পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
আফরোজা বেগম
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা
আমাদের জীবনে প্রযুক্তি
প্রশ্ন : কৃষি প্রযুক্তি কীভাবে আমাদের জীবন মান উন্নত করে?
উত্তর : যেসব ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন মানকে উন্নত করেছে তাদের অন্যতম হল কৃষি প্রযুক্তি। নিচে তার বর্ণনা দেওয়া হলো।
কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি :
* চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন- শাবল, কোদাল, লাঙ্গল, উদ্ভাবন করেছে।
* বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে।
* এসব যন্ত্রপাতি মানুষকে অল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন করে মানুষের বাড়তি খাদ্য চাহিদা পূরণ করে জীবনযাত্রার মানকে উন্নত করছে।
রাসায়নিক প্রযুক্তি :
* বাড়তি উৎপাদনের জন্য ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।
* রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদনকে দ্বিগুণ করে সবুজ বিপ্লব এনেছে।
* রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে।
জৈব প্রযুক্তি :
মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি। যেমন- জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে।
সুতরাং, কৃষি প্রযুক্তি নানাভাবে আমাদের জীবনমান উন্নত করে।
প্রশ্ন : প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে?
উত্তর : বিজ্ঞান হলো পরীক্ষালব্ধ অর্জিত জ্ঞান। আর প্রযুক্তি হলো সেই জ্ঞানের তথা বিজ্ঞানেরই ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান ছাড়া প্রযুক্তি অচল। বিজ্ঞানই প্রযুক্তিকে সচল রেখেছে। প্রযুক্তি নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারে নানাভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করেছে। যেমন :
* বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয়বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এ বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো।
* বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে।
* বিজ্ঞানীদের আবিষ্কৃত দুরবিন বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করা যাচ্ছে।
* খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অণুবীক্ষণ যন্ত্র। আর এ যন্ত্র চিকিৎসা বিজ্ঞান ও গবেষণাকে দিয়েছে নতুন মাত্রা।
* বিজ্ঞানের জ্ঞানকে কৃষি, শিল্পকারখানা, পরিবহণ ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগিয়ে আঠারো শতকে ঘটেছে শিল্প বিপ্লব।
* বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে কৃষি, শিক্ষাতে ঘটেছে ব্যাপক পরিবর্তন।
* বিজ্ঞানের জ্ঞানের উন্নত প্রয়োগের ফলে যোগাযোগ ও চিকিৎসা ক্ষেত্রে ঘটেছে অভাবনীয় উন্নয়ন।
সুতরাং, প্রযুক্তি নানাভাবে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে করছে উন্নত ও আরামদায়ক।
প্রশ্ন : বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর।
উত্তর : বিজ্ঞান হলো পরীক্ষালব্ধ জ্ঞান আর প্রযুক্তি হলো বিজ্ঞানের অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা নানাভাবে সম্পর্কযুক্ত। যেমন-
* অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না।
* বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করছেন ও বিভিন্ন ঘটনার ব্যাখা দিয়েছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের বা বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের কোনো উদ্দেশ্যই তাদের ছিল না। অপরদিকে, কালক্রমে উন্নত জীবনযাপনের জন্য প্রযুক্তিবিদরা আবিষ্কার করেছেন নানা কৌশল ও যন্ত্রপাতির।
* দীর্ঘ সময় ধরে বিজ্ঞান ও প্রযুক্তি পাশাপাশি চলার ফলে তারা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়। যেমন-
* বিজ্ঞানীরা প্রকৃতির নিয়ম আবিষ্কার করেন। আর প্রযুক্তিবিদরা সেই আবিষ্কৃত প্রযুক্তির নিয়ম প্রয়োগ করে বিভিন্ন যন্ত্র উদ্ভাবন করে বাস্তব সমস্যার সমাধান করেন।
* বিজ্ঞানীরা জলীয়বাষ্পের ক্ষমতা আবিষ্কার করেন আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আবিষ্কৃত হয় বাষ্পীয় ইঞ্জিন। এ বাষ্পীয় ইঞ্জিন দিয়ে কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চলে।
* বিজ্ঞানীরা মহাকর্ষ শক্তি আবিষ্কার করেন। সেই শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয় কৃত্রিম উপগ্রহ।
* বিজ্ঞানীরা বস্তুর গঠন এবং এর উপরে শক্তির নানা প্রভাব আবিষ্কার করেছেন। প্রযুক্তিবিদরা বিজ্ঞানের সেই জ্ঞান ব্যবহার করে নতুন নির্মাণসামগ্রী উদ্ভাবন করেছেন।
সুতরাং, প্রযুক্তি শুধু বিজ্ঞানের উপরে নির্ভরশীল নয়। বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির উপরে নির্ভরশীল। প্রযুক্তির মাধ্যমে অণুবীক্ষণ যন্ত্র, দুরবিন, এক্স-রে মেশিন উদ্ভাবিত হয়েছে। এসব যন্ত্র গবেষণার কাজে ব্যবহার করে বিজ্ঞানের অগ্রগতিকে করেছে ত্বরান্বিত। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে গভীর সম্পর্ক হওয়ায় দ্রুত অগ্রগতি ঘটছে বিজ্ঞান ও প্রযুক্তিতে।
