Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

জীবনীশক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে? উত্তর : কার্বন ডাইঅক্সাইড

৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ?

উত্তর : C3 উদ্ভিদ

৩৪। C3 উদ্ভিদ কাকে বলে?

উত্তর : C3 গতিপথ বা ক্যালভিন চক্র যেসব উদ্ভিদে ঘটে তাদেরকে C3 উদ্ভিদ বলে।

৩৫। C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থের নাম কী?

উত্তর : অক্সালো এসিটিক এসিড

৩৬। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়?

উত্তর : বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে

৩৭। বিকালে সালোকসংশ্লেষণের গতিমন্থর হয় কেন?

উত্তর : পাতায় শর্করা বেশি থাকার কারণে

৩৮। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণে কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে? উত্তর : ৩টি

৩৯। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী?

উত্তর : ব্ল্যাকম্যান

৪০। কোন ধরনের উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালিক এসিড? উত্তর : C4 উদ্ভিদের

৪১। ব্ল্যাকম্যান কোন ধরনের বিজ্ঞানী ছিলেন?

উত্তর : শরীরতত্ত্ববিদ

৪২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কয় প্রকার?

উত্তর : ২ প্রকার

৪৩। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কী?

উত্তর : পাতার মেসোফিল টিস্যু

৪৪। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারন্থাস ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : C4 উদ্ভিদ

৪৫। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কী বলা হয়? উত্তর : ফটোলাইসিস

৪৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে? উত্তর : ব্ল্যাকম্যান

৪৭। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রাক্রয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর : ১৯০৫ সালে

৪৮। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?

উত্তর : কিটো এসিড

৪৯। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কী শোষণ করে?

উত্তর : ফোটন

৫০। পাইরুভিক এসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কী উৎপন্ন করে? উত্তর : ল্যাকটিক এসিড

৫১। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্যের নাম লিখ।

উত্তর : অক্সিজেন ও পানি

৫২। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট? উত্তর : ৩

৫৩। সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কী উৎপন্ন হয়?

উত্তর : কার্বোহাইড্রেট

৫৪। সালোকসংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ে কী উৎপন্ন হয়? উত্তর : ATP

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

কৃষি সমবায়

১। সমবায় কাদের নিজস্ব পেশাগত সংগঠন?

ক) জেলেদের খ) কৃষকদের

গ) তাঁতিদের ঘ) শিক্ষকদের

২। পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কোনটি?

ক) বালাইনাশক ব্যবহার

খ) রাসায়নিক সার ব্যবহার

গ) শস্য পর্যায় অবলম্বন

ঘ) গুদামজাতকরণের রাসায়নিক দ্রব্য ব্যবহার

৩। আধুনিক কৃষি-

ক) অনুন্নত খ) সহজলভ্য

গ) কম খরচ ঘ) ব্যয়বহুল

৪। কৃষিমূলধন সমবায়ের অপর নাম কী?

ক) সঞ্চয় সমবায় খ) উৎপাদন সমবায়

গ) ক্রেতা সমবায় ঘ) বিপণন সমবায়

৫। উদ্দেশ্য অনুযায়ী কৃষি সমবায় কয় প্রকার?

ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫

৬। কৃষিকাজের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক) লাঙল খ) মই গ) গরু ঘ) পানি

৭। কৃষির আধুনিকায়নের জন্য কোনটি প্রয়োজন?

ক) সার খ) কৃষি যান্ত্রিকীকরণ গ) বীজ ঘ) সেচ

৮। সমবায় সংগঠন কৃষি সমবায়ের কী?

ক) হৃৎপিণ্ড খ) জীবন গ) সংগঠন ঘ) ক্ষেত্র

৯। কৃষি সমবায়ের প্রকারগুলো হলো-

i. কৃষি মূলধন সমবায় ii. কৃষি উপকরণ সমবায়

iii. কৃষি উৎপাদন সমবায়

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১০। গবেষণায় দেখা যায় কী পরিমাণ না হলে লাভজনক কৃষিখামার পরিচালনা করা যায় না?

ক) ১০ শতক খ) ১ একর গ) ১ হেক্টর ঘ) ১০ হেক্টর

১১। কৃষিপণ্য বিপণনে কিসের ওপর নির্ভর করে প্যাকিং করতে হয়?

ক) পরিবহণ খ) দূরত্ব গ) পণ্য ঘ) আবহাওয়া

১২। যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত কাজ?

ক) মূলধন সমবায় খ) উৎপাদন সমবায়

গ) উপকরণ সমবায় ঘ) সঞ্চয় সমবায়

১৩। সমবায় সংগঠনের মূল স্তম্ভ কোনটি?

ক) দক্ষতা খ) মূলধন গ) ব্যবস্থাপনা ঘ) একতা

১৪। কে সহজে ঋণ গ্রহণ করতে পারে?

ক) রেজিষ্ট্রিকৃত সমবায় খ) কৃষক

গ) দুস্থ লোকজন ঘ) মহিলা

১৫। কৃষি পণ্যের মানোন্নয়নে প্রয়োজন-

i. ফসলের মান অনুযায়ী সজ্জিতকরণ

ii. যথাযথভাবে উৎপাদিত ফসল সংরক্ষণ

iii. সঠিকভাবে ফসলের পরিচর্যা

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.গ।

জীববিজ্ঞান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম