একাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথমপত্র
সাইফুল মজুমদার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, পদার্থবিজ্ঞান
কেএফটি কলেজিয়েট স্কুল, চাঁদপুর
গতিবিদ্যা
১। প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর : যে দৃঢ় বস্তুর সঙ্গে তুলনা করে অন্য কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।
২। প্রসঙ্গ বিন্দু কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর অবস্থান প্রকাশ করতে হলে একটি বিন্দু প্রয়োজন, যার সাপেক্ষে অবস্থানকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা যায়। এই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে।
৩। গতি কাকে বলে?
উত্তর : সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে তাকে গতি বলে।
৪। স্থিতি কাকে বলে?
উত্তর : সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটলে তাকে স্থিতি বলে।
৫। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর : পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে।
৬। অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর : যেসব প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে অসম বেগে গতিশীল তাদেরকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে।
৫। পরম স্থিতি কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় এবং তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীলতাকে পরম স্থিতি বলে।
৬। পরম গতি কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় এবং তার সাপেক্ষে যে বস্তু গতিশীলতার গতিকে পরম গতি বলে।
৭। আপেক্ষিক গতি কাকে বলে?
উত্তর : দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে।
৮। সব গতি আপেক্ষিক কেন?
উত্তর : পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য ও তার গ্রহ, উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। তাই আমরা বলতে পারি এ মহাবিশ্বের সব স্থিতিই আপেক্ষিক, সব গতিই আপেক্ষিক।
৯। পরম কী?
উত্তর : পরম হলো যেটা একেবারেই স্থির বা গতিশীল।
১০। আপেক্ষিক কী?
উত্তর : আপেক্ষিক মানে সাপেক্ষে। যেমন, গাড়িটি তোমার সাপেক্ষে সামনে চলে গেল।
১১। গাছপালা কোন ধরনের বস্তু?
উত্তর : স্থির বস্তু।
১২। চলন্ত ট্রেন কোন ধরনের বস্তু?
উত্তর : গতিশীল।
১৩। দুই বন্ধু চলন্ত ট্রেনে পাশাপাশি বসে থাকলে সময়ের পরিবর্তনে তাদের অবস্থান কেমন হবে?
উত্তর : একজনের সাপেক্ষে অন্যজন স্থির।
১৪। স্থির বস্তুর অবস্থাকে কি বলে?
উত্তর : স্থিতি।
১৫। দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির কি বলে?
উত্তর : আপেক্ষিক বেগ।
১৬। মহাবিশ্বের সব গতি কি ধরনের গতি?
উত্তর : আপেক্ষিক।
১৭। অবস্থান ভেক্টর কী?
উত্তর : প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর এর সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে।
১৮। অবস্থান ভেক্টর এর অপর নাম কি?
উত্তর : ব্যাসার্ধ ভেক্টর।
১৯। অবস্থান ভেক্টরের একক কী?
উত্তর : মিটার।
২০। সরণ কী?
উত্তর : কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে।
২১। সরণ কোন রাশি?
উত্তর : ভেক্টর রাশি।
২২। সরণের একক কী?
উত্তর : মিটার।
২৩। বেগ কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।
২৪। গড় বেগ কাকে বলে?
উত্তর : কোনো বস্তু অসম বেগে চললে একক সময়ে গড়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে গড় বেগ বলে।
২৫। বেগ কোন ধরনের রাশি?
উত্তর : ভেক্টর রাশি।
২৬। কখন কোনো বস্তুর বেগশূন্য হয়?
উত্তর : যখন বস্তুর সরণ না ঘটে।
২৭। তাৎক্ষণিক বেগ কাকে বলে?
উত্তর : সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।
