এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
বাংলা দ্বিতীয়পত্র * বিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বাংলা দ্বিতীয়পত্র মডেল টেস্ট
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
১. স্বরভক্তির অপর এক নাম কী?
√ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অন্তস্বরাগম ঘ. অপিনিহিতি
২. বাংলা ভাষার মূল উৎস কী?
ক. হিন্দি ভাষা √খ. বৈদিক ভাষা গ. কানাড়ি ভাষা ঘ. অনার্য ভাষা
৩. কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়?
ক. প্রসারিত আকারে খ. অর্ধ প্রসারিত আকারে
√গ. সংক্ষিপ্ত আকারে ঘ. অর্ধ সংক্ষিপ্ত আকারে
৪. কোন্ মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই?
ক. আ খ. অ গ. ই √ঘ. এ্যা
৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করেছে?
ক. এখন আমি যেতে চাই
খ. এখন ট্রেন ধরতে হবে
গ. পদ্মফুল দেখতে সুন্দর
√ঘ. মেলা দেখতে ঢাকা যাব
৬. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক.গৃহী খ.বিধাতা √গ.সপত্নী ঘ. কাঙ্গালিনী
৭. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. বাঘিনী √খ. চাকরানী
গ. ভাগনী ঘ. জেলেনী
৮. ‘লগ্ন>লগ্গ’ কোন সমীভবন?
√ক. প্রগত খ. পরাগত
গ. মধ্যগত ঘ. অন্যোন্য
৯. কোন প্রকারে সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
√ক. তৎসম সন্ধি খ. বাংলা সন্ধি
গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
১০. পাতিসনে শিলাতনে পদ্মপাতা-বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞায় ব্যবহার হয়েছে?
ক. আদেশ √খ. উপদেশ
গ. অনুরোধ ঘ. অভিশাপ
১১. ‘মস্যাধার’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মৎস+আধার খ. মৎস্য+আধার
√গ. মসী+আধার ঘ. মসি+আধার
১২. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. খরগোশ খ. সমুদ্র গ. সূর্য √ঘ. চাঁদ
১৩. “কোনোভাবেই যা নিবারণ করা যায় না”- এক কথায় কী হবে?
ক. দুনির্বার খ. দুর্দমনীয়
গ. অদম্য √ঘ. অনিবার্য
১৪. ‘‘কলকলিয়ে উঠ সেথায় নারীর প্রতিবাদ’’- এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ
√গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
১৫. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব√বচন?
ক. বড় বড় মাঠ √খ. এটাই করিমদের বাড়ি
গ. সিংহ বনে থাকে
ঘ. হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করেছে
১৬. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে?
√ক. কর্মপদ খ. অব্যয় পদ
গ. সর্বনাম পদ ঘ. ক্রিয়া বিশেষণ
১৭. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?
√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ
১৮. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
ক. ঢাক+আই=ঢাকাই
√খ. কানু+আই=কানাই
গ. বাহাদুর+ই=বাহাদুরি
ঘ. লাজ+উক=লাজুক
১৯. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
ক. সমাপিকা ক্রিয়ায় খ. দ্বিকর্মক ক্রিয়ায়
√গ. সকর্মক ক্রিয়ায় ঘ. অসমাপিকা ক্রিয়ায়
২০. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. মাইকেল খ.খণ্ড গ.তারল্য √ঘ.দর্শন
২১. সন্ধ্যা অবধি অপেক্ষ করব- অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. সাথে খ. নিমিত্তে
গ. নিকট √ঘ. পর্যন্ত
২২. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
ক. নিরর্থকভাবে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে
√গ. নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে
২৩. বাবাকে বড্ড ভয় পাই- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে ২য়া √খ. অপাদানে ২য়া
গ. কর্মে চতুর্থী ঘ. অপাদানে ৫মী
২৪. “কানে কানে যে কথা= কানাকানি”- এ উদাহরণ কোন সমাসের?
