Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ০৫

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ০৫

১. প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে কোনটি বাংলাদেশে সর্বাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত করে?

ক. সাইক্লোন খ. ভূমিকম্প

গ. নদীভাঙন ঘ. বন্যা

২. বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?

ক. কুয়াকাটা খ. কক্সবাজার

গ. পারকি ঘ. সেন্টমার্টিন

৩. বিশ্বের উচ্চতম গিরিপথ কোথায় অবস্থিত?

ক. যুক্তরাষ্ট্র খ. ভুটান

গ. তিব্বত ঘ. নেপাল

৪. ‘রামসাগর’ কোথায় অবস্থিত?

ক. কুমিল্লা খ. দিনাজপুর

গ. নরসিংদী ঘ. পাবনা

৫. ‘মহাসেন’ শব্দটি কোনটির সঙ্গে সম্পর্কিত?

ক. টর্নেডো খ. সাইক্লোন

গ. ভূমিকম্প ঘ. বন্যা

৬. কোন মেঘ থেকে শিলাবৃষ্টি হয়ে থাকে?

ক. ঊধ্বস্তর খ. ঝড়োপুঞ্জ

গ. উন্নেঘস্তর ঘ. উন্মেঘপুঞ্জ

৭. ‘বগালেক’ কোথায় অবস্থিত?

ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি গ. বান্দরবান ঘ. কক্সবাজার

৮. বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে কোনটি সর্বাধিক পরিমাণে থাকে?

ক. নাইট্রোজেন খ. অক্সিজেন

গ. হাইড্রোজেন ঘ. কার্বনডাই অক্সাইড

৯. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?

ক. অববাহিকা খ. দোয়ার

গ. উপত্যকা ঘ. বিভাজিকা

১০. ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?

ক. নিকেল খ. আয়রন

গ. সিলিকন ঘ. অক্সিজেন

১১. কোনটি পাললিক শিলা?

ক. কয়লা খ. গ্রানাইট

গ. গ্রাফাইট ঘ. ল্যাকোলিথ

১২. ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত?

ক. সিরিয়া খ. জার্মানি

গ. আফগানিস্তান ঘ. ইথিওপিয়া

১৩. চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত?

ক. কুলাউড়া খ. টেকনাফ

গ. সীতাকুণ্ড ঘ. মাধবকুণ্ড

১৪. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?

ক. বর্ষা খ. শরৎ গ. বসন্ত ঘ. হেমন্ত

১৫. SMGO কী?

ক. ধোঁয়া খ. কুয়াশা

গ. শিশির ঘ. দূষিত বায়ু

১৬. উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত?

ক. ভারত খ. ইয়েমেন

গ. কেনিয়া ঘ. দক্ষিণ আফ্রিকা

১৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. পদ্মা খ. ব্রহ্মপুত্র

গ. করতোয়া ঘ. মহানন্দা

১৮. ভূ-বেষ্টিত রাষ্ট্র কোনটি?

ক. আফগানিস্তান খ. জর্ডান

গ. মরক্কো ঘ. মিশর

১৯. জলবায়ুর উপাদান নয় কোনটি?

ক. মেঘ খ. আর্দ্রতা

গ. বায়ু ঘ. সমুদ্রস্রোত

২০. তিস্তা নদীর উৎপত্তিস্থল-

ক. হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ

খ. সিকিমের পার্বত্য অঞ্চল

গ. আসামের লুসাই পাহাড়

ঘ. লামার মইভার পর্বত

উত্তর : ১ঘ ২ক ৩গ ৪খ ৫খ ৬খ ৭গ ৮ক ৯খ ১০ঘ ১১ক ১২খ ১৩গ ১৪ক ১৫ঘ ১৬ঘ ১৭ঘ ১৮ক ১৯ঘ ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

ব্যবস্থাপনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম