পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা
সবুজ চৌধুরী
প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
এই দেশ এই মানুষ
বিপরীত শব্দ
সার্থক - ব্যর্থ দেশ - বিদেশ
জনম - মরণ সৌভাগ্য - দুর্ভাগ্য
বাঙালি - অবাঙালি বৈচিত্র্য - অভিন্ন
ক্ষুদ্র - বৃহৎ বন্ধু - শত্রু
গৌরব - অগৌরব কম - বেশি
শ্রদ্ধা - ঘৃণা পূর্ণিমা - অমাবস্যা
ভিন্ন - অভিন্ন পাহাড় - সমতল
আত্মীয় - পর ভালোবাসা - ঘৃণা
আকাশ - পাতাল জননী - জনক
সমার্থক শব্দ
সার্থক - সফল জনম - জন্ম
প্রকৃতি - নিসর্গ বৈচিত্র্য - ভিন্নতা
ক্ষুদ্র - ছোট জাতিসত্তা - নৃগোষ্ঠী
গৌরব - গর্ব বন্ধু - সুজন
পেশা - জীবিকা বিচিত্র - বিভিন্ন
উৎসব - অনুষ্ঠান পার্বণ - উৎসব
ধাঁচ - ধরন অধিবাসী - বাসিন্দা
দরকার - প্রয়োজন আত্মীয় - স্বজন
দেশ - স্বাধীন ভূখণ্ড নদী - তটিনী
আকাশ - গগন প্রান্তর - মাঠ
পাহাড় - গিরি সমুদ্র - অর্ণব
জননী - মা স্নেহ - মমতা
সম্পদ - ধন বাতাস - হাওয়া
এক কথায় প্রকাশ
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান - প্রান্তর
কৃষিকাজ করেন যিনি - কৃষক
একের সঙ্গে অন্যের সম্পর্ক - পরস্পর
যারা বাংলা ভাষায় কথা বলে - বাঙালি
জন্ম দেন যিনি - জননী
নদী বা সমুদ্রের তীরের বালুময় স্থান - বেলাভূমি
আত্মার সঙ্গে সম্পর্ক যার - আত্মীয়
মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করেন - কুমোর
মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা - জেলে
অর্থ আছে যার - সার্থক
পর্বত আছে যে অঞ্চলে - পার্বত্য
ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ
সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা
ইবাদত
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮৪। সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
(ক) তিনটি√ (খ) চারটি
(গ) পাঁচটি (ঘ) সাতটি
৮৫। দোয়া মাসূরা কখন পড়তে হয়?
(ক) নামাজে দাঁড়িয়ে
(খ) প্রথম রাকাত শেষ করে
(গ) সালাম ফেরানোর আগে√
(ঘ) সালাম ফেরানোর পরে
৮৬। মসজিদ শব্দের অর্থ কী?
(ক) সিজদার জায়গা√ (খ) সালাতের স্থান
(গ) আল্লাহর ঘর (ঘ) শান্তির ঘর
৮৭। কুরবানির পশু কেমন হবে-
(ক) স্বাস্থ্যবান (খ) সুদর্শন
(গ) স্বাস্থ্যবান ও সুদর্শন√ (ঘ) দামি
৮৮। আনুগত্যের জন্য প্রয়োজন-
(ক) ইমানের√ (খ) অর্থের
(গ) স্বাস্থ্যের (ঘ) পোশাক আশাকের
৮৯। হজ কবুলের মাধ্যমে কোন ধরনের গুনাহ মাফ হয়?
(ক) অতীত জীবনের√ (খ) ভবিষ্যৎ জীবনের
(গ) বর্তমান জীবনের (ঘ) পারলৌকিক জীবনের
৯০। সাওম পালনকারীর জন্য দুটি খুশি, একটি তার ইফতারের সময় আর অন্যটি হলো-
(ক) শয়তানের সঙ্গে সাক্ষাতের সময়
(খ) ফেরেশতার সঙ্গে সাক্ষাতের সময়
(গ) পির বুজুর্গদের সঙ্গে সাক্ষাতের সময়
(ঘ) আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়√
৯১। নিসাব পরিমাণ মালের মালিক সব প্রাপ্তবয়স্ক নর-নারীর ওপর কুরবানি করা কী?
(ক) সুন্নত (খ) সুন্নতে মুয়াক্কাদা
(গ) ফরজে কেফায়া (ঘ) ওয়াজিব√
৯২। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন কোন ইবাদতকে বলা হয়?
(ক) সালাতকে (খ) হজকে√
(গ) জুমাআর সালাতকে (ঘ) ঈদের সালাতকে
৯৩। যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, তাকে কী বলে?
(ক) নিসাক (খ) মাসারিফ
(গ) পণ্য (ঘ) নিসাব√
৯৪। সালাতের আহকাম কয়টি?
(ক) ৬টি (খ) ৮টি (গ) ৭টি√ (ঘ) ৫টি
৯৫। বিতর সালাতে দোয়া কুনুত পড়া। এটি সালাতে কী?
(ক) ফরজ (খ) মুবাহ
(গ) মুস্তাহাব (ঘ) ওয়াজিব√
৯৬। আল্লাহতায়ালার নিকট বান্দার অনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কী?
(ক) হজ (খ) সালাত√ (গ) জিহাদ (ঘ) সাওম
৯৭। কোন অবস্থায় কুরআন মজিদ স্পর্শ করা যায় না?
(ক) অপবিত্র অবস্থায়√ (খ) বসা অবস্থায়
(গ) দাঁড়ানো অবস্থায় (ঘ) শোয়া অবস্থায়
৯৮। সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদতখানাকে কী বলে?
(ক) মকতব (খ) মসজিদ√
(গ) খানকা (ঘ) মসজিদে নববী