√ক. ব্যতিহার বহুব্রীহি খ. অলুক বহুব্রীহি
গ. অব্যয়ীভাব ঘ. সপ্তমী তৎপুরুষ
২৫. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
√ক. বিশেষ খ. অভাব গ. গতি ঘ. সাধারণ
২৬. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দোল্ + না √খ. দুল্ + অনা
গ. দিল্ + না ঘ. দীল্ + অনা
২৭. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়?
ক. ৪টি খ. ৩টি √গ. ২টি ঘ. ৫টি
২৮. “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল।”- বাক্যটিতে কোন দোষ আছে?
ক. বাগ্ধারার খ. গুরুচণ্ডালী
গ. বা√ল্য √ঘ. উপমার ভুল প্রয়োগ
২৯. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. কালের খ. সর্বনাম পদের
গ. অর্থের √ঘ. ক্রিয়া
৩০. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
ক. অর্থ অনুসারে খ. বাচ্য অনুসারে √গ.ভাব অনুসারে ঘ.উক্তি অনুসারে
বিজ্ঞান
মো. আমিনুল ইসলাম
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এসো বলকে জানি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১. নির্দিষ্ট বলের প্রভাবে কোনটি ঘটে?
ক. ভরের পরিবর্তন √খ. গতির পরিবর্তন
গ. উপাদানের পরিবর্তন
ঘ. ত্বরণের পরিবর্তন
১২. জড়তা-
i. বস্তুর প্রাকৃতিক ধর্ম ii. বস্তুর ভর হচ্ছে এর পরিমাণ iii. এর পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii √ঘ. i, ii ও iii
১৩. কাঠের পেরেক বা স্ক্রু আটকানো সম্ভব কেন?
ক. পেশিজ বলের জন্য √খ. ঘর্ষণ বলের জন্য
গ. ঘাত বলের জন্য ঘ. প্লবতার জন্য
১৪. মাধ্যাকর্ষণ বল সৃষ্টির মূল কারণ কোনটি?
ক. বস্তুর আয়তন খ. বস্তুর আপেক্ষিক গুরুত্ব
√গ. বস্তুর ভর ঘ. বস্তুর তাপ পরিবাহকত্ব
১৫. আমাদের হাঁটার জন্য অত্যন্ত প্রয়োজন কোনটি?
ক. পেশিজ বল √খ. ঘর্ষণ বল
গ. ঘাত বল ঘ. প্লবতা
১৬. ‘পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে’ এটি কোন বলের উদাহরণ?
ক. দুর্বল নিউক্লিয় বল
খ. শক্তিশালী নিউক্লিয় বল
√গ. মাধ্যাকর্ষণ বল ঘ. চৌম্বক বল
১৭. যে পদার্থ চুম্বক আকর্ষণ করে তাকে কী বলে?
ক. আহিত পদার্থ √খ. চৌম্বক পদার্থ
গ. মৌলিক পদার্থ ঘ. যৌগিক পদার্থ
১৮. পরমাণুর গড়ন নিয়ন্ত্রণ করে কোন বল?
ক. চৌম্বক বল খ. ঘর্ষণ বল
গ. মহাকর্ষ বল √ঘ. তড়িৎ চুম্বক বল
১৯. পৃথিবী অপর বস্তুকে যে বলে টানে তাকে কী বলে?
ক. স্পর্শ বল খ. সবল নিউক্লিয়
√গ. অভিকর্ষ ঘ. মহাকর্ষ
২০. দুর্বল নিউক্লিয় বল কী ধরনের বলের উদাহরণ?
√ক. অস্পর্শক বল খ. মাধ্যাকর্ষণ বল
গ. স্পর্শ বল ঘ. ঘর্ষণ বল
২১. মহাকর্ষ বল-
i. দুর্বল বল ii. বিকর্ষণ ধর্মী iii. আকর্ষণ ধর্মী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
√গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. শক্তিশালী নিউক্লিয় বল কোন ধরনের বল?
ক. স্পর্শ বল খ. ঘর্ষণ বল
√গ. অস্পর্শ বল ঘ. টান বল
২৩. পেন্সিলের লেখা ইরেজার দ্বারা মোছা যায় কেন?
