অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
পদের শ্রেণিবিভাগ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩৪৬. কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ?
ক. পদ্মা বাংলাদেশের বড় নদী খ. ভালো ছাত্র পাশ করবেই
গ. মানুষটি ক্ষুধায় কাতর √ঘ. ইংরেজ নৌবহর বিখ্যাত
৩৪৭. যে-সে, যা-তা ইত্যাদি কোন ধরনের সর্বনাম?
ক. অনির্দেশক খ. পুরুষবাচক গ. আত্মবাচক √ঘ. সাপেক্ষ
৩৪৮. কেউ, কিছু ইত্যাদি কোন ধরনের সর্বনাম?
ক. পুরুষবাচক √খ. অনির্দেশক গ. নির্দেশক ঘ. আত্মবাচক
৩৪৯. আত্মবাচক সর্বনাম কোনটি?
ক. আমি √খ. আপনি গ. তুমি ঘ. উনি
৩৫০. সকল, সবাই, উভয় ইত্যাদি কোন ধরনের সর্বনাম?
ক. সাপেক্ষ খ. অনির্দেশক √গ. সাকল্যবাচক ঘ. পুরুষবাচক
৩৫১. কোনটি সমাপিকা ক্রিয়ার উদাহরণ?
√ক. ক্লাস শুরু হয়েছে খ. ভালো ও মন্দ দেখে চলতে হয়
গ. ভালো ফল হলে সবাই খুশি ঘ. শিক্ষক ছাত্রকে পড়ান
৩৫২. কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ?
ক. ছাত্ররা বই পড়ে খ. ফল বেরিয়েছে
√গ. পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো ঘ. সে পড়া পড়ে গেল
৩৫৩. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
√ক. সে পাশ করে গেল খ. শিক্ষক ছাত্রকে পড়ান
গ. ক্লাস শুরু হয়েছে ঘ. ছাত্ররা বই পড়ে
৩৫৪. কোনটি প্রযোজক বা ণিজন্ত ক্রিয়ার উদাহরণ?
ক. ছাত্ররা বই পড়ছে খ. ছেলেরা মাঠে খেলা করছে
গ. যথায় যেমন তথায় তেমন √ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
৩৫৫. কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক. শিক্ষক ছাত্রকে অঙ্ক করান খ. সে বাড়ি যায়
√গ. ছাত্ররা বই পড়ে ঘ. মেয়েটি হাসে
৩৫৬. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে কী বলে?
ক. অসমাপিকা ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
√গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
৩৫৭. কাঞ্চন বই পড়ছে- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. প্রযোজক √খ. সকর্মক গ. অকর্মক ঘ. যৌগিক
৩৫৮. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক. সাপুড়ে সাপ খেলায় খ. মণি মারমা ভাত খায়
গ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন √ঘ. সাইরেন বেজে উঠল
৩৫৯. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
√ক. মণি মারমা বাড়ি যায় খ. রুবা বই পড়ে
গ. কাকলি পাশ করে গেল
ঘ. বাবা আমাকে একটা কলম কিনে দিয়েছেন
৩৬০. শিক্ষক ছাত্রকে অঙ্ক করান- এ বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. যৌগিক ক্রিয়ার √খ. দ্বিকর্মক ক্রিয়ার
গ. সকর্মক ক্রিয়ার ঘ. অকর্মক ক্রিয়ার
৩৬১. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
√ক. পর্বত খ. গমন গ. পানি ঘ. নম্রতা
৩৬২. কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
√ক. চীন খ. নদী গ. ফুল ঘ. বই
৩৬৩. আত্মবাচক সর্বনাম কোনটি?
ক. এই খ. তারা √গ. নিজ ঘ. সে
৩৬৪. যে ক্রিয়ার কর্ম থাকে তাকে কী বলে?
ক. সমধাতুজ কর্ম খ. ণিজন্ত কর্ম
গ. প্রযোজক কর্ম √ঘ. সকর্মক
৩৬৫. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটির নাম কী?
√ক. মুখ্য খ. ণিজন্ত গ. গৌণ ঘ. প্রযোজক
৩৬৬. কোনটি জাতিবাচক বিশেষ্য?
ক. নজরুল √খ. পর্বত গ. লবণ ঘ. ভোজন
