অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
ড. সনজিত পাল
প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা
ভাব ও কাজ
-কাজী নজরুল ইসলাম
অনুধাবন প্রশ্ন :
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১. ‘ভাবের কোনো সার্থকতা থাকে না’- কখন এবং কেন?
২. ‘ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়’- বলতে কী বোঝানো হয়েছে?
৩. ‘কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়’- বলতে কী বোঝানো হয়েছে?
৪. ‘তাঁহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে’- কাকে এবং কেন?
৫. ‘ভাবের বন্যা বহাইতে হইবে’- বলতে কী বোঝানো হয়েছে?
৬. ‘লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ’- কেন?
৭. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে সোনার কাঠির ছোঁয়া- বলতে কী বোঝানো হয়েছে?
৮. ‘তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো’- বলতে কী বোঝানো হয়েছে?
৯. ‘এ কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি’- ব্যাখ্যা কর।
১০. ‘স্পিরিটকে কী বিশ্রী ভাবেই না মুখ ভ্যাঙচানো হইল!’- বলতে কী বোঝানো হয়েছে?
১১. ‘অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না’- সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।
১২. ‘রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ’- সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।
১৩. ‘সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুরমতো সাপুড়ে হওয়া চাই’ - কেন?
১৪. ‘এমন সুবর্ণ সুযোগ মাঝ-মাঠে মারা যাইতো না’- বলতে কী বোঝানো হয়েছে?
১৫. সত্যিকার দেশকর্মী কেন পুয়ালচাপা পড়িয়া গিয়াছে?
১৬. মুখোশ-পরা ত্যাগী মহাপুরুষগণের আচরণ/ স্বভাব সম্পর্কে লেখ।
১৭. ‘দেশবাসীর মন সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে’- কেন?
১৮. ‘দশচক্রে ভগবান ভূত’ কথাটা মস্ত সত্যি কথা- কেন বলা হয়েছে?
১৯. ‘ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না’- বলতে কী বোঝানো হয়েছে?
২০. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন- বলতে কী বোঝানো হয়েছে?
২১. ‘ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও’- বলতে কী বোঝানো হয়েছে?
২২. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে প্রাবন্ধিক ভাব সাধনা করতে বলেছেন কেন?
২৩. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে প্রাবন্ধিক আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
২৪. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে প্রাবন্ধিক অন্ধ ও ভেড়ার মতো চলতে নিষেধ করেছেন কেন?
২৫. ‘তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে’- বলতে কী বোঝানো হয়েছে?
২৬. ‘ভাবের ঘরে চুরি করিও না’- বলতে কী বোঝানো হয়েছে?
২৭. ‘আত্মার শক্তিকে নষ্ট করার কোনো অধিকার তোমার নেই’- কেন বলা হয়েছে?
সৃজনশীল প্রশ্নের দিকগুলো :
১. ভাব ও কাজের স্বরূপ।
২. ভাবকে কাজে রূপান্তরের উপায়।
৩. আমাদের দেশের সাধারণ মানুষের বৈশিষ্ট্য। / আবেগপ্রবণ মনোভাব।
৪. ভাবাবেগ কাজে রূপান্তর না হওয়ার কারণ।
৫. উপযুক্ত সময়ে আবেগ ব্যবহার করতে না পারার পরিণতি।
৬. হৃদয়ের আবেগ জোর করে একাধিকবারা জাগানো যায় না।
৭. আদর্শ বা দেশপ্রেমিক নেতার বৈশিষ্ট্য।/ কার্যকলাপ।
৮. মুখোশ-পরা/ স্বার্থবাদী নেতার বৈশিষ্ট্য। / কার্যকলাপ।
৯. দেশগঠনে নেতাদের যেরূপ আচরণ করা উচিত।
১০. ব্যক্তিস্বার্থে জনগণের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়।
১১. যে কোনো কাজ করার আগে ওই কাজের অগ্র-পশ্চাৎ চিন্তা করে কাজে নামা উচিত।
