?
ক) শেরেবাংলা একে ফজলুল হক
খ) মওলানা আবদুল হামিদ খান ভাসানি
গ) শেখ মুজিবুর রহমান
ঘ) লিয়াকত আলী খান
১৬। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কত দিনের মধ্যে বরখাস্ত করা হয়?
ক) ৫০ খ) ৫৬ গ) ৬৫ ঘ) ৭২
১৭। পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের আদেশ ঘোষণা করেন কে?
ক) মোহাম্মদ আলী জিন্নাহ
খ) জুলফিকার আলী ভুট্টো
গ) জেনারেল আইয়ুব খান
ঘ) শেরেবাংলা একে ফজলুল হক
উত্তর : ১.গ ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ক ৮.ক ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.গ।