√ক. ঘর্ষণের কারণে
খ. রাবার ও গ্রাফাইটের বিক্রিয়ার কারণে
গ. প্রযুক্ত বলের কারণে
ঘ. ভরের কারণে
২৪. কোন বল পরমাণুর নিউক্লিয়াসে কাজ করে?
ক. দুর্বল নিউক্লিয় বল
√খ. শক্তিশালী নিউক্লিয় বল
গ. মহাকর্ষ বল ঘ. তড়িত চুম্বক বল
২৫. স্পর্শ বল হল-
i. পেশিজ বল ii. ঘর্ষণ বল iii. মহাকর্ষ বল
নিচের কোনটি সঠিক?
√ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. কোন বল নিউক্লিয়াসের বাইরে কাজ করে না?
√ক. সবল নিউক্লিয় বল খ. চুম্বক বল
গ. তড়িৎ চুম্বক বল ঘ. মহাকর্ষ বল
২৭. মাধ্যাকর্ষণ বলের অপর নাম কী?
ক. চৌম্বক বল √খ. মহাকর্ষ বল
গ. তাড়িত চুম্বক বল ঘ. দুর্বল নিউক্লিয় বল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
ছায়েদ আহম্মদ মজুমদার
শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১. কম্পিউটার শব্দটি উৎপত্তি হয় কত সালে?
ক) ১৩৩০-১৪০০ খ) ১৩৭৫-১৪২৫ গ) ১৩০০-১৪০০ ঘ) ১৩২৫-১৪৭৫
২. ন্যানো সেকেন্ড সেকেন্ডের কত ভাগ?
ক) এক হাজার ভাগের এক ভাগ খ) দশ লক্ষ ভাগের এক ভাগ
গ) একশত কোটি ভাগের এক ভাগ ঘ) এক লক্ষ ভাগের এক ভাগ
৩.
i) কম্পিউটারের কাজ করার পদ্ধতি ii) স্মার্ট ফোনের কাজ করার পদ্ধতি
iii)ঢ-জধু মেশিনের কাজ করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪. রোড রানার কিসের নাম-
ক) অপারেটি সিস্টেম
খ) সুপার কম্পিউটার
গ) মিনি কম্পিউটার ঘ) মাইক্রো কম্পিউটার
৫. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ০২ সেকেন্ডে কয়টি যোগ করতে পারবে?
ক) ১ কোটি খ) ২ কোটি
গ) ৩ কোটি ঘ) ৫ কোটি
৬. রেজিস্টারে সংরক্ষিত বাইনারি সংখ্যাকে স্থানান্তর করে ডানে বা বামে কত বিট স্থান পর্যন্ত সরানো যায়?
ক) ১ খ) ২ গ) ৪ ঘ) ৮
৭. ঠঊঝঅ, ঊওঝঅ, ওঝঅ এগুলো কিসের নাম?
ক) বাস খ) যন্ত্র গ) হার্ডওয়্যার ঘ) সফটওয়্যার
৮. প্যারালাল পোর্টে পাশাপাশি কত বিট ডাটা যায়?
ক) ১ বাইট খ) ২ বাইট গ) ৭ বাইট ঘ) ৩ বাইট
৯. ব্যাংকের সার্ভার কম্পিউটারের অপারেটর সিস্টেম কেমন হওয়া উচিত?
ক) রিসোর্স শেয়ারিং খ) টাইম শেয়ারিং গ) রিয়েল টাইম ঘ) ব্যাচ প্রসেসিং
১০. এটলাস কি?
ক) ম্যাপ খ) ইলেকট্রন যন্ত্র গ) কম্পিউটার ঘ) ব্যাচ প্রসেসিং
১১. কোন মাইক্রোপ্রসেসর-
i) আইবিএম ii) পাওয়ার ওপেন iii) আলতেয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
১২. GUI-এর সুবিধা কি-
i) পুল ডাউন মেনু থাকে ii) চিত্র ভিত্তিক ICON থাকে iii) সহজে টাইপ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) ii ও iii খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩. সংখ্যা পদ্ধতির কোন পদ্ধতিতে মেমরির জায়গা কম লাগবে?
ক) বাইনরারি খ) অক্টাল গ) ডেসিমাল ঘ) হেক্সাডেসিমাল
১৪. পাঁচ অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যার সঙ্গে ১ যোগ করলে সংখ্যাটি কি হবে?
ক) ৭৭৭৭৭ খ) ৮৮৮৮৮ গ) ৭৭৭৭৮ ঘ) ১০০০০০
১৫. ১৭১০) এর BCD কোড কত?
ক) ১০০০১ খ) ০০০১০১১১ গ) ০০১০১১ ঘ) ০১১১১
১৬. ক = 0, B = 1 n‡j
গত 0 খ) 1 গ) 11 ঘ) 10
১৭. এটি কোন গেটকে নির্দেশ করে
ক) OR খ) NOR গ) XOR ঘ) X NOR
১৮. MS Word tab-এর নিচের সারিকে বলে?
ক) মেনুবার খ) টুলবার
গ) রিবন ঘ) কোনটিই নয়
১৯. 2007 MS Excel ভার্সনে সারির সংখ্যা কত?
ক) ৬৫৫৩৬ খ) ১০০০০০ গ) ১৬৭৭৭২১৬ ঘ) ১০৮৮৫৭৬
২০. উ নং কলামের ৫ নং সারির নাম হবে-
ক) 5D খ) D5 গ) 05D ঘ) D05
২১. ৩ সংখ্যা যোগ করে গড় নির্ণয় করার সূত্র হচ্ছে-
র) = অ১+অ২+অ৩)/৩ ii) =অঠে অ১:অ৩)
iii) AVGRAGE A1:A3)
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
২২. Access এ একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করতে হলে যে নিয়ম মেনে চলতে হবে-
ক) Blank database → table form → report
ঘ) Table → form → reportš query
গ) Form → fieldš table→ ঘ) record → field → report +
২৩. রোগীর রোগের ইতিহাস রাখার জন্য ডাটা টাইপ কেমন হবে?
ক) Text খ) Memo
গ) Lookup wiard
ঘ) Hyperlink
২৪. মকেটি ডাটার ডাটাবেজ থেকে সব মহিলা ডেটারকে আলাদা করতে হলে কি Option বাছাই করবে?
i) নতুন টেবিল তৈরি করবে
ii) কুয়েরি করবে iii) রিপোর্ট করবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৫. অ্যাসেম্বেলি ভাষার কোড কোনটি?
ক) IF খ) Dim গ) ADD ঘ) END SUB
২৬. ধাপে ধাপে সমস্যার সমাধান করাকে কি বলে?
ক) ফ্লোচার্ট খ) অ্যালগরিদম গ) ডিবাগিং ঘ) কোডিং
২৭. Interger type data-এর আকার কিরূপ?
ক) ০ থেকে ২৫৫ খ) ০ থেকে ২৫৬
গ) -৩২, ৭৬৮ থেকে ৩২, ৭৬৮ ঘ) ২৫৫ থেকে ৬৫৫৩৬
২৮. ভিজ্যুয়াল বেসিকে লেখা প্রোগ্রামকে কি বলে?
ক) সোর্স কোড খ) অবজেক্ট কোড গ) ইউনিকোড ঘ) আসকি কোড
২৯. হোটেল কম্পিউটার আছে-
i) স্টার সংগঠনে ii) শাখা-প্রশাখা সংগঠনে iii) পরস্পর সংযুক্ত সংগঠনে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
৩০. কোটি সঠিক-
i) gmail-step com. ii) step-gmail.com iii) step-gamil.com.bd
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১ক, ২গ, ৩খ, ৪খ, ৫ঘ, ৬ক, ৭ক, ৮ক, ৯গ, ১০গ, ১১গ, ১২ঘ, ১৩ক, ১৪ঘ, ১৫খ, ১৬ক, ১৭ক, ১৮খ, ১৯ঘ, ২০খ, ২১ঘ, ২২ক, ২৩খ, ২৪খ, ২৫গ, ২৬খ, ২৭গ, ২৮ক, ২৯গ, ৩০খ।
